মদিনা আমার প্রিয় মদিনা - মুহাম্মদ মাঈনুদ্দীন খান মামুন

Admin
(toc)
মদিনা আমার প্রিয় মদিনা
মুহাম্মদ মাঈনুদ্দীন খান মামুন
-----------------------
মদিনা আমার প্রিয় মদিনা
মদিনা আমার প্রাণের মদিনা
সে মদিনায় শুয়ে আছেন নবী মোস্তফা।

প্রেমিক যদি হও গোতবে নবীর প্রেমিক হও
নয়লে তোমার সুন্দর জীবন হবে সে বিফল
যেই মদিনায় গেলে পাবে আসল ঠিকানা। ঐ

মৃত্যু পরে থাকবেনা কেউ তোমারি আপন
মাটি দিয়ে চলে যাবে আত্মীয় স্বজন
বন্ধু হয়ে পাশে থাকবে শাহে মদিনা। ঐ

এই পৃথিবী সুন্দর হল নবীর আদর্শে
অন্যয় যদ ধ্বংস হল নবীর পরশে
সেই নবীজির রওজা দেখবে গেলে মদিনায়। ঐ

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join