বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Question Bank Syllabus NTRCA Preparation

Medical Final Touch 2025: মেডিকেল চূড়ান্ত ভর্তি পরীক্ষার রিভিশন সহায়ক গাইড বই PDF

Admin
Join Telegram for New Books

(toc)

Medical Final Touch 2025 PDF: The Ultimate Revision & Question Bank for MBBS Admission

Get the full Medical Final Touch 2025 syllabus & question bank summary. Ideal for last-minute revision covering Biology, Chemistry, Physics, English, GK, and new Human Qualities topics. Secure your MBBS seat!

মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৫-এর জন্য উন্মেষ প্রকাশিত 'Final Touch' বইটির সম্পূর্ণ সূচিপত্র ও প্রস্তুতি। জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, English, সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি সহ ২৮০০+ প্রশ্ন। শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি নিন।
মেডিকেল ভর্তিচ্ছু বন্ধুরা,

তোমরা নিশ্চয়ই জানো, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রস্তুতি, সবচেয়ে কঠিন কাজের নাম হলো রিভিশন। আর এ ভর্তি পরীক্ষায় যেহেতু মূল বই থেকেই প্রশ্ন হয়, তাই মূল বই রিভিশনের কোনো বিকল্প নেই। অপরদিকে রিভিশনের অন্যতম কার্যকরী উপায় হলো প্রশ্নকেন্দ্রিক রিভিশন। মূল বই রিভিশন ও প্রশ্নকেন্দ্রিক রিভিশন - এই দু'টি বিষয় এক সুতোয় বাঁধতে উন্মেষ-এর প্রায় অর্ধশত সিনিয়র শিক্ষক তাঁদের দীর্ঘদিনের মেডিকেল এডমিশনে পড়ানোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে 'মেডিকেল Final Touch' তৈরিতে সাধ্যানুযায়ী চেষ্টা করেছেন। মূল বইয়ের (রেফারেন্স বুক, এক্সট্রা রাইটার্স) প্রতিটি অধ্যায়ের প্রতিটি পৃষ্ঠা থেকে গুরুত্বপূর্ণ যা কিছু রিভিশন দিতে হবে ধারাবাহিকভাবে তার প্রায় সবটুকুই বিভিন্ন ক্যাটাগরি আকারে এখানে উপস্থাপিত হয়েছে। এছাড়াও ভর্তিযুদ্ধের প্রস্তুতিকালে বাজার থেকে বিভিন্ন লেখকের নতুন সংস্করণের বই একজন পরীক্ষার্থীর জন্য নতুন করে কেনা অথবা বই ও লেখকের তথ্যের কোনো অংশটুকু পরীক্ষা দিতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত পড়ে বের করা খুবই কষ্টসাধ্য। তাই তোমাদের সুবিধার কথা বিবেচনা করে ঐ অংশটুকু ‘আপডেট ইনফো’ নামে বইয়ে সংযোজন করা হয়েছে। আর যে সব তথ্যে ভুল হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলোকে ‘ইনফরমেশন টুইস্ট’ আকারে দেওয়া হয়েছে যেন তোমরা ভুল করা থেকে বিরত থাকতে পারো।


এ বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় নতুনভাবে মানবিক গুণাবলি অংশ যুক্ত হয়েছে। তোমরা অল্প সময়ে এ বিষয়ে সর্বোচ্চ প্রস্তুতি যেন নিতে পারো, সে বিষয়টির প্রতি খেয়াল রেখে এ বইটিতে 'মানবিক গুণাবলি' অংশ যুক্ত করা হয়েছে। এখানকার টপিকগুলো কভার করলে তোমাদের এ বিষয়ে সুন্দর প্রস্তুতি হয়ে যাবে ইনশাআল্লাহ।


আমাদের বিশ্বাস তোমার ফাইনাল রিভিশনে ও মূল ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের গোছানো প্রস্তুতি নিতে 'মেডিকেল Final Touch' গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। ভর্তি পরীক্ষায় তোমরা সর্বোচ্চ ভালো ফলাফল লাভ করবে- আমাদের পক্ষ থেকে রইলো এই শুভকামনা

সূচিপত্রের সারসংক্ষেপ (অনুচ্ছেদ আকারে)

