বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Syllabus SSC Class 9-10 Class 8 Class 7 Class 6 Class 5 Class 4 Class 3 Class 2 Class 1 Dakhil Class 9-10 MD Class 8 MD Class 7 MD Class 6 MD Class 5 MD Class 4 MD Class 3 MD Class 2 MD Class 1 EV SSC Class 9-10 EV Class 8 EV Class 7 EV Class 6 EV Class 5 EV Class 4 EV Class 3

اكْتُبْ رِسَالَةٌ إِلَى أَبِيكَ تُخْبِرُهُ عَنْ وُصُولِكَ إِلَى الْمَدْرَسَةِ بِالسَّلَامَةِ - নিরাপদে মাদরাসায় পৌঁছার সংবাদ জানিয়ে তোমার আব্বার নিকট একটি পত্র লেখ। | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

Admin
Join Telegram for New Books

(toc)

اكْتُبْ رِسَالَةٌ إِلَى أَبِيكَ تُخْبِرُهُ عَنْ وُصُولِكَ إِلَى الْمَدْرَسَةِ بِالسَّلَامَةِ - নিরাপদে মাদরাসায় পৌঁছার সংবাদ জানিয়ে তোমার আব্বার নিকট একটি পত্র লেখ। | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

السؤال: اكْتُبْ رِسَالَةٌ إِلَى أَبِيكَ تُخْبِرُهُ عَنْ وُصُولِكَ إِلَى الْمَدْرَسَةِ بِالسَّلَامَةِ- 

الإجابة:
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 
أبُو بَكْرٍ
مَسْكَنُ الطُّلابِ،
مَدْرَسَهُ الْجَامِعَةُ الأَحْمَدِيَّةُ السُّنِيَّةُ الْعَالِيَةُ، شيتا غونغ
رَقَمُ الْغُرْفَة : ١٠
التَّاريخ : ........

أبِي الْمُكَرَّم!
السّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ 

بَعْدَ التَّحِيَّاتِ الْمُبَارَكَةِ وَالثَّمَنَيَّاتِ الطَّيِّبَةِ افَيْدُكُمْ عِلْمًا بِأَنِّي قَدْ وَصَلْتُ الْمَدْرَسَةَ بِالْأَمْسِ السَّاعَةَ الخَامِسَةَ مَسَاءً بِالسَّلَامَةِ وَالْعَافِية بعون الله وتوفيقه. مَا وَاجَهَتْ مُشْكِلَةٌ فِي الطَّرِيقِ غَيْرَ الْقَلِيل الْأَزْدِحَامِ فِيهَا وَاَحْوَالُ الْمَدْرَسَةِ أَيْضًا طَيِّبَةٌ صِحَنِى الْحَمْدُ لِلَّهِ جَيْدَةُ ولكن اذكر اخي الصَّغِيرَ مَرَّةً بَعْدَ مَرَّةٍ -
اعْلَنَتْ إِدَارَةُ الْمَدْرَسَةِ بِأَنَّ اخْتِبَارَنَا النَّهَانِي سَيَنْعَقِدُ مِنَ الْيَوْمِ الْعَاشِرِ مِنْ شَهْرٍ بِسِمُبَرُ الْقَادِمِ. بَدَأَتِ الْمُذَاكَرَهُ وَتَدْعُونَ لِي كَيْ انْجَعَ بالتَّفَوَّقِ. قَبْلَ الْاخْتِبَارِ بِعَشَرَةِ أَيَّامٍ تُرْسِلُوْنَ إِلَى أَلْفَ تَاكًا لِدَفْعِ رُسُوْمَاتِ الْمَدْرَسَة -
تبلغُونَ السَّلَامَ إِلى أُمِّى المُحْتَرَمَةِ وَالْحُبَّ وَالشَّفْقَة إِلَى الصَّغَارِ. ختاما ادعو الله يحكُمُ الْكَامِلَة- 

ابْتُكُمُ الْعَزِيزُ
ابو بَكْرٍ


প্রশ্ন : নিরাপদে মাদরাসায় পৌঁছার সংবাদ জানিয়ে তোমার আব্বার নিকট একটি পত্র লেখ।

উত্তর: 

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আবু বকর
ছাত্রাবাস,  জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, চট্টগ্রাম।
কক্ষ নং : ১০
তারিখ: .......

শ্রদ্ধেয় আব্বাজান,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

মুবারক অভিবাদন ও শুভকামনার পর, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, আল্লাহর সাহায্যে ও তৌফিকে আমি গতকাল সন্ধ্যা পাঁচটায় নিরাপদে মাদরাসায় পৌঁছেছি। পথে সামান্য যানজট ব্যতীত আর কোনো সমস্যার সম্মুখীন হইনি। মাদরাসার অবস্থা ভালো এবং আমার শারীরিক অবস্থাও ভালো। তবে বারবার আমার ছোট ভাইয়ের কথা মনে পড়ছে।
মাদরাসা কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে, আমাদের চূড়ান্ত পরীক্ষা আগামী ডিসেম্বর মাসের দশ তারিখ থেকে আরম্ভ হবে। আমি লেখাপড়া শুরু করে দিয়েছি। দোয়া করবেন যেন সফলতার সাথে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। পরীক্ষার দশ দিন পূর্বে আমার নিকট এক হাজার টাকা পাঠিয়ে দিবেন, যাতে মাদরাসার ফি পরিশোধ করতে পারি।
মায়ের প্রতি সালাম এবং ছোটদের প্রতি প্রীতি ও স্নেহ পৌঁছাবেন। আল্লাহর নিকট আপনার পরিপূর্ণ সুস্থতা কামনা করে শেষ করছি।

আপনার প্রিয় সন্তান
আবু বকর
 



Toolsax

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join