আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম (কী অশেষ দান দখিনা) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম (কী অশেষ দান দখিনা) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ
Join Telegram for More Books

ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম :

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

-------------------------

ওয়াহ্ কিয়া জুওদ্ ও কারাম হ্যায় শাহে বাত্হা তেরা
নেহী' সুনতা হি নেহী মাংগনে ওয়ালা তেরা ॥

কী অশেষ দান দখিনা সাহারার বাদশা তোমার,
শোনে না 'না' কখনো ভিখারী যে দ্বারে তোমার॥
-----------------

ধারে চলতে হেঁ আতা কে উঅহ হ্যায় কতরা তেরা,
তারে খিলতে হেঁ সাখা কে উঅহ হ্যায় যররা তেরা ॥

দানেরই ধারা বহে, সে তোমার ফোঁটা গো হে
ওই অযুত তারা জ্বলে, সে যে এক বিন্দু দয়ার॥
-----------------

ফয়স্ হ্যায় ইয়া শাহে তসনীম নিরালা তেরা
আপ পিয়াসোঁ কে তজস্সুস মে হ্যায় দরইয়া তেরা ॥

উপমা নাই করুণার, হে মালিক জান্নাতী ধারার,
খুঁজে পিয়াসী কোথা আপনি দরিয়া তোমার ॥
-----------------

আগ্নিয়া পালতে হেঁ দর সে উঅহ হ্যায় বাড়া তেরা,
আসফিয়া চলতে হেঁ সর সে উঅহ হ্যায় রাস্তা তেরা ॥

দুয়ারে রাজ রাজড়া গড়ায়, নসীবে পড়বে আশায়,
সুফীরা মাথা ঠেকায় সে পদচিহ্নে তোমার ॥
-----------------

ফরশ্ ওয়ালে তেরী শওকত কা উলূ কিয়া জানে
খুসরুওয়া আরশ্ পেহ্ উড়তা হ্যায় পহরীরা তেরা ॥

কী মোদের সাধ্য আবার, তোমারই মর্যাদা মাপার,
ওগো বাদশাহ আরশে উড়ে পতাকা তোমার॥
-----------------

আসমাঁ খান যমীন খান যমানা মেহমান
ছাহেবে খানাহ্ লক্বব কিসকা হ্যায় তেরা তেরা ॥

কী যমীন, কী আসমান, যমানা সেও মেহমান,
এ সৃজন মালিকানায় সে তোমারই, তোমার ॥
-----------------

ম্যায়ঁ তু মালিকহী কহোঁগা কেহ্ হো মালিক কে হাবীব
ইয়ানী মাহবুব ও মুহিব্বু যে নেহী মেরা তেরা ॥

আমি বলি তো মালিক, মালিকের প্রিয়তম সঠিক,
প্রেমেরই এ ভূবনে নেই এ তোমার কি আমার॥
-----------------

তেরে কদমোঁ মে জু হ্যাঁ গাইর কা মুঁহ কিয়া দেখে,
কৌন নযরোঁ পেহ্ চড়হে দেখকে তলওয়া তেরা॥

চরণে হয় যে হাজির, কোথা কি যায় সে ফকীর,
ও চরণতল যে হেরে, চোখে ফের কে আসে তার॥
-----------------

বাহরে সায়েল কা হোঁ সায়েল কোয়ে কা পিয়াসা
খোদ বুঝা জায়ে কলিজা মেরা ছিঁটা তেরা ॥

দরিয়ার ধারাতে চাই, ভিখারী কুপে না যাই,
তোমারই ছিটে ফোঁটায় জুড়াবে আত্মা আমার ॥
-----------------

চোর হাকেম সে চুপা করতে হ্যাঁ এয়াঁ উসকে খেলাফ
তেরে দামান মে চুপে চোর, আনোক্ষা তেরা॥

চোরা হাকীমে লুকায়, নীতি ভিন্ন যে হেথায়,
পাপী আচলে বাঁচে, তুলনা নাই গো দয়ার ॥
-----------------

আখী ঠান্ডা হোঁ জিগার ভাবে হো জানে সায়রাব,
সাচ্চে সুরাজ উঅহ দিল আরা হ্যায় উজালা তেরা॥

আঁখি ঠাণ্ডা ও পরান ভাজা, তৃপ্ত গো প্রাণ,
আসলে সূর্য সে তো, চমক অপূর্ব তোমার ॥
-----------------

দিল আবস খাওফ সে পাত্ত্বা মা উড়া জাতা হ্যায়,
পান্না হাল্কা সাহী ভারী হ্যায় ভরোসা তেরা ॥

মিছে ভয়ে তো এ প্রাণ, পাতারূপ দেয় কি উড়ান,
পাল্লা হাল্কা হলেও তোমারই ভরসা ভার॥
-----------------

