কুতুবে আলম হযরত খাজা সাইয়্যেদ কুতুব উদ্দীন বখতিয়ার কাকী চিশতী এর জীবনী - Biography of Qutbuddin Bakhtiyar Kaki Chishti (Rah :)

ক্বত্ববে আলম হযরত খাজা সাইয়্যেদ ক্বুত্বব উদ্দীন বখতিয়ার কাকী চিশতী এর জীবনী - Biography of Qutbuddin Bakhtiyar Kaki Chishti (Rah :)
কুতুবে আলম হযরত খাজা সাইয়্যেদ কুতুব উদ্দীন বখতিয়ার কাকী চিশতী এর জীবনী - Biography of Qutbuddin Bakhtiyar Kaki Chishti (Rah :)
ক্বুত্বব উদ্দীন। ‘বখতয়িার’ খাজা গরীব নাওয়াজ রাহমাতুল্লাহি তা‘আলা আলায়হির প্রদত্ত ‘খেতাব’। ‘কাকী’ প্রসিদ্ধ লক্বব (উপাধী)। বরকতময় জন্ম- ৫৬৯ হিজরী। জন্মস্থান আউশ (ইরাক্ব)। ওফাত দিবস- ১৪ রবিউল আউয়াল ৬৩৩ হিজরী, মোতাবেক ২৭ নভেম্বর, ১১২৫ খ্রিস্টাব্দ। ওফাতের স্থান মেহের ওলী শরীফ, দিল্লী। খাজা-ই খাজেগান চিশতী ‘হযরত খাজা গরীব’ নাওয়াযের নায়েব ও খলীফা (জা-নশীন) বিধায় ক্বত্ববুল আক্বত্বাব হযরত খাজা ক্বুত্বব উদ্দীন বখতিয়ার কাকী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু ‘সিলসিলাহ্-ই চিশ্তীয়া মু‘ঈনিয়া’র সমস্ত শাখার সম্মানিত মাশাইখ ও ফয়যপ্রাপ্তদের আশ্রয়স্থল ও চূড়ান্ত ঠিকানা এবং সমস্ত ফয়য ও বরকেতর উৎসস্থলই। জন্মের সময় আলোরাশির ছড়াছড়ি ‘সিয়ারুল আক্বতাব’-এর বর্ণনানুসারে অর্দ্ধরাতে তিনি এ নশ্বর পৃথিবীতে তাশরীফ আনেন। তাঁর জন্মের সময় সমগ্র ঘরে আলোরাশির ছড়াছড়ি ছিলো। তা তাঁর আলোর ভূ-খণ্ডে পরিণত হয়েছিলো। তাঁর মহিয়সী আম্মাজানকে অদৃশ্য জগৎ থেকে নিন্মলিখিত আওয়াজটুকু শুনানো হয়েছিলো- ايں نور كه ديدى سرے بود از اسرار الهى- كه اكنوں دردل فرزندن نها ديم- অর্থ: ‘‘এ নূর (আলো), যা তুমি দেখেছো, আল্লাহর রহস্যাদি থেকে একটি গূঢ় রহস্য, যাকে আমি তো…
Join