আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

الانشاء : الْجَرِيدَةُ الْيَوْمِيَّةَ او مُطَالَعَةُ الْجَرَائِدِ | রচনা : দৈনিক পত্রিকা বা সংবাদপত্র পাঠ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الانشاء : الْجَرِيدَةُ الْيَوْمِيَّةَ او مُطَالَعَةُ الْجَرَائِدِ | রচনা : দৈনিক পত্রিকা বা সংবাদপত্র পাঠ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতী
Join Telegram for More Books
الانشاء :  الْجَرِيدَةُ الْيَوْمِيَّةَ او مُطَالَعَةُ الْجَرَائِدِ |  রচনা : দৈনিক পত্রিকা বা সংবাদপত্র পাঠ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

  الْجَرِيدَةُ الْيَوْمِيَّةَ او مُطَالَعَةُ الْجَرَائِدِ 

الْمُقَدَّمَةُ : 

الْحَمْدُ لِلْوَالَّذِى وَفَقَنَا اَنْ نَعْلَمَ أَخْبَارُ إِخْوَانِنَا الْمُسْلِمِينَ عَنْ طَرِيقِ الجَرِيدَةِ، وَالصَّلَوةُ وَالسَّلامُ عَلَى النَّبِيِّ الَّذِي أَمَرَنَا بِنَشر الدعوة الإِسْلَامِيَّةِ وَعَلَى الِهِ وَأَصْحَابِهِ الَّذِيْنَ بَلَغُوا عَنْهُ وَلِوَاية -

 معنى الْجَرِيدَةُ :

الْجَرِيدَةُ جَمْعُهَا الْجَرَائِدُ مَعْنَاهَا فِي اللُّغَةِ : غَصْنُ النَّخْلِ المُجرَّدِ عَنِ الْأَوْرَاقِ الرَّكْبُ الْجَمَاعَةُ، الْبَقِيةُ من المال -

وفي الاصطلاح : 

الْجَرِيدَةُ هِي صَحِيفَةٌ تَنْشُرُ بِوَاسِطَتِهَا أَخْبَارُ وَحَوَادِثُ وَمَقَالَاتٌ مُخْتَلِفَةٌ -

اخْتِرَاعُ الْجَرِيدَةِ :

اِخْتَرَعَتِ الْجَدِيدَةُ اولا في الروْمِ. كَانُوا يَكْتُبُونَ الاخبار المُهمَّة المَلِكِيَّةَ فِى الفَرقَةِ ثُمَّ يُعْلِقونَ عَلَى جِدَرَانِ الْمَدِينَةِ. وَإِنَّ أَهْلُ بِرِيْطَانِيَا طَبَعَتِ الْجَرِيدَةُ أولاً فِى عَهْدِ مَلَكَةِ اليُجَابِدُ وفِي شِبه القارة الهنْدِيَّةِ طَبَعَتِ الجريدة أولاً فِى عَهْدِ الْمَلِكِ أَوْرَنْعُ زِيْب عَالَمُغِيْرَ وَالْجَريَّدةُ الْبَنَغَالِيَّة طَبَعَتْ أولاً فِى عَهْدِ حُكُومَة بِرَيْطَانِيَا وَكَانَ اِسْمُهَا " سَمَسَارُ دَرْبَوْنَ" -

 أَقْسَامُ الْجَرِيدَةٌ :

لَهَا أَقْسَامُ عَدِيْدَةُ مِثْلُ : الْجَرِيدَةُ الْيَوْمِيَّةُ وَالْأَسْبُوعِيَّةُ وَنِصْفَ الشَّهْرِيَّةُ وَالشَّهْرِيَّةُ وَالسَّنوية –

 أَهْمِيَّةُ الْجَرِيدَةُ :

لِلْجَرِيدَةِ أَهْمِيةُ كُبْرَى فِي حَيَاةِ النَّاسِ عَامَّةُ وَفِي حَيَاةُ الْمُثْقَفِيْنَ وَالْمُفَكَرِيْنَ خَاصَّةً، لأنها وَسِيْلَةً هَامَّةٌ لِحُصُول الْمَعْلُومَاتِ الْمُتَنَوعة -

فَوائِدُ الْجَرِيدَة :

الْجَرِيْدَةَ هِى ذَرِيعَةُ لإِقَامَةِ الرَّابِطَةِ بَيْنَ دُولِ الْعَالِم. وَهِيَ وَسِيْلَةٌ لِنَشْرِاى نَظرِيَّةٍ سِيَاسِيَّةً أَو بِيْنِيَّةُ. وَهِيَ تَتِيْحُنَا الْفُرْصَةِ الإظْهَارِ مَوَاهِبَنَا الْعِلْمِيَّةِ بِوَاسِطَةِ نَشْر الْمُقَالَاتُ الْمُخْتَلِفَة -

ضَرُورَة الْجَرِيدَةُ فِى نَشْرِ الْإِسْلَامِ :

