বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Syllabus SSC Class 9-10 Class 8 Class 7 Class 6 Class 5 Class 4 Class 3 Class 2 Class 1 Dakhil Class 9-10 MD Class 8 MD Class 7 MD Class 6 MD Class 5 MD Class 4 MD Class 3 MD Class 2 MD Class 1 EV SSC Class 9-10 EV Class 8 EV Class 7 EV Class 6 EV Class 5 EV Class 4 EV Class 3

দাখিল ৯ম-১০ম শ্রেণির মানতিক গাইড বই | Dakhil Class 9-10 Mantiq Guide Book PDF

Admin
Join Telegram for New Books

(toc)

দাখিল ৯ম-১০ম শ্রেণির মানতিক গাইড PDF ডাউনলোড | Dakhil Mantiq Guide Book and Model Tests

আসসালামু আলাইকুম। দাখিল শ্রেণির সুপ্রিয় শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকগণ, আপনাদের পড়াশোনাকে আরও এক ধাপ এগিয়ে নিতে আমরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। মাদ্রাসা শিক্ষার অন্যতম মৌলিক বিষয় হলো 'মানতিক' বা তর্কশাস্ত্র। বিষয়টি কিছুটা জটিল হওয়ায় অনেক শিক্ষার্থীর কাছে এটি একটি চ্যালেঞ্জিং বিষয় বলে মনে হয়। সেই চ্যালেঞ্জকে সহজ করতেই আমাদের আজকের আয়োজন—দাখিল ৯ম-১০ম শ্রেণির মানতিক বিষয়ের উপর একটি সম্পূর্ণ প্রশ্ন-উত্তরভিত্তিক PDF গাইড।

দাখিল ৯ম-১০ম শ্রেণির মানতিক বিষয়ের সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরের PDF নোট ডাউনলোড করুন। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এই সাজেশনগুলো পড়ুন।

মানতিক (Mantiq) বা ইসলামী যুক্তিবিদ্যা হলো এমন একটি শাস্ত্র যা সঠিক উপায়ে চিন্তা করার এবং যৌক্তিকভাবে সিদ্ধান্তে পৌঁছানোর নিয়মকানুন শিক্ষা দেয়। এটি শুধু একটি পাঠ্য বিষয় নয়, বরং উচ্চতর ইসলামী জ্ঞান, যেমন—ফিকহ, উসূলে ফিকহ এবং কালাম শাস্ত্র বোঝার জন্য এর জ্ঞান অপরিহার্য। একটি সঠিক ও স্বচ্ছ চিন্তার কাঠামো তৈরিতে মানতিকের ভূমিকা অপরিসীম।

মানতিক বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ? (Why is Mantiq Important?)

দাখিল পর্যায়ে মানতিক বিষয়টি অন্তর্ভুক্ত করার পেছনে বেশ কিছু সুদূরপ্রসারী উদ্দেশ্য রয়েছে। এটি শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে বিকশিত হতে সাহায্য করে, যেমন:

  • যৌক্তিক চিন্তার বিকাশ: মানতিক পাঠের মাধ্যমে শিক্ষার্থীরা যেকোনো বিষয়কে যৌক্তিকভাবে বিশ্লেষণ করতে শেখে। এটি তাদের মধ্যে সুস্পষ্ট ও সুশৃঙ্খল চিন্তার দক্ষতা তৈরি করে।
  • জ্ঞানের ভিত্তি স্থাপন: কুরআন, হাদিস এবং অন্যান্য ইসলামী শাস্ত্রের গভীর অর্থ অনুধাবনের জন্য যৌক্তিক ব্যাখ্যার প্রয়োজন হয়। মানতিক সেই ভিত্তি তৈরি করে দেয়। It lays the foundation for advanced Islamic jurisprudence and theology.
  • ভ্রান্তি থেকে সুরক্ষা: সঠিক যুক্তি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন ভুল ধারণা, কুযুক্তি এবং ভ্রান্ত মতবাদ থেকে নিজেদের বিশ্বাসকে সুরক্ষিত রাখতে পারে।
  • উচ্চতর শিক্ষার প্রস্তুতি: যারা ভবিষ্যতে ইসলামী আইন, দর্শন বা ধর্মতত্ত্ব নিয়ে উচ্চতর পড়াশোনা করতে আগ্রহী, তাদের জন্য মানতিকের জ্ঞান একটি অপরিহার্য সোপান।

এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে, আমরা এমনভাবে এই নোটগুলো তৈরি করেছি যাতে শিক্ষার্থীরা প্রতিটি অধ্যায়ের মূলবক্তব্য সহজে বুঝতে পারে এবং পরীক্ষার জন্য নিজেদেরকে পুরোপুরি প্রস্তুত করতে পারে।

মানতিক (Logic) রচনামূলক প্রশ্নব্যাংক

মোট ৫৭টি প্রশ্ন

ক. মৌলিক পরিচিতি ও ভিত্তি (تعريفات أساسية)

প্রশ্ন নম্বর প্রশ্নাবলী
منطق শাস্ত্রের সংজ্ঞা, নামকরণ, আলোচ্য বিষয়, উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা লেখ।
মানতিকের সংজ্ঞা দাও। অতঃপর এর নামকরণের কারণ উল্লেখ কর। মানতিকের প্রয়োজনীয়তা কী? বর্ণনা কর।
علم النمنطق-এর উৎপত্তি ও ক্রমবিকাশ আলোচনা কর এবং এ علم - এর পরিচর্যায় ارسطاطاليس ও فارابي - এর অবদান বর্ণনা কর।
علم-এর সংজ্ঞা দাও। তা কত প্রকার ও কি কি? উদাহরণসহ বর্ণনা কর।
تصور ও تصديق - এর পরিচয় দাও। এ দুটির প্রকারসমূহ কি কি উদাহরণসহ বর্ণনা কর।
تصور - এর সংজ্ঞা দাও। تصور কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখ।
تصديق কাকে বলে। তা কত প্রকার ও কি কি উদাহরণসহ লেখ।
تصور ও تصديق কাকে বলে? তা কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখ।
تصور ও تصديق - এর সংজ্ঞা দাও। تصديق কত প্রকার ও কী কী? উল্লেখ কর।
১০تصور ও تصديق - এর অর্থ কী? অত:পর تصديق এর ওপর تصور কে অগ্রাধিকার দেওয়ার কারণ বর্ণনা কর।
১১دلالة এর সংজ্ঞা দাও। তা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণসহ বর্ণনা কর।
১২دلالة لفظية কাকে বলে? তা কয় প্রকার উদাহরণসহ বিস্তারিত বর্ণনা কর।
১৩দلالة কাকে বলে? উদাহরণসহ دلالة لفظية وضعية এর বিবরণ দাও।

খ. শব্দ ও অর্থের বিশ্লেষণ (اللفظ و المعنى)

প্রশ্ন নম্বর প্রশ্নাবলী
১৪مفرد কাকে বলে? তা কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা কর।
১৫مركب কাকে বলে? তা কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা কর।
১৬مفرد ও مركب কাকে বলে? অত:পর مفرد এর প্রকার উদাহরণসহ বর্ণনা কর।
১৭مفرد ও مركب কাকে বলে? অত:পর مركب এর প্রকার উদাহরণসহ বর্ণনা কর।
১৮مفرد ও مركب কাকে বলে? অত:পর উভয়ের প্রকার উদাহরণসহ বর্ণনা কর।
১৯مفرد কাকে বলে? একক অর্থপ্রদানের দৃষ্টিতে مفرد এর প্রকার আলোচনা কর।
২০منقول কাকে বলে? তা কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা কর।
২১مفهوم কাকে বলে? তা কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা কর।

গ. কুল্লিইয়্যাত আল-খাম্স ও তাদের সম্পর্ক (الكليات الخمس و النسبة بين الكليين)

