বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Syllabus SSC Class 9-10 Class 8 Class 7 Class 6 Class 5 Class 4 Class 3 Class 2 Class 1 Dakhil Class 9-10 MD Class 8 MD Class 7 MD Class 6 MD Class 5 MD Class 4 MD Class 3 MD Class 2 MD Class 1 EV SSC Class 9-10 EV Class 8 EV Class 7 EV Class 6 EV Class 5 EV Class 4 EV Class 3

اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تَهْنِئَةٌ لِنَجَاحِهِ بِالتَّفَرُّقِ فِي الْاخْتِبَارِ الْمَرْكَزِي الاجابة - কেন্দ্রীয় পরীক্ষায় তোমার বন্ধুর সফলতার জন্য অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

Admin
Join Telegram for New Books

(toc)

اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تَهْنِئَةٌ لِنَجَاحِهِ بِالتَّفَرُّقِ فِي الْاخْتِبَارِ الْمَرْكَزِي الاجابة - কেন্দ্রীয় পরীক্ষায় তোমার বন্ধুর সফলতার জন্য অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

السُّوَالُ  : اكْتُبْ رِسَالَةً إِلى صَدِيقِكَ تَهْنِئَةٌ لِنَجَاحِهِ بِالتَّفَرُّقِ فِي الْاخْتِبَارِ الْمَرْكَزِي - 

الاجابة :

بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمُ
محمد لطفُ الرَّحْمَنِ
١٤ / بي شَرَقٌ جَاتْرَا بَارِي دَاكَا

التَّارِيخ : ..........
صَدِيقِي الْعَزِيزُ!
السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ

بَعْدَ التَّحِيَّةِ الطَّيِّبَةِ رَجَائِي أَنَّكُمْ جَمِيعًا بِكُلِّ خَيْرٍ وَأَنَا أَيْضًا حَسَبَ دُعَائِكُمْ طَيِّبَ بِالْأَمْسِ رَأَيْتُ فِي الْجَرِيدَةِ انْقِلَابِ صُورَتُكَ الْمُسْتَبْشِرَةُ مَعَ خَبَرٍ نَجَاحِكَ فِي الْاِخْتِبَارِ الْمَرْكَزِيِ لِلْعَالِمِ- 
وَفَرِحْتُ بهذا الْخَبَرِ مَعَ زُمَلَائِي وَأُمِّي أَيْضًا أَظْهَرَتِ الْفُرْح وَدَعَتِ الله. لَكَ . فَأَشْكُرُ الله أولاً ثُمَّ أُمَيْتُكَ أَجْمَل النَّهَانِي أَرْجُو مِنْكَ مِثْلَ هَذِهِ النتيجة فِي الْاخْتِبَارِ الْمُسْتَقِيل- 
تبل السلام إلى الدَانِ وَالشَّفَقَةَ وَالْقُبْلَة إِلَى الصَّغَارِ-

صَدِيقُكَ الْحَمِيمُ
مُحَمَّدُ لُطْفُ الرَّحْمَنِ

প্রশ্ন : কেন্দ্রীয় পরীক্ষায় তোমার বন্ধুর সফলতার জন্য অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ।

উত্তর:

বিসমিল্লাহির রাহমানির রাহীম
মুহাম্মদ লুৎফুর রহমান
১৪/ বি পূর্ব যাত্রাবাড়ি, ঢাকা।
তারিখ : .........

প্রিয় বন্ধু,
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

পবিত্র অভিবাদনের পর, আশা করি তোমরা সবাই ভালো আছ। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। গতকাল 'ইনকিলাব' পত্রিকায় আলিম কেন্দ্রীয় পরীক্ষায় সফলতার সংবাদসহ তোমার হাস্যোজ্বল একটি ছবি দেখলাম। এ সংবাদে আমি এবং আমার বন্ধুরা আনন্দিত হয়েছি। আর আমার আম্মাও এতে আনন্দ প্রকাশ করেছে এবং আল্লাহর নিকট তোমার জন্য দোয়া করেছে। সুতরাং আমি প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করছি, অতঃপর তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনের পরীক্ষায়ও তোমার নিকট এ ধরনের ফলাফল কামনা করছি। তোমার শ্রদ্ধেয় আব্বা ও আম্মার প্রতি আমার সালাম এবং ছোটদের প্রতি স্নেহের চুম্বন রইল।

তোমার অন্তরঙ্গ বন্ধু 
মুহাম্মদ লুৎফুর রহমান




Toolsax

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join