মুফতী-এ আহল-এ সুন্নাত ক্বা’ইদ-এ আহল-এ সুন্নাত শের-এ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ মুফতী মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (রহ.) - Biography of Mufti Muhammad Obaidul Haq Naimi (Rah.)
মুফতী-এ আহল-এ সুন্নাত ক্বা’ইদ-এ আহল-এ সুন্নাত শের-এ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ মুফতী মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (রহ.) - Biography of Mufti Muhammad Ob
মুফতী-এ আহল-এ সুন্নাত ক্বা’ইদ-এ আহল-এ সুন্নাত শের-এ মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ মুফতী মুহাম্মদ ওবাইদুল হক নঈমী (রহ.) - Biography of Mufti Muhammad Obaidul Haq Naimi (Rah.)
জন্ম তথ্য বাংলাদেশের দক্ষিণ চট্টগ্রামে অবস্থিত প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি প্রাচীন ঐতিহ্যবাহী আনোয়ারা থানা। বহুকাল ধরে অসংখ্য ওয়ালী-বুযুর্গ, সুফী-দরবেশ’র সাধনাস্থল ও তাঁদের পবিত্র পদধুলিতে ইসলামী পরিবেশ দ্বারা মুখরিত ছিলো এ অঞ্চল। তাঁদেরই একজন প্রখ্যাত বুযুর্গু ওয়ালী-এ কামিল হযরত শাহ্ আসাদ আলী ফকীর (রহ.) কোন এক সময়ে এ অঞ্চলে আগমন করে বসতি স্থাপন করেন এবং স্থানীয়দের ইসলামী তাহযীব-তামাদ্দুন’র শিক্ষাদান করেন। তিনি নির্জনে ইবাদত বান্দেগী করতেন এবং সাপ্তাহিক জুম‘আ বারে ঘোড়ায় আরোহন করে স্থানীয় একটি মসজিদে এসে জুম‘আ’র নামায আদায় করতেন। পরবর্তীতে তিনি পরিবার-পরিজনকে রেখে (রিজালুল গায়ব রূপে) নিরুদ্দেশ হয়ে যান। শত চেষ্টা করেও পরিবার ও স্থানীয়দের কেউ তাঁর হদীস লাভ করতে পারেনি। পরবর্তীতে এ মহান সাধকের যোগ্য উত্তরসূরীগণ অত্র অঞ্চলের চাঁপাতলী গ্রামে বসবাস করে আসছেন। এ মহান সাধকেরই সুযোগ্য পৌত্র আশিক-এ রসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ইমাম-এ আহ্ল-এ সুন্নাত আল্লামা গাযী সায়্যিদ আযীযুল হক্ব শেরে-এ বাংলা (রহ.)’র অন্যতম মুরীদ মরহুম মুন্সী নূর আহমদ আল-ক্বাদিরী ও মরহুমা ছফূরা খাতুনের ঘরে আন্তা…