বিরহে দিল পুড়ে ছারখার (বাংলা ইসলামী লিরিক্স) | Birohe Dil Pure Charkhar (Bangla Islamic Lyrics)

বিরহে দিল পুড়ে ছারখার (বাংলা ইসলামী লিরিক্স), Birohe Dil Pure Charkhar (Bangla Islamic Lyrics)
Admin

বিরহে দিল পুড়ে ছারখার (বাংলা ইসলামী লিরিক্স)

Lyrics: Akram Sarwar

বিরহে দিল পুড়ে ছারখার, যে আমার ইয়া রাসুলাল্লাহ সা.।
আমার কেউ নেই তুমি ছাড়া, সাহারা ইয়া রাসুলাল্লাহ।

কতজনে দেখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়।
আমাকে দাওনা দিদার একটিবার, ইয়া রাসুলাল্লাহ সা. (ঐ)

শুধু একবার দেখিতে চাই, জীবনে আরযে চাওয়া নাই,
তুমি এই অসহায়েরি সহায়, ইয়া রাসুলাল্লাহ সা. (ঐ)

বিরহে দিল বেকারার জান, গোলামের জং ধরা এ প্রাণ। (২)
ওয়ারাফানা লাকা যিকরাক, তব শান, ইয়া রাসুলাল্লাহ সা.

মুলাকাতের আশা বুকে নিয়ে, মরি ধুকে ধুকে (২)
তুমি যে শাফায়াতকারী হাশরে, ইয়া রাসুলাল্লাহ সা. (ঐ)

নিরলে জল ঝড়ে, চোখে কাতর, ইশকের অসুখে। (২)
সে রোগের শিফা তব নামেতে, ইয়া রাসুলাল্লাহ (ঐ)

হাশরের ঐ কঠিন দিনে, ভয়েরি সেই মহা ক্ষণে।
আমাকে লুকিও তোমার দামানে, ইয়া রাসুলাল্লাহ (ঐ)

Join