মাওলানা মুহাম্মদ সামশু ভান্ডারী (রহঃ)
-------------------------------------
আজি ঈদে মিলাদুন্নবীর জুলুছ চলতেছে
আনন্দ উল্লাসে সারা জগত ভরেছে
নবীর আওলাদ তাহের শাহ সামনে আছে।
পশু পাখি বৃক্ষলতা মানব আর দানব
নারায়ে রেসালত বলে করতেছে উৎসব
এই উৎসবে দোলনা দোলায় মধুর বাতাসে। ঐ
আরশ কুরশী লৌহ কলম চাঁদ চেতারা
নবী পাইয়া মনের সুখে হয় আত্মহারা
হুর গেলমা ফেরেস্তাগণে নাচে উল্লাসে। ঐ
নূরের নবীর নূরী চরণ যেই দিন পায় ভূবন
দুঃখ মুচিয়া লাভ করেছে স্বর্গীয় জীবন
মরা গাছের ডালে ডালে ফুল ফুঠেছে। ঐ
শামশু বলে যেই মানুষের জীবনকে সাজায়
মিলাদ কেয়াম দরূদ সালাম না’তে মোস্তফায়
সে মানুষের বুকে আল্লাহ আরশ করেছে। ঐ
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.