প্রশ্ন নম্বর প্রশ্নাবলী
২২جُزْئِي ও كُلِّى -এর সংজ্ঞা দাও। দু'কুল্লীর মাঝে কয়টি نِسْبَة রয়েছে? উদাহরণসহ আলোচনা কর।
২৩كُلِّى ও جُزْئِی কাকে বলে? অতঃপর প্রকারগুলোর বিস্তারিত বর্ণনা উপস্থাপন কর।
২৪جزئي ও كلي এর পরিচয় দাও। অতঃপর كلي এর প্রকারসমূহ থেকে النوع এর পরিচয় উদাহরণসহ আলোচনা কর।
২৫جزئي ও كلي এর পরিচয় দাও। অতঃপর كلي এর প্রকারসমূহ থেকে الفصل এর পরিচয় উদাহরণসহ আলোচনা কর।
২৬كلي এর সংজ্ঞা দাও। তা কত প্রকার ও কি কি উদাহরণসহ লেখ।
২৭كلي এর অর্থ কি? অতঃপর كلي দুই এর মধ্যকার সম্পর্ক বিস্তারিত বর্ণনা কর।
২৮النسبه بين الكليين কয়টি ও কি কি? উদাহরণসহ বর্ণনা কর।
২৯جنس কাকে বলে? তা কত প্রকার উদাহরণসহ বর্ণনা কর।
৩০جنس এর সংজ্ঞা দাও। এর مراتب তথা স্তরসমূহ উদাহরণসহ বর্ণনা কর।
৩১نوع এর সংজ্ঞা দাও। তা কত প্রকার উদাহরণসহ লিখ।
৩২نوع কাকে বলে? তা কয় প্রকার? এর স্তর উদাহরণসহ বর্ণনা কর।
৩৩جنس এবং نوع এর স্তরসমূহ আলোচনা কর।
৩৪فصل কাকে বলে? তা কত প্রকার? উদাহরণসহ প্রত্যেক প্রকারের বর্ণনা দাও।
৩৫جنس ও نوع কাকে বলে? উদাহরণসহ বর্ণনা কর।
৩৬لازم কাকে বলে? তা কত প্রকার ও কি কি উদাহরণসহ বর্ণনা কর।
৩৭خاصه কি? তা কত প্রকার ও কি কি? উদাহরণসহ বিস্তারিত লেখ।
৩৮عرض عام এর সংজ্ঞা দাও। অতঃপর عرض عام এর প্রকারসমূহ বিস্তারিত বর্ণনা কর।
৩৯استقراء কাকে বলে? আর কত প্রকার ও কি কি উদাহরণসহ লেখ।
৪০المعرف কাকে বলে? তা কত প্রকার ও কি কি? প্রত্যেক প্রকারের সংজ্ঞা উদাহরণসহ লেখ।
৪১معرف কাকে বলে? তা কত প্রকার ও কি কি? তার শর্তসমূহ বিস্তারিত লিখ।

ঘ. ক্বদিয়্যাহ ও যুক্তিবিদ্যা (القضايا و الاستدلال)

