ওগো মদিনা মানোয়ারা হে, কে বলে তমি মরুভুমি, কে বলে তুমি সর্র্বহারা

ওগো মদিনা মানোয়ারা হে, কে বলে তমি মরুভুমি, কে বলে তুমি সর্র্বহারা
Admin
Join Telegram for New Books

Table of Contents
 
ওগো মদিনা মনোয়ারা

 
----------------------------------------
ওগো মদিনা মানোয়ারা হে,
কে বলে তমি মরুভুমি,
কে বলে তুমি সর্র্বহারা \ 

আগুন ঢালা আকাশ হবে-
রোজ হাশরের ময়দানে,
নফসি নফসি করবে সবাই- 
খুঁজবে ছায়া কোন খানে,
সে দিন তো ছায়া হবে, 
তোমার মরু ছাহরা \ ঐ

তোমার বুকে আসিল ও কে, 
যারা নামেতে কাবা ঝুকে,
একটি নাম এল ছুটে- 
আল্লাহ আল্লাহ সবার মুখে,
রোজ হাশরের দুঃখ থেকে 
তুমি মোদের ছাহারা \ ঐ

মরুভুমি নওগো তুমি- 
তুমি যে ফুল বাগিচা,
তোমার ফুলের খশবো নইলে- 
ফুল দুনিয়ার সব মিছা, 
তোমার ফুলের খুশবো পেয়ে 
ত্রিভুবন মাতোয়ারা \ ঐ

Join