আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র.) এর জন্ম, শ্রেষ্ঠ কীর্তি, কাব্য গ্রন্থ, আ’লা হযরত চর্চা, লিখিত গ্রন্থাবলী, তাফসীর শাস্ত্রে অনন্য দক্ষতা - Biography of Hazrat Imam Ahmad Reza (ra)

আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র.) এর জন্ম, শ্রেষ্ঠ কীর্তি, কাব্য গ্রন্থ, আ’লা হযরত চর্চা, লিখিত গ্রন্থাবলী, তাফসীর শাস্ত্রে অনন্য দক্ষতা - Biography of Ha
আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র.) এর জন্ম, শ্রেষ্ঠ কীর্তি, কাব্য গ্রন্থ, আ’লা হযরত চর্চা, লিখিত গ্রন্থাবলী, তাফসীর শাস্ত্রে অনন্য দক্ষতা - Biography of Hazrat Imam Ahmad Reza (ra)
আ’লা হযরত ইমাম আহমদ রেযা (র.) জন্ম ১২৭২ হি. (১৮৫৬ খ্রি.) ওফাত ১৩৪০হি. (১৯২১ খ্রি.) বিশ্বব্যাপী পরিচিত এক বিস্ময়কর অসাধারণ প্রতিভা। প্রাচ্য থেকে পাশ্চাত্যের সর্বত্র আজ তাঁর চিন্তাধারা শিক্ষা ও জীবন দশর্ন সম্পর্কে আলোচনা ও  গবেষণা চলছে। তাঁর জীবন কর্ম মূল্যায়ন ও অবদান সর্ম্পকে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৬ জন গবেষক ৩৬টি শিরোনামে পি-এইচ.ডি. ডিগ্রী অর্জন করেছেন, ২৭ জন গবেষক এম.ফিল ডিগ্রী সম্পন্ন করেছেন। আরেক গবেষক ড. মুহাম্মদ মুকাররম আহমদ “ইমাম আহমদ রেযা কী আদবী খিদমত” শিরোনামে ভারতের দিল্লী জওহারলাল ইউনিভার্সিটি হতে ১৯৯৮ খ্রি. ডি. লীট ডিগ্রী অর্জন করেন।  ভারতের উত্তর প্রদেশের বেরেলী শহরে যদিও তাঁর আবির্ভাব; কিন্তু দেশ কাল ও ভৌগলিক সীমানার ঊর্দ্ধে তাঁর অবস্থান। এ জাতীয় মনীষীরা গোটা বিশ্বের সম্পদ। ১৩৪০ হিজরিতে বিশাল কর্মময় জীবনে মিল্লাত মাযহাবের জন্য জ্ঞান সমুদ্র রেখে তিনি ইহকাল ত্যাগ করেন। তিনি ইতিহাসের কিংবদন্তি। নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুযোগ্য ইলমী উত্তরাধিকার হিসেবে তাঁর পদাঙ্ক অনুসরণে জ্ঞানী ওলামা-মাশায়েখসহ মুসলিম বিশ্বের এক বিশাল অংশের অন্তরাত্মা আজ তেজোদীপ্…
Join