লক্ষ কোটি তারার মাঝে
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
-------------------------------------
লক্ষ কোটি তারার মাঝে, যেমন একটি চাঁদ
সৃষ্টি কুলের মাঝে, তেমন, নবী মুহাম্মদ (ﷺ)
আমার নবী মুহাম্মদ (ﷺ)।
লক্ষ কোটি তারার মাঝে, যেমন একটি চাঁদ
সৃষ্টি কুলের মাঝে, তেমন, নবী মুহাম্মদ (ﷺ)
আমার নবী মুহাম্মদ (ﷺ)।
আঠার হাজার মাখলুকাতের, ¯্রষ্টা ছাড়া
অন্য সবার চেয়ে আমার নবীজি সেরা
তিনি নূরের পোয়ারা,সিরাজুম মনিরা
তাহার নূরে সৃজন হল, তামাম মাখলুকাত \ ঐ
আল্লাহ নিজের নূর হতে বানাই তাহারে
হাজার কোটি বছর ছিল নূরের সাগরে
তিনি কায়েনাতের মূল নবী নূরেরই পুতুল
যাকে দিয়ে প্রকাশ হল, খোদার রববিয়্যত \ ঐ
ধরার বুকে শুভ বার্তা ছড়িয়ে পড়ে
নুর নবীজি তশরিফ আনলেন মাআমেনার ঘরে
ছল্লে-আলা সূর মাতিল মধুর
হাসান মুরাদ গাইতে থাকে নূর নবীর নাত \ ঐ
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.