আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাব

আমি জীবনে একবার মদিনা যাব আমি নবীজির কদমে সালাম জানাব।
Admin
Join Telegram for New Books

Table of Contents
আমি জীবনে একবার মদিনা
 -----------------------------
আমি জীবনে একবার মদিনা যাব
আমি নবীজির কদমে সালাম জানাব।

যাব কেমনে খোদা রাস্তা দেখাওনা
নবীজির দিদার মোর নছিব করনা
জান্নাতেরি টুকরা আমি নামাজ আদায় করিব \ ঐ

সবুজ গুম্ভুজের নিচে আছেন নবীজি
আরো আছেন আবু বকর সিদ্দিকী
সালতু সালাম জানায় আমি সোনালী জালে চুমু খাব \ ঐ

আরাফাতের ময়দানে গেলে
জীবনের গুনাহ মাফ হয়
খোদার রহমত সেথায়, রাত দিন বর্ষন হয়
প্রিয় নবীর উম্মত আমি, মদিনা ছুটে যাব \ ঐ

নবীজির যাত্রী আমার আরজি শুননা
নবীজির কদমে সালাম পৌছানা
তোমার কাছে গেলে আমি নবীজির
খোশ্ব পাব \ ঐ
Join