মা নামটি হল বড়ই মধুময় - শায়ের ইকবাল হোসাইন কাদেরী
Lyric, Tune: Iqbal Hossain Qadri
মা নামটি হল বড়ই মধুময়
ছেলে হতে পারে অন্ধ বোবা পাগলে ঘেরা।
তবু সেই মায়ের কাছে সবার সেরা..২
এই জগতে মায়ের মত কার আছে হৃদয়।।
এই নামের ভিতরে আছে স্বর্গেরই সুখ
সব যাতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ..২
মা হল সব যাতনারি নিরাময়।।
সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল
তবু শোধ হবে না মায়ের ঋণ বলি ইকবাল..২
ধন্য হল সেই যে মায়ের মন করেছে জয়।।