শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ জালালুদ্দীন আলকাদেরী (রাহ.) এর জীবনী, জন্ম, শিক্ষা জীবন, বায়াত ও দীক্ষা লাভ, শিক্ষকবৃন্দ, দাম্পত্য জীবন, মুবাল্লিগ, শ্রেষ্ঠ খতিব, লেখনী ও প্রকাশনা, ইন্তেকাল - Biography of Shaykhul Hadith Allama Muhammad Jalaluddin Al Qaderi (Rah.)

শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ জালালুদ্দীন আলকাদেরী (রাহ.) এর জীবনী, জন্ম, শিক্ষা জীবন, বায়াত ও দীক্ষা লাভ, শিক্ষকবৃন্দ, দাম্পত্য জীবন, মুবাল্লিগ,
শায়খুল হাদীস আল্লামা মুহাম্মদ জালালুদ্দীন আলকাদেরী (রাহ.) এর জীবনী, জন্ম, শিক্ষা জীবন, বায়াত ও দীক্ষা লাভ, শিক্ষকবৃন্দ, দাম্পত্য জীবন, মুবাল্লিগ, শ্রেষ্ঠ খতিব, লেখনী ও প্রকাশনা, ইন্তেকাল - Biography of Shaykhul Hadith Allama Muhammad Jalaluddin Al Qaderi (Rah.)
প্রখ্যাত আলেমে দ্বীন, আশেকে রাসূল (দ.) শতাব্দীর শ্রেষ্ঠ আলেম মুবাল্লেগে ইসলাম, খতীবে বাঙ্গাল, মুফতিয়ে আজম, শায়খুল হাদীস, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জালালুদ্দীন আল্কাদেরী রাহমাতুল্লাহি আলায়হি সুন্নী জামায়াতের জন্য এক অনন্য নিয়ামত। যিনি কর্ম ও সাধনায় নিজের জীবনকে আলোকময় করেছেন। মানুষের মাঝে ইশকে রাসূলের প্লাবন সৃষ্টি করেছেন। আহলে বায়তে রাসূল-এর প্রেম প্রীতি শিখিয়েছেন। মসলকে আ’লা হযরতকে ধারণ করে সঠিক আক্বীদা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের বীজ বপন করেছেন কোটি কোটি মানুষের হৃদয়ে। আল্লাহ্র প্রতি অগাধ বিশ্বাস, নবী করীম সাল্লাল্লাহু তা‘আলা আলায়হি ওয়াসাল্লাম-এর প্রতি শর্তহীন প্রেম, ভালোবাসা মানব হৃদয়কে কতটুকু দামী করতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আল্লামা মুহাম্মদ জালালুদ্দীন আল্কাদেরী রাহমাতুল্লাহি আলায়হি। কর্ম ও সাধনার ব্যাপারে আল্লাহ্ পাক ইরশাদ করেন- مَنْ عمل صالحًا من ذكر او انثى وهو مؤمن فلنحيينّّه حيوةً طيبة ولنجز ينّه اجرَهُمْ باحَسن ما كانوا يعملون- (سورة النحل: ১৭) অর্থাৎ যে সৎ কাজ করে পুরুষ হোক বা নারী যদি সে আল্লাহ্ ও রাসূলের প্রতি পূর্ণ বিশ্বাসী হয়, তাকে উত্তম জীবন দান করব এবং পরকালেও তাকে …
Join