আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

الانشاء : اَلْحَيَاةُ الْقَرَوِيَّةُ فِي بَنْغَلَادِيْشَ | রচনা : বাংলাদেশের গ্রামীণ জীবন | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الانشاء : اَلْحَيَاةُ الْقَرَوِيَّةُ فِي بَنْغَلَادِيْشَ | রচনা : বাংলাদেশের গ্রামীণ জীবন | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class A
Join Telegram for More Books
الانشاء :  اَلْحَيَاةُ الْقَرَوِيَّةُ فِي بَنْغَلَادِيْشَ |  রচনা : বাংলাদেশের গ্রামীণ জীবন | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

 اَلْحَيَاةُ الْقَرَوِيَّةُ فِي بَنْغَلَادِيْشَ

الْمُقَدَّمَةُ :

الْحَمْدُ لِلَّهِ الَّذِي خَلَقَ الْاَرْضَ وَجَعَلَهَا قَرْيَةً وَمُدِينَةٌ وَالصَّلوة . وَالسَّلَامُ عَلَى سَيّدِ الْأَنْبِيَاء مُحَمَّدٍ ﷺ الَّذِي بَعَثْ فِي ام القرى وَعَلَى الهِ وَأَصْحَابِهِ أَجْمَعِيْنَ -

الْمَرَادُ بِالْحَياةِ الْقَرُويَّةِ :

النَّاسُ يَعِيشُونَ فِي حَالَتَيْنِ بَعْضُهُمْ يَسْكُنُونَ فِي الْمَدِينَةِ وَبَعْضُهُمْ فِى الْقَرْيَةِ فِي ابْتِدَاءِ التَّمَيِّنِ كَان النَّاسُ يعيشون فى الْقُرَى ثُمَّ اِخْتَرَعُوا المَدِينَة وَالْمِصْرِ. وَلكِنَّ أَكْثَرُ النَّاسِ فِي الْعَالِم يَسْكُنُونَ فِي الْقَرْيَةِ حَتَّى الآن -

الْحَيَاةُ الْقُرُويَّة فِي بَنْغَلَادِيْشَ :

الْحَيَاةُ الْقَرُويَّةُ لَهَا نَاحِيَتَانِ الْخَيْرُ وَالشَّرِّ فَالْخَيْر هُوَ يَوْجَدَ فِى الْقَرِيَةِ مَيْدَانُ وَاسِعُ وَأَشْجَارَ خَضْرَةٌ وَأَنْهَارَ وَالشَّرُّ هُوَ لَا يُوجَدُ فِي كَثِيرٍ مِنَ الْقُرَى الشَّوَارِعُ وَالْبَرْقَ وَلَيْسَتْ فِيهَا جَامِعَاتٌ وَمَكْتَبَاتٌ وَغَيْرُ ذَلِكَ مِنَ التسهيلات -

الاقتصاد في القريةِ :

الْاقْتِصَادُ فِي الْقَرْيَةِ مُعْتَمِد عَلَى الزَّرَاعَةِ لأَنَّ خَمْساً وَثَمَانِيْنَ فِى الْمِائةِ مِنْ سُكان الْقَرْيَةِ هُمُ الزَّارِعُونَ -
 

ثقافة الْقَرْيَةِ : 

أهْلُ الْقَرْيَةِ يُحبون النشيد القروى وَكَثِيراً مِنَ اللعب وَإِنَّ الْمُسْلِمِيْنَ يَجْتَمِعُونَ فِى الْحَفْلِةِ الإِسْلامية وَفِي جَمَاعَةِ  الْعِيدِ، وَإِنَّ غَيْرَ الْمُسْلِمِيْنَ يَجْتَمِعُوْنَ فِى عِيْدِهِمَ الدِّينِيَّةِ وَيَشْتَفِلُونَ باللعب وَأَعْمَالِهِمُ الْمَخْصُوصة -

مَشْكِلَةُ الْحَيَاةِ القُرُويَّةِ :

فِى الْحَيَاةِ الْقَرَوِيَّةِ مُشْكِلاتُ كَثِيرَةَ، مِنْهَا : لَيْسَ هُنَاكَ الْمُدَارِسُ وَالْمَعَاهِدُ الْمُتَوَفَّرَةُ وَالْجَامِعَات والتسهيلات الطبية والمكاتب والكليات. وَكَثِيرٌ مِنَ الْقُرَى لَمْ تَصِلُ إِلَيْهَا الْبَرْقِيَّةَ وَلَا يُوجَدَ هَنَاكَ الْجَرَائِدَ والمَجلة وَغَير ذلك -

