শেরে খোদা হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু এর জন্ম ও বংশ, লালন-পালন, ইসলাম গ্রহণ, হিজরত, ভ্রাতৃবন্ধন, খায়বার বিজয়ী, সত্যের মানদণ্ড, শাহাদাত বরণ এবং মাজার শরীফ - Biography of Sher-e-Khoda Hazrat Ali (RA)

শেরে খোদা হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু এর জন্ম ও বংশ, লালন-পালন, ইসলাম গ্রহণ, হিজরত, ভ্রাতৃবন্ধন, খায়বার বিজয়ী, সত্যের মানদণ্ড, শাহাদাত বরণ এবং মাজার
শেরে খোদা হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু এর জন্ম ও বংশ, লালন-পালন, ইসলাম গ্রহণ, হিজরত, ভ্রাতৃবন্ধন, খায়বার বিজয়ী, সত্যের মানদণ্ড, শাহাদাত বরণ এবং মাজার শরীফ - Biography of Sher-e-Khoda Hazrat Ali (RA)
মহানবীর সংস্পর্শে যাঁরা ধন্য হয়ে বিশ্ববিখ্যাত মনীষী হিসেবে স্বীকৃতি লাভ করেছেন তাঁদের অন্যতম হলেন ইসলামের চতুর্থ খলিফা শেরে খোদা, মুশকিল কোশা, খায়বর বিজয়ী, জ্ঞানের প্রবেশদ্বার, শ্রেষ্ঠ বিচারক, তীক্ষèবুদ্ধিমান, প্রখ্যাত আরবি সাহিত্যিক মাওলায়ে কায়েনাত হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু। মুসলিম জগতে এক অবিস্মরণীয় নাম হযরত আলী। তিনি রাসূলের জামাতা, হাসনাইনে করীমাইনের পিতা, ফাতিমার স্বামী ও ইসলামি জগতের অনন্য বীর। আরবি ভাষায় কাব্য রচনা ও সাহিত্যিকতায় ছিলেন অদ্বিতীয়। গুণাবলি, যোগ্যতা ও বিবিধ বৈশিষ্টের কারণে বিশ^বরেণ্য এক অতুলনীয় প্রতিভা। জন্ম ও বংশ আমীরুল মুমিনীন হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা‘আলা আনহু হস্তী বাহিনী বছরের ত্রিশতম সালে ৬০০ খ্রিষ্টাব্দে ১৩ রজব, জুমার দিন কাবা ঘরে জন্মগ্রহণ করেন। তাঁর নাম আলী বিন্ আবী তালিব। উপনাম আবুল হাসান, আবু তোরাব। তাঁর উপাধি হায়দার (বাঘ) ও কাররার (বারংবার আক্রমণকারী)। শেরে খোদা নামে সমধিক পরিচিত। তাঁর বংশধারা আলী ইব্ন আবু তালিব ইব্ন আব্দুল মোত্তালিব ইব্ন হাশিম ইব্ন আবদে মানাফ। তাঁর পিতার আসল নামও আবদে মানাফ এবং মাতার নাম ফাতিমা বিন্তে আসাদ ইব্ন হাশিম। আসাদ বিন…
Join