প্রশ্ন নম্বর প্রশ্নাবলী
৪২قضيه এর সংজ্ঞা দাও। তা কত প্রকার ও কি কি? উদাহরণসহ লেখ।
৪৩قضيه থাকে বলে? قضيه হিসেবে قضيه حمليه কত প্রকার? উদাহরণসহ আলোচনা কর।
৪৪القضيه الحمليه কাকে বলে? باعتبار موضوع এর দিক থেকে আর কত প্রকার আলোচনা কর।
৪৫القضيه الحمليه কাকে বলে? وجود موضوع এর আলোকে এটি কত প্রকার ও কি কি? আলোচনা করো।
৪৬قضيه شخصيه কাকে বলে? উদাহরণসহ قضيه حمليه এর اقسام বর্ণনা কর।
৪৭القضيه الموجهه এর সংজ্ঞা দাও। তার প্রকারসমূহ উদাহরণসহ আলোচনা কর।
৪৮قضيه شرطيه এর সংজ্ঞা দাও। এর اقسام উদাহরণসহ বর্ণনা কর।
৪৯الشرطيه المتصله কাকে বলে? আর কত প্রকার ও কি কি আলোচনা কর।
৫০الشرطيه والمنفصله কাকে বলে? উদাহরণসহ বিস্তারিত বর্ণনা কর।
৫১قضيه مركبه কাকে বলে? مركبات কত প্রকার ও কি কি? উদাহরণসহ বর্ণনা কর।
৫২تناقض কাকে বলে? তার وحده বা শর্তগুলো বর্ণনা কর।
৫৩عكس المستوي কাকে বলে? উদাহরণসহ বর্ণনা কর।
৫৪عكس نقيض কাকে বলে? উদাহরণসহ বিস্তারিত বর্ণনা দাও।
৫৫برهان কাকে বলে? তা কত প্রকার ও কি কি উদাহরণসহ লিখ।
৫৬قياس কাকে বলে? তা কত প্রকার ও কি কি উদাহরণসহ লেখ।
৫৭شكل কাকে বলে? কত প্রকার ও কি কি উদাহরণসহ লেখ।

দাখিল মানতিক সকল প্রশ্নের উত্তর PDF ডাউনলোড করুন (Download PDF Notes)

শিক্ষার্থীদের প্রস্তুতির সুবিধার্থে, আমরা মানতিক বিষয়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে বিভিন্ন পর্বে বিভক্ত করেছি। নিচের টেবিলে প্রতিটি পর্বের জন্য আলাদা আলাদা PDF ফাইল দেওয়া হয়েছে। প্রতিটি ফাইলের পাশে থাকা PDF আইকনে ক্লিক করে আপনারা সহজেই সেই পর্বের প্রশ্ন ও উত্তরের নোটটি ডাউনলোড করে নিতে পারবেন।

ক্র. মাদ্রসার দাখিল ৯ম-১০ম শ্রেণির মানতিক প্রশ্নের ক্রমিক পিডিএফ
প্রতিটি পিডিএফে ১০টি করে প্রশ্ন রয়েছে
০১ এক কথায়/এক বাক্যে প্রশ্নের উত্তর
০২ ০১-১০ নং পর্যন্ত প্রশ্নের উত্তর
০৩ ১১-২০ নং পর্যন্ত প্রশ্নের উত্তর
০৪ ২১-৩০ নং পর্যন্ত প্রশ্নের উত্তর
০৫ ৩১-৪০ নং পর্যন্ত প্রশ্নের উত্তর
০৬ ৪১-৫০ নং পর্যন্ত প্রশ্নের উত্তর
০৭ ৫১-৫৭ নং পর্যন্ত প্রশ্নের উত্তর
০৮ টীকামূলক প্রশ্নের উত্তর
০৯ বিগত সালের প্রশ্ন
১০ স্পেশাল মডেল টেস্ট ও উত্তরমালা
গুরুত্বপূর্ণ পরামর্শ: মানতিক মুখস্থ করার বিষয় নয়, বরং বোঝার বিষয়। তাই, শুধু উত্তর মুখস্থ না করে প্রতিটি প্রশ্নের পেছনের যুক্তি ও সংজ্ঞা বোঝার চেষ্টা করুন। প্রথমে মূল বইটি পড়ুন এবং তারপর এই প্রশ্নগুলো সমাধান করে নিজের প্রস্তুতিকে ঝালিয়ে নিন।

আমরা আশা করি, আমাদের এই সংকলনটি আপনাদের মানতিক পরীক্ষার ভীতি দূর করবে এবং সেরা প্রস্তুতি নিতে সাহায্য করবে। আপনাদের সাফল্যই আমাদের অনুপ্রেরণা। এই পোস্টটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের যেকোনো মতামত বা প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে আমাদের জানান।

আল্লাহ তা'আলা আপনাদের জ্ঞানার্জনের পথকে সহজ করে দিন। আমিন।


Toolsax

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join