كَيْفِيَةُ ارتقاء الْحَيَاةِ الْقُرُويَّةِ :

كَيْفِيَةُ ارتقاتُهُ فِي انْتِشَارُ التَّعْلِيم والثقافة وَارْتِفَاعُ كَيْفِيةُ الزَّرَاعَةِ وَالْاِقْتِصَادِ وَارْتِفَاعُ هَيْئَةُ الْاِتِّصَالِ مَعَ الْمَدَنِ وَالْعَاصِمة -

الْخَاتِمَةُ :

ارْتِقَاهُ الْقَرْيَةِ هُوَ أَصْلُ ارْتِفاهُ الْبَلَادِ. لأَنَّ ٨٥% مِنَ النَّاسِ يعيشون في الْقَرْيَةِ فِي بنغلاديش -


বাংলাদেশের গ্রামীণ জীবন

উপস্থাপনা :

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে গ্রাম ও শহরে রূপান্তর করেছেন। আর রহমত ও শান্তি বর্ষিত হোক নবীদের সরদার হযরত মুহাম্মদ (স)-এর প্রতি, যাঁকে প্রধান গ্রামে (মক্কায়) প্রেরণ করা হয়েছে। আর তাঁর পরিবার ও সকল সাহাবীর প্রতি।

গ্রামীণ জীবন দ্বারা উদ্দেশ্য: 

মানুষ দু'অবস্থায় বাস করে। কিছু শহরে বাস করে আর কিছু গ্রামে বাস করে। সভ্যতার সূচনাতে মানুষ গ্রামে বাস করত, তারপর তারা নগর ও শহর . উদ্ভাবন করে। তবে এখনও পৃথিবীর অধিকাংশ মানুষ গ্রামে বাস করে।

বাংলাদেশের গ্রামীণ জীবন :

গ্রামীণ জীবনের দুটি দিক, ভালো ও মন্দ। ভালো হলো- গ্রামে প্রশস্ত মাঠ, সবুজ গাছগাছালি ও নদী পাওয়া যায়। আর মন্দ দিক হলো- অধিকাংশ গ্রামে সড়ক ও বিদ্যুৎ নেই। আর না আছে এখানে বিশ্ববিদ্যালয়, লাইব্রেরি ও অন্যান্য সুযোগ সুবিধা।

গ্রামের অর্থনীতি :

গ্রামের অর্থনীতি কৃষিনির্ভর। কারণ গ্রামের শতকরা ৮৫ ভাগ অধিবাসী কৃষক ।

গ্রামীণ সংস্কৃতি :

গ্রামবাসীরা পল্লিগীতি ও বিভিন্ন ধরনের খেলাধুলা ভালোবাসে। মুসলমানগণ ইসলামী অনুষ্ঠান ও ঈদের জামাতে সমবেত হন। অমুসলিমরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে সমবেত হয়। তারা খেলাধুলা ও বিশেষ কাজসমূহে ব্যস্ত থাকেন ।

গ্রামীণ জীবনের সমস্যা :

গ্রামীণ জীবনে অনেক সমস্যা রয়েছে; তন্মধ্যে তথায় পর্যাপ্ত মাদরাসা, প্রশিক্ষণ কেন্দ্র, বিশ্ববিদ্যালয়, মেডিকেল সুবিধাবলি, অফিস ও কলেজ নেই। অনেক গ্রামে বিদ্যুৎ পৌঁছেনি। সেখানে পত্রিকা, সাময়িকী ও অন্যান্য জিনিস পাওয়া যায় না।

গ্রামীণ জীবন উন্নয়নের পদ্ধতি :

একে উন্নত করার পদ্ধতি হলো, শিক্ষা, সংস্কৃতি প্রচার, কৃষি ও অর্থনীতির পদ্ধতি উন্নয়ন এবং শহর ও রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা ।

উপসংহার :

গ্রামের উন্নতি হলো দেশের মূল উন্নতি। কেননা বাংলাদেশে ৮৫% মানুষ গ্রামে বাস করে।


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.