Ebtedaye Class 4 Qawaid Al Lughatul Arabiyah (Arabic Grammar Sarf, Nahu, Tarjama-Translate, Insha-Essay) Guide book 2025 PDF | ইবতেদায়ি ৪র্থ শ্রেণির কাওয়াইদ আল লুগাতুল আরাবিয়্যাহ (আরবি ব্যাকরণ সরফ, নাহু, তরজমা-অনুবাদ ও ইনশা-রচনা) গাইড বই ২০২৫ পিডিএফ
قَوَاعِدُ اللُّغَةِ الْعَرَبِيَّةِ - لِلصَّفِّ الرَّابِعِ الْابْتِدَائِيَ (ইবতেদায়ি চতুর্থ শ্রেণির কাওয়াইদ আল লুগাতুল আরাবিয়্যাহ সহায়িকা বই)
এই বইটিতে আরবি ব্যাকরণ সরফ, নাহু, তরজমা ও ইনশা/রচনা বিষয়ক গুরুত্বপূর্ণ নিয়মাবলি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে। ইবতেদায়ি ৪র্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য এটি অত্যন্ত সহায়ক একটি গাইড, যা তাদের আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জনে সহায়তা করবে। ২০২৫ সালের পাঠ্যক্রম অনুযায়ী প্রস্তুতকৃত এই বইটি এখনই পিডিএফ আকারে ডাউনলোড করুন।
ইবতেদায়ি ৪র্থ শ্রেণির কাওয়াইদ আল লুগাতুল আরাবিয়্যাহ এর সিলেবাস)
অর্ধ-বার্ষিক পরীক্ষার সিলেবাস
সরফ অংশের প্রথম পাঠ থেকে সপ্তম পাঠ।
নাহু অংশের প্রথম পাঠ থেকে অষ্টম পাঠ।
তরজমা অংশের প্রথম পাঠ থেকে পঞ্চম পাঠ।
রচনা অংশের ১নং থেকে ৮নং রচনা।
বার্ষিক পরীক্ষার সিলেবাস
সরফ অংশের অষ্টম পাঠ থেকে চতুর্দশ পাঠ।
নাহু অংশের নবম পাঠ থেকে সপ্তদশ পাঠ।
তরজমা অংশের ষষ্ঠ পাঠ থেকে দশম পাঠ।
রচনা অংশের ৯নং থেকে ১৬নং রচনা।
পাঠ্যবই/গাইডবই কীভাবে ডাউনলোড করবো?
৪র্থ শ্রেণির আরবি ব্যাকরণ বিষয়ের যে পাঠে ক্লিক করবেন সেটার পিডিএফ ওপেন হবে, অতপর ⋮ মেনু থেকে ডাউনলোড করতে পারবেন। (The PDF of the unit you click on for Class 4 Arabic Grammar guide will open, then you can download it from the ⋮ Menu.)
আরবি ২য় পত্র অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন
আরবি ব্যাকরণ (সারফ, নাহু, তরজমা ও ইনশা) শেখার জন্য ধৈর্য ও নিয়মিত অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইবতেদায়ি ৪র্থ শ্রেণির শিক্ষার্থীরা যদি প্রতিদিন নির্দিষ্ট সময় ব্যয় করে এই গাইড অনুসারে চর্চা করে, তাহলে তারা সহজেই আরবি ভাষার মৌলিক নিয়মগুলো আয়ত্ত করতে পারবে। শিক্ষকদের দিকনির্দেশনায় এবং উদ্যমের সঙ্গে পড়াশোনা করলে এই জ্ঞান ভবিষ্যতে কুরআন, হাদিস ও ইসলামি জ্ঞানের গভীরে প্রবেশের পথ সুগম করবে।