لِلْجَزِيدَةِ ضَرُورَةُ كَثِيرَةً فِي نَشْرِ الْإِسْلامِ لأَنَّ الْجَرِيْدَةَ  َأفْضَلُ وَاسِطَةٌ لِنَشْرِ الْأَخْبَارِ. فَعَلَى الْمُفكِرِينَ وَعَلَمَاءُ الْإِسْلَام أَنْ يَدْفَعُوا عَن الْأَقَاوِيلِ فِى الْإِسْلامِ وَيُشَرِّحُوا الْإِسْلَامَ إلى عَامَّةِ النَّاسِ صَحِيحاً بِالْكِتابة في الجريدة -

مساوى الجريدة وَمُعَانِبُهَا : 

تَلْحَقُهَا الْمَعَانِبُ وَالْمُسَاوِى لِسَبب النَّاشِر وَالصَّحْفِي الْخَائِنِ وَالْمُفْسِدِ. وَبَعْضُ الْجَرَائِدِ تَنْشَرُ مَقَالات تَشْمَلَ عَلَى أَفْكَار هَدَامَةٌ تَبْعَد شَبَابَنَا عَنِ الدِّينِ -

 الْخَاتِمَةُ :

عَلَيْنَا أَنْ نَطَالِعَ الجَرِيْدَةَ الْجَيدَةِ وَنَجْتَنِبُ الْجَرَائِدَ  الخبيثة -

দৈনিক পত্রিকা বা সংবাদপত্র পাঠ

উপস্থাপনা :

সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে পত্রিকার মাধ্যমে আমাদের মুসলিম ভাইদের সংবাদ জানার তৌফিক দিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক নবী কারীম (স)-এর প্রতি, যিনি আমাদেরকে ইসলাম প্রচারের আদেশ করেছেন। আর তাঁর পরিবার ও সাহাবীদের প্রতি, যাঁরা তাঁর থেকে একটি আয়াত হলেও প্রচার করেছেন।

جَرِيدَةُ --এর অর্থ :

جَرِيدَة-এর বহুবচন ; এর আভিধানিক অর্থ- পাতাবিহীন - جريدة খেজুর গাছের ডাল, কাফেলা, দল, অবশিষ্ট সম্পদ।
পরিভাষায়- পত্রিকা হলো, যার মাধ্যমে বিভিন্ন সংবাদ, ঘটনা ও প্রবন্ধ প্রচার করা হয়। 

পত্রিকার আবিষ্কার :

সর্বপ্রথম রোমে পত্রিকা আবিষ্কৃত হয়। তারা রাজকীয় গুরুত্বপূর্ণ সংবাদসমূহ কাগজে লিখে তা শহরের দেয়ালে ঝুলিয়ে দিত। ব্রিটেনবাসী রাণী এলিজাবেথের আমলে প্রথম পত্রিকা ছাপায়। ভারতবর্ষে বাদশা আওরঙ্গজেব আলমগীরের আমলে প্রথম পত্রিকা ছাপা হয়। আর ব্রিটিশ শাসনামলে প্রথম বাংলা পত্রিকা ছাপানো হয়। যার নাম ছিল "সমাচার দর্পণ”।

পত্রিকার প্রকার :

পত্রিকার অনেক প্রকার রয়েছে। যেমন- দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, বার্ষিক পত্রিকা।

পত্রিকার গুরুত্ব:

মানুষের জীবনে সাধারণভাবে এবং শিক্ষাবিদ ও চিন্তাশীল মানুষের জীবনে বিশেষভাবে পত্রিকার বিরাট গুরুত্ব রয়েছে। কেননা এটা বিভিন্ন প্রকার তথ্য অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম।

পত্রিকার উপকারিতা :

পত্রিকা বিশ্বের রাষ্ট্রসমূহের মাঝে সম্পর্ক প্রতিষ্ঠার একটি উপায়। এটা যে কোনো রাজনৈতিক বা ধর্মীয় চিন্তাধারা প্রকাশের মাধ্যম। এটা বিভিন্ন প্রবন্ধ প্রচারের মাধ্যমে আমাদের শিক্ষাগত যোগ্যতা প্রকাশের সুযোগ করে দেয়।

ইসলাম প্রচারে পত্রিকার প্রয়োজনীয়তা:

ইসলাম প্রচারে পত্রিকার অনেক গুরুত্ব রয়েছে। কেননা পত্রিকা সংবাদ প্রচারের সর্বোত্তম মাধ্যম। ইসলামী চিন্তাবিদ ও আলেমদের দায়িত্ব- হলো পত্রিকায় লেখনীর মাধ্যমে ইসলামের ব্যাপারে অপপ্রচারকে প্রতিহত করা ও সাধারণ মানুষের নিকট ইসলামকে সঠিকভাবে তুলে ধরা।

পত্রিকার মন্দ দিক ও দোষত্রুটি :

খেয়ানতকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রকাশক ও সাংবাদিকের কারণে পত্রিকার সাথে দোষ ও মন্দ যুক্ত হয়। কিছু কিছু পত্রিকা ধ্বংসাত্মক চিন্তাধারা সংবলিত প্রবন্ধ প্রচার করে আমাদের তরুণদের দ্বীন থেকে দূরে রাখে।

উপসংহার :

আমাদের কর্তব্য হলো ভালো পত্রিকা পাঠ করা ও মন্দ পত্রিকা পরিহার করা।


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.