আর টিয়্যা নাই পয়সা নাই
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
---------------------------------------
আর টিয়্যা নাই পয়সা নাই কেনে যাইতাম
সোনার মদিনা কেনে যাইতাম।
আর টিয়্যা নাই পয়সা নাই কেনে যাইতাম
সোনার মদিনা কেনে যাইতাম।
মনে হদ্দে যাই বাল্লাই কিন্তু টিয়া পয়সা নাই
মনে হয় পাখির মত উড়াল মাইরতাম।
আইঁ যদি হইতাম আকাশের তারাঁ
চাই থাকতাম মদিনা মনোওয়ারা
চোখ ফাগায় চাই থাকতাম
চোখনো ফিরাইতাম।
পাখি যদি হইতাম যাইতাম উড়িঁ উড়িঁ
মদিনা আইঁ থাকি যাইতাম ঘুড়িঁ ঘুড়িঁ
মদিনা চাই চাই, মদিনা চাই চাই
আশা পুড়ায়তাম।
সোনারই মদিনা আই হজ্বতে যাইয়ুম
হজ্বতে যাই নবীর রওজায়ে সালাম দিয়ুম
নবীর রওজায় সালাম দিলে
মনত শান্তি পাইতাম।
WhatsApp Channel
Join Now
Telegram Group
Join Now