
যহে ইযযত ও এ' তেলায়ে মুহাম্মদ:
বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
------------------
যহে ইযযত ও এ' তেলায়ে মুহাম্মদ,
কেহ হ্যায় আরশে হক্ব যেরে পায়ে মুহাম্মদ ॥
 কিরূপ শান ও ইযযত উঁচু সে নবীজির,
 খোদার আরশ তাঁর সে চরণে নতশির॥
------------------
মকাঁ আর্শ উনকা, ফলক ফর্শ উনকা,
মালাক খাদেমানে সরায়ে মুহাম্মদ  ॥
 ওই আরশে আসন তাঁর, অলোকে ফরাশ আর,
 ফেরেশতা দাঁড়িয়ে সেবায় সে নবীজির ॥
------------------
খোদা কী রেযা চাহতে হ্যায়ঁ দো আলম,
খোদা চাহতা হ্যায় রেযায়ে মুহাম্মদ ॥ 
 যাচে তুষ্টি আল্লাহর,যত সৃষ্টিকুল আর,
 খোদা চাহে সন্তোষ প্রিয় সে নবীজির ॥
------------------
আজব কিয়া আগর রহমে ফরমায়ে হাম পর,
খোদায়ে মুহাম্মদ বরায়ে মুহাম্মদ ॥
 যদিই বা দয়া পাই, বিচিত্র কিছুই নাই,
 শুধুই তাঁর উসীলায় রহমত ইলাহীর ॥
------------------
মুহাম্মদ বরায়ে জনাবে ইলাহী,
জনাবে ইলাহী বরায়ে মুহাম্মদ ॥
 নবীজি সে আল্লাহর, খোদাও প্রেমিক তাঁর
 প্রেমের সে বিধানে পরস্পর কী প্রীতির ॥
------------------
বসী ইত্বরে মাহবিয়ে কিবরিয়া সে,
আবায়ে মুহাম্মদ ক্ববায়ে মুহাম্মদ ॥
 সুরভি কী মাথায়, খোদার সে প্রেমের বায়,
 "নবীজির যত না পোশাক এ ধরিত্রীর ॥
------------------
বহম আহদে বা-ন্ধে হেঁ ওয়াসলে আবাদকা,
রেযায়ে খোদা আওর রেযায়ে মুহাম্মদ ॥
 উভয়ের এ সন্তোষ, হামেশা রহে খোশ,
 কী মজবুত প্রতিজ্ঞা পরস্পর সে মৈত্রীর ॥
------------------
দমে নযয়ে জারী হো মেরী যোবাঁ পর ,
মুহাম্মদ! মুহাম্মদ! খোদায়ে মুহাম্মদ ॥ 
 সে অন্তিম শয্যায়, এ বান্দাহ যেন পায়,
 মুহাম্মদ! মুহাম্মদ ! আর আল্লাহ্ নবীজির ॥
------------------
আসায়ে কলীম আঝদাহায়ে গযব থা,
গিরো কা সাহারা আসায়ে মুহাম্মদ॥
ছড়ি কালীমুল্লাহর সে, অজগর আকার,
 ছড়ি মোস্তাফারই ভরসা এ পাপীর ॥
------------------
ম্যাঁয় কুরবান কিয়া পিয়ারী পিয়ারী হ্যায় নিসবৎ,
ইয়ে আনে খোদা উঅহ খোদায়ে মুহাম্মদ ॥
 প্রেমের সে কী বন্ধন, ভাষায় তা অবর্ণন,
 নবী শান আল্লাহর, খোদা রব্ নবীজির ॥
------------------
মুহাম্মদ কা দম খাসস্ বাহরে খোদা হ্যায়,
সিওয়ায়ে মুহাম্মদ বরায়ে মুহাম্মদ  ॥
 নবীজির এ জীবন খোলাতেই সমর্পন,
 তারই জন্য যে সব বাকী যা এ সৃষ্টির ॥
------------------
খোদা উনকো কিস পেয়ার সে দেখতা হ্যায়,
জু আঁখে হ্যাঁয় মাহতে লেকা-য়ে মুহাম্মদ ॥
 খোদা সেই সে যাতে দেখে কী মায়াতে,
 নবীজির দিদারে অপলক আঁখি, স্থির ॥
------------------
জলো মে ইজাবত খাওয়াসী মে রহমত,
বড়হী কিস তযক সে দুআয়ে মুহাম্মদ ॥
 বিশেষে দয়া হয়, কবুল সে সুনিশ্চয়,
 যে দোয়া নবীজির, সাথে সে আঁখিনীর ॥
------------------
ইজাবৎ নে ঝুক কর গলে সে লাগায়া,
বাড়হী, নাম সে জব দুআয়ে মুহাম্মদ ॥
 কবুলিয়ত আসলো, গলাতে মিলালো,
 যখন ওই দোয়ার হাত দুয়ারে ইলাহীর ॥
------------------
ইজাবৎ কা সেহরা, ইনায়াত কা জোড়া,
দুলহান বনকে নিকলী দুআয়ে মুহাম্মদ ॥
 টোপর মাথে কবুল, করুণা ঝুলে দুল,
 দুলহানের মতন, তাঁর দোয়া সে প্রশান্তির ॥
------------------
রেযা পুল সে আর ওয়াজদ করতে গুযরিয়ে,
কেহ হ্যায় 'রাব্বি সাল্লিম' সদায়ে মুহাম্মদ ॥
 রেযা পুলসিরাতে, খুশীই ভরসাতে,
 জামিন রাব্বি সাল্লিম 'যবানে নবীজির ॥
------------------

