আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

লুরি শরিফের কাব্যনুবাদ - মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)

লুরি শরিফের কাব্যনুবাদ - মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)
Join Telegram for More Books
লুরি শরিফের কাব্যনুবাদ - মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)

 লুরি শরিফের কাব্যনুবাদ

মুল: আল্লামা মুফতি শফি উকাড়ভী (রহ.)



আমেনা বিবি কে গুলশান মে আয়িহে তাজা বাহার
পড়তেহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ দরূদ দিওয়ার ।
আম্মা আমেনার আলয় যেন হলো নবউদ্যান
পড়ছিলো তখন দরূদ সালাম সমস্ত দালান ।
--------------------

বারাহ রবিউল আওয়াল কোও আয়া দুররে এতিম
মাহে নবুয়ত মোহরে রেসালাত সাহেবে খুলকে আযিম।
বারই রবিউল আউয়াল এলেন মুক্তাঝরা এতিম
নবি বাগিচার চন্দ্র তিনি চরিত্র অতুল ও অসিম ।
--------------------

হামেদও মাহমুদ আওর মুহাম্মদ দোযগকা সরদার
জানসে পিয়ারা রাজ দোলারা রহমাতকা সরকার ।
দু জাহানের বাদশা তিনি নবি মুহাম্মদ (দ.)
প্রাণের চেয়ে প্রিয় অতি দয়ালু প্রেমাস্পদ ।
--------------------

আয়া ওলি দোযগকা আওর আল্লাহ কা মাকবুল
শাফিয়ে মাহশর সাকিয়ে কাওসার পিয়ারা মুহাম্মদ রাসুল ।
আল্লাহর পিয়ারা নিখিল সাহারা এলেন গো! ধরায়
শাফায়াতকারি রাসুল দিবেন শরবত পান করায় ।
--------------------

ইয়াসিনও ত্বোয়াহা কামলিওয়ালা কুরআন কি তাফসির
হাজেরও নাজের শাহেদও কাসেম আয়া সিরাজুম মুনির ।
ইয়াসিনও ত্বোয়াহা কামলি ওয়ালা খোদায়ি শরিফ
হাজেরও নাজের শাহেদও কাসেম জ্যোতির্ময় প্রদিপ ।
--------------------

আওয়ালও আখের সবকুছ জানে দেখে করিবও বয়িদ
গায়িব কি খবর দেনেওয়ালা আল্লাহ কাও হাবিব ।
সুচনা থেকে অবধি জানেন দেখেন তিনি সব
অদৃশ্যের সংবাদদাতা বানিয়ে পাঠালেন মহান রব।
--------------------

দরদ মন্দওকি সুননেওয়ালা বে কিসকা গমখার
দুখিয়া দিলওকা হেও সাহারা হামিয়ে রোজে শুমার ।
অসহায়দের সহায় তিনি দুঃখ শুনেন সবার
নিঃস্বগণের সাহারা নবি নিদানে মদদগার ।
--------------------

হুসনে সারাপাঁ জাতকা মাজহার আল্লাহ কি বোরহান
মোহসেনে আযম রাহমাত আলাম হেও ইমানও কি জান ।
চমকপ্রদ সর্বাঙ্গ তাঁহার আল্লাহর উজ্জল একপ্রমান
অধিক সুন্দর জগত করুণা তিনি ইমানের প্রাণ ।
--------------------

সবছে আকরাম সবছে আশরাফ সবছে হেও আলা
মালেকে জান্নাত কাসেমে নিয়ামাত সবছে হেও বালা।
দয়ালু অসিম অতি উর্ধ্বে অভিজাত তাঁর শান
খোদায়ি দানের নিয়ামত তিনি অনায়সে বিলান ।
--------------------

দুর বলায়েঁ করনেওয়ালা উম্মাতকা গমখার
হাফেজেও হামি শাফেও নাফে রহমাত কি সরকার ।
স্বীয় উম্মতের দুর্দশা কালে পরম সহায়ক
কল্যানদাতা বদন্যতা পূণ্যতার অগ্রনায়ক।
--------------------

সৈয়দ মক্কি শাহে মদানি পিয়ারে নবিজি আয়ে
ছিনলিয়া দিল মনমোহন নে চাঁন্দছা মোকডা দিখায়ে ।
এলেন নবিজি মক্কি মদনি মহান তাজেদার
আলোকঝরা মুখ দেখিয়ে হৃদয় ছোঁয় সবার ।
--------------------

বাহারে সালামি চার ফেরেশতে সাঁতো পলকসে আয়ে
সোবহে বিলাদাত পিয়ারে নবিপর সালাতু সালাম পৌঁছায়ে ।
আসমান হতে সালাম দিতে এলো ফিরিশতা মহান
প্রভাতে নবির আগমনকে সালাম ও শ্রদ্ধা জানান ।
--------------------

পিয়ারি সুরত হাসতা চেহারা মোহসে জেটতে ফুল
নুরকা টুকরা চাঁন্দকা টুকডা হক্বক্বা পিয়ারা রাসুল।
হাস্যউজ্জল পুষ্পিত চেহারা অবয়ব চমৎকার
খোদার অতুল নুরের পুতুল শশি যেন পূর্ণিমার।
--------------------

কুফর শিরক কি খালিগড়ায়ি হুগিয়েঁ সারি দুর
মাশরেকও মাগরেব সারি দুনিয়া হু গেয়ি নুরে নুর ।
কুফর শিরকের আস্তানা সবি ভাঙিয়া চুরমার
পূর্ব পশ্চিম ধরাধামে ইসলামের গুলজার ।
--------------------

জিবরাইল আয়ে ঝুলাঝুলানে লুরিদেজি শান
সুজাসুজা রাহমাত আলাম দোযগকে সুলতান ।
জিবরাইল মুখে কোমল সুরে দোলনাতে দুলায়
রহমতে আলম নিখিল প্রিয় ঘুমান ওগো শয্যায়।
--------------------

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.