এক মায়ঁ কিয়া মেরে ইছয়াঁ কী হাক্বীকত কিতনী
মুঝ সে সও লাখ কো কাফী হ্যায় ইশারা তেরা॥

আমি এমন কি? আমার পাপেরও গ্লানি কী আর?
লাখো এমনি পাপীকে সারে ইশারা তোমার॥
-----------------

মুফত পালা কভী কাম কী আদাৎ নাহ্ পড়ী,
আব আমল পুচতে হ্যাঁ হায়ে নিকম্মা তেরা ॥

করেছো মুফত লালন, কাজে নেই অনুশীলন,
আমলের কীইবা হিসাব অকেজো এ অভাগার॥
-----------------

তেরে টুকড়োঁ সে পালে গাইর কী ঠোকর পেহ্ না ডাল,
ঝড়কিয়াঁ খায়ে কাহাঁ ছোড় কে সদকা তেরা ॥

তব পালন পেলাম, করো না পরের গোলাম,
কারই বকুনী খাব ছেড়ে তোমারই দুয়ার॥
-----------------

খার ও বীমার ও খাত্বাওয়ার ও গুনাহগার হোঁ ম্যায়,
রাফে' ও নাফে' ও শাফে' লক্বব আকা তেরা ॥

পাপী, লাঞ্চিত, লাচার, পীড়িত এ গুনাহগার
মান ও কল্যাণদাতা সুপারিশ শুধু তোমার ॥
-----------------

মেরী তাকদীর বুরী হো তো ভালী করসে, কেহ হ্যায়,
মাহভ্ ও ইসবাত কে দফতর পেহ্ কড়োড়া তেরা ॥

বিধি মন্দ যদি হয়, করো হে কল্যাণময়,
রাখা না রাখা বিধি, আছে তো সে অধিকার॥
-----------------

তু জু চাহে তু আবহী মেরে দিলকে ধুলেঁ,
কেহ্ খোদা দিল নেহী করতা কভী ম্য়য়লা তেরা ॥

তুমি ফিরালে নয়ন, কালিমামুক্ত এ মন,
প্রভু করে না তব শশীমুখ আঁধার॥
-----------------

কিসকা মুহঁ তকিয়ে কাহাঁ জাইয়ে কিস সে ক্যহিয়ে,
তেরে হী কদমোঁ পেহ্ মিট জায়ে ইয়ে পালা তেরা ॥

কাকে জ্বালাব কোথায়, ব্যথা কেবা শুধায়,
পুতচরণে এ পোষ্য চাহে মিটে যাবার॥
-----------------

তুনে ইসলাম দিয়া, তু নে জামাআত মে লিয়া,
তু করীম আর কোয়ী ফিরতা হ্যায় আতিয়্যা তেরা ॥

তুমি দ্বীন নিয়েছে হে, করেছো আশ্রিত হে,
তুমি দাতাকে ছেড়ে যাবে কাঙাল কী আর ।
-----------------

মওত সুনতা হোঁ সিতম তলখ হ্যায় যহরা বায়ে নাব
কৌন লা দে মুঝে তলোওঁ কা গাসালা তেরা ॥

শুনেছি তিক্ত মরণ, বিষদাঁতে সে দংশন,
কে দেবে এনে আমায়, পা ধোয়া পানি তোমার ॥
-----------------

দুর কিয়া জানিয়ে বদকার পে ক্যয়সী ওযরে,
তেরে হী দরপেহ্ মরে বে কস ও তনহা তেরা॥

পাপীরে রেখ না দূরে, কী যে ঝড় বয় অন্তরে
দ্বারে পড়ে সে মরে, একা উম্মত এ লাচার ॥
-----------------

তেরে সাদকে মুঝে ইক বোন্দ বহুত হ্যায় তেরী,
জিস দিন আচ্ছো কে মিলে জাম ছলকতা তেরা ॥

তব দোহাই হে, মোরে এক বিন্দু বাঁচার তরে,
পাবে যবে প্রিয়রা সুধা, সেই সে পেয়ালার ॥
-----------------

হেরম ও তায়বা ও বাগদাদ জিধার কীজিয়ে নিগাহ,
জোত পড়তী হ্যায় তেরী নূর হ্যায় ছুনতা তেরা ॥

তৈয়বা, বাগদাদে যেথা, যেদিকে পড়ে সে নেগাহ্
চমকে তোমারই নূর, জ্যোতি সেই নূর তোমার ॥
-----------------

তেরী সরকার মে লাতা হ্যায় রেযা উসকো শফী,
জু মেরা গাউস হ্যায় লাডলা বেটা তেরা ॥

রেযা সে রাজ দুয়ারে, সুপারিশ নিল কারে,
আমারই গাউস তিনি, প্রিয় সন্তান তোমার ॥
-----------------

Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.