হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো (হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
হাজীউ আও শাহেনশাহ্ কা রওযা দেখো, কা'বা তু দেখ ঢুকে কা'বা কা কা'বা দেখো ॥ হাজীপ্রাণ ছুটে এসো হেথা রাজাধিরাজ, কাবা তো দেখলে, এখন দেখো কাবারই রাজ।
--------------------- রকনে শামী সে মিটী ওয়াহশাতে শামে গুরবাৎ, আব মদীনা কো চলো সুবহে দিল আরা দেখা রুকনে শামীতে কাটে, যত আঁধার বিজন-বাটে মদীনাতে প্রাণ নাথ আছে, সেথা চলো আজ ॥
--------------------- আ'বে যমযম তু পিয়া খোব বুজহায়েঁ পেয়াসেঁ আও জুদে শাহে কওসর কা ভী দরইয়া দেখো ॥ আবে যমযম্ তো পেলে, পিয়াস তো খুব মেটালে, কাওসারওয়ালার দয়ার জোয়ার দেখে নাও আজ ।
--------------------- যেরে মীযাব মিলে খোব করম কে ছিঁটে, আবরে রহমত কা ইয়াহাঁ যোর বরসনা দেখো ॥ মীযাবে রহমত হতে, দয়াসিক্ত হলে মেতে, মায়ামেঘমালা হতে অঝোরে বরষে নেয়াজ ।
--------------------- ধূম দেখি হ্যায় দরে কা'বা পেহ্ বেতাবোঁ কী উনকে মুশতাকোঁ যে হাসরত কা তড়পানা দেখো ॥ ধরে কাবারই সে আর্চল, অনুরাগীদের কোলাহল, নবীজির প্রেমিকের হাহু তাশ! শোন তারই আওয়াজ ॥
--------------------- মিসলে পরওয়ানা ফিরা করতে থে জিস শমআকে গির্দ, আপনি উস শমআ কো পরওয়ান…