জীবনে হবে কি তোমার দিদার (ইসলামিক লিরিক্স) | Jibone Hobe Ki Tomar Didar (Islamic Lyrics)

দিদারে মোস্তফা লিরিক্স,নাতে রাসুল,বাংলা নাত,ইসলামিক সংগীত,ইয়া রাসুলাল্লাহ,নবীর শানে নাত,ইসলামিক লিরিক্স,মদিনার নাত,জীবনে হবে কি তোমার দিদার
জীবনে হবে কি তোমার দিদার (ইসলামিক লিরিক্স) | Jibone Hobe Ki Tomar Didar (Islamic Lyrics)
দিদারে মোস্তফা ﷺ - বাংলা নাতে রাসূল ﷺ Lyrics: AJM Ohidul Alam & Singer: Shamimur Rahman আপনার ব্রাউজার অডিও প্লেয়ার সাপোর্ট করে না। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলাল্লাহ্ এই আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলাল্লাহ্।। জগতে যেদিকে তাকাই দরদি আরতো কেহ নাই, তুমিতো দুনোজাহানের সরদার ইয়া রাসূলাল্লাহ্।। তোমারই নূরের সৃষ্টি হইতে হইলো সমগ্র জাহান, তুমিতো খোদার খোদায়ি ভান্ডার ইয়া রাসূলাল্লাহ্।। তোমারই শান পর কুরবান হয় যে আল্লাহর রাস্তায়, জারি তো থাকিবে ফরমান কুরান ইয়া রাসূলাল্লাহ্।। তোমারই জিয়ারতে গিয়ে হাজারো হাজ্বী মদিনায়, এ গরিবেরও তুমি হও জিম্মাদার ইয়া রাসূলাল্লাহ্।। যিনি পেয়েছেন তোমায় তিনি পেয়েছেন খোদাকে, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলাল্লাহ্।।
Join