ওগো মোর পেয়ারা নবী | Ogo Mor Peyara Nabi - Islamic Bangla Lyrics

ওগো মোর পেয়ারা নাবী,আল্লামা মনজুর আহমদ উওয়াইসী রিফায়ী,Ogo Mor Peyara Nabi,Allama Manzoor Ahmad Uwaysi Rifayee
Admin

ওগো মোর পেয়ারা নাবী - আল্লামা মনজুর আহমদ উওয়াইসী রিফায়ী (রহ.)

Lyrics: Allama Manzoor Ahmad Uwaysi Rifayee (RA)

জান আমার প্রাণ...
আমার জান আমার প্রাণ...

ওগো মোর পেয়ারা নবি
তুমি সৃষ্টির সবই
তুমি মাহবুবে খোদা শাহে দু’জাহান
আমার ঈমান, আমার দ্বীন, আমার জান।

তোমারই নূর হতে
এসেছে প্রাণ যাতে
ভালোবাসা যে তাতে, তোমারই নূর হতে
ইয়া নবি তবু কাছে পাইবে সে প্রান
আমার ঈমান, আমার দ্বীন, আমার জান।

নূরে মুজাস্সাম তুমি
রহমতে আলম তুমি
নবীয়ে আজম তুমি, নূরে মুজাস্সাম তুমি
নবীয়ে আদম তুমি, তুমি উম্মতেরই জান
আমার ঈমান, আমার দ্বীন, আমার জান।

ভাল যে বাস তুমি
মরণে পাশে তুমি
কবরে আস তুমি, ভাল যে বাস তুমি
তোমারই ভালবাসা মুমিনের ঈমান
আমার ঈমান, আমার দ্বীন, আমার জান।

Join