আমি মানুষ হতে পারি
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
-------------------------
আমি মানুষ হতে পারি অতি নগন্য
আমার মুনিব মাওলা দেখ জগৎ বরেণ্য।
আমি মানুষ হতে পারি অতি নগন্য
আমার মুনিব মাওলা দেখ জগৎ বরেণ্য।
আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ
যাকে ভালবাসি তিনি অতি অনন্য।
যাকে ভালবাসি তিনি অতি অনন্য।
আমার মালিক মুখতার প্রিয় নবী
যার হাতে সকল ভন্ডারের চাবি
আমার সম্পদ হতে পারে অতি সামান্য
আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। ঐ
স্বয়ং আল্লাহ তায়ালা বাড়ায় যার মান সম্মান
কে আছে জগতে দেখ তারি সমান।
যদি তিল পরিমাণ তাকে কর অমান্য
হবে ঈমান হারা তুমি কাফের জঘন্য। ঐ
জ্ঞানী-মহাজ্ঞানী যারা বিশ্ব চালায়
আমার নবীর কদমে তারা মাথা ঝুকায়
কেন এত বড়ায় তোমার এত প্রশ্ন
নবীর গোলাম হয়ে যাও হবে ধন্য। ঐ
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.