বিজ্ঞান বিষয়ক অংশ: মেডিকেল ফাইনাল টাচ বইটির প্রধান অংশজুড়ে রয়েছে বিজ্ঞানভিত্তিক বিষয়গুলো। উদ্ভিদবিজ্ঞান (২২০১ প্রশ্ন) এবং প্রাণিবিজ্ঞান (২৮২৩ প্রশ্ন) যথাক্রমে ৪৪ ও ৪১ পৃষ্ঠায় বিভক্ত। রসায়ন (১ম পত্রে ১২৫৮ প্রশ্ন এবং ২য় পত্রে ১৫৮৩ প্রশ্ন) ও পদার্থবিজ্ঞান (১ম পত্রে ১৫২৯ প্রশ্ন এবং ২য় পত্রে ১৬৮৬ প্রশ্ন) বিষয়গুলোও দুই পত্রে বিভক্ত করে সাজানো হয়েছে। প্রতিটি বিষয়েই এইচএসসি সিলেবাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো যেমন—কোষ, মানব শরীরবিদ্যা, জৈব রসায়ন, তাপগতিবিদ্যা, ইত্যাদি প্রশ্নাকারে অন্তর্ভুক্ত করা হয়েছে।


সাধারণ জ্ঞান ও ভাষা অংশ: বইয়ের একটি উল্লেখযোগ্য অংশ হলো English (১৮৭৫ প্রশ্ন)। এই অংশে Noun থেকে শুরু করে Tense, Voice, Narration, Grammatical Error, Synonym-Antonym এবং Idioms & Phrases সহ মোট ৪৬টি গুরুত্বপূর্ণ টপিক কভার করা হয়েছে। এছাড়া, বাংলাদেশ বিষয়াবলি (১৮১২ প্রশ্ন) এবং আন্তর্জাতিক বিষয়াবলি (১৪৮২ প্রশ্ন) শিরোনামে সাধারণ জ্ঞানের দুটি বৃহৎ অংশ রয়েছে। এই বিভাগগুলো দেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও বৈশ্বিক সংস্থাগুলোর ওপর ফোকাস করে সাজানো হয়েছে।


বিশেষ অংশ: মানবিক গুণাবলি: সাম্প্রতিক ভর্তি পরীক্ষার প্রয়োজনীয়তা অনুসারে এই বইটিতে একটি নতুন ও গুরুত্বপূর্ণ অংশ যোগ করা হয়েছে—তা হলো মানবিক গুণাবলি (৩২১ প্রশ্ন)। এটি মূলত নৈতিকতা, মূল্যবোধ, এবং মেডিকেল নৈতিকতার মতো বিষয়গুলো নিয়ে গঠিত, যা স্বল্প সময়ে সুন্দর প্রস্তুতি নিশ্চিত করবে বলে দাবি করা হয়েছে।

১. বিষয়ভিত্তিক তালিকা (Subject-wise List)

  • উদ্ভিদবিজ্ঞান (প্রশ্নসংখ্যা-২২০১)
  • প্রাণিবিজ্ঞান (প্রশ্নসংখ্যা-২৮২৩)
  • রসায়ন ১ম পত্র (প্রশ্নসংখ্যা-১২৫৮)
  • রসায়ন ২য় পত্র (প্রশ্নসংখ্যা-১৫৮৩)
  • পদার্থবিজ্ঞান ১ম পত্র (প্রশ্নসংখ্যা-১৫২৯)
  • পদার্থবিজ্ঞান ২য় পত্র (প্রশ্নসংখ্যা-১৬৮৬)
  • English (Total Questions-1875)
  • বাংলাদেশ বিষয়াবলি (প্রশ্নসংখ্যা-১৮১২)
  • আন্তর্জাতিক বিষয়াবলি (প্রশ্নসংখ্যা-১৪৮২)
  • মানবিক গুণাবলি (প্রশ্নসংখ্যা-৩২১)

২. প্রধান বিষয়গুলোর টেবিল (Main Subjects Table)

বিষয় (Subject) মোট প্রশ্ন সংখ্যা (Total Qs) প্রথম পৃষ্ঠা (Start Page)
উদ্ভিদবিজ্ঞান২২০১০৩
প্রাণিবিজ্ঞান২৮২৩৪৪
রসায়ন ১ম পত্র১২৫৮১০৪
রসায়ন ২য় পত্র১৫৮৩১৩১
পদার্থবিজ্ঞান ১ম পত্র১৫২৯১৭৩
পদার্থবিজ্ঞান ২য় পত্র১৬৮৬২১৫
English১৮৭৫২২০
বাংলাদেশ বিষয়াবলি১৮১২২৪৩
আন্তর্জাতিক বিষয়াবলি১৪৮২০০৩*
মানবিক গুণাবলি৩২১০২৬*

Toolsax

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join