নয়রে আটলান্টিক নয় প্যাসিফিক - সৈয়দ হাসান মুরাদ কাদেরী

নয়রে আটলান্টিক নয় প্যাসিফিক - সৈয়দ হাসান মুরাদ কাদেরী
Admin
Join @Abswer.com on Telegram channel
নয়রে আটলান্টিক নয় প্যাসিফিক - সৈয়দ হাসান মুরাদ কাদেরী
 নয়রে আটলান্টিক
সৈয়দ হাসান মুরাদ কাদেরী
-------------------------------------
নয়রে আটলান্টিক নয় প্যাসিফিক
আরো বড় আরো গভীর অধিক 
খোদার রহমতের মহাসাগর
দয়ায় ভরপুর কানায় কানায়
আমার নবীজির মালিকানায়
জারী আছে ঐ পাক মদিনায়।

সেই সাগরে আবু বকর ডুব দিয়ে হয় সিদ্দিকে আকবর
দ্বিতীয় খলিফা হযরত উমর 
অর্ধ জাহারে রাখতো খবর ওসমানে গনি দু’নুরের খনি 
আলির মর্যাদার নাইরে সীমা নাই।

পানির অভাবে হুদায়বিয়ায়
ওজু আর গোসল করবে কোথায়
দিশাহীন হয়ে মুসলিম সবাই
নবীর দরবারে আরজী জানায়
নবীর পাঁচ আঙ্গুলে ঝরণা ছুটিলে
সে পানি রাখার ছিল না উপায়।

অনাবৃষ্টি খরা সর্বনাশী দূর্ভিক্ষে পড়া মদিনাবাসী
সাহাবীদের যারা কৃষক চাষী
অভাবে হারায় মুখের হাসি।
নবীজির দোয়াতে  টানা বৃষ্টিতে
থইথই পানিতে মদিনা ভাসায়।

Join