মসজিদে কুবায় অনুষ্ঠিত প্রথম জুমুআয় রাসূল (স)-এর খুতবা নিয়ে তোমার পরিবারের সাথে আরবিতে সংলাপ
تَكَلَّمُ بِالعَرَبِيَّةِ مَعَ أَسْرَتِكَ عَنْ خُطْبَةِ الرَّسُولِ لِأَوَّلِ جُمْعَةٍ فِي مَسْجِدِ قُبَاءَ
الْإِجَابَةُ :
لبِيبُ : السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةَ اللهِ.
عَفَّانُ : وَعَلَيْكُ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةَ اللَّهِ كَيْفَ أَنْتَ؟
لَبِيْبُ : الْحَمْدِ اللهِ طَيِّبٌ مَا تَعْرِفُ عَنْ مَسْجِدِ الْقُبَاءِ؟
مُحَمَّدٌ : هُوَ مَسْجِدٌ صَلَّى فِيهَا النَّبِيُّ ﷺ أَوَّلَ الْجُمُعَةِ.
لَبِيْبٌ : أَيْنَ تَقَعُ هِيَ؟
رَقِيبُ : هِيَ تَقَعُ فِي ضَاحِيَةِ الْمَدِينَةُ الْخُنُبُوبِيَّةِ الْغَرْبِيَّةِ عِنْدَ بَنِي عَمْرِو بْنِ عَوْفٍ فِي قُبَاءَ.
لَبِيْبٌ : مَاذَا تَعْرِفُ عَنِ الْخُطْبَةِ الَّتِي خُطَبَهَا النَّبِيُّ ﷺ فِي مَسْجِدِ الْقُبَاءِ؟
فهِيمُ : هِيَ خُطْبَةٌ هَامَّةٌ بَلِيغَةٌ وَفِيهِ تَعَلِيمَاتِ كَثِيرَةِ لِلْمُسْلِمِينَ وَهَيَ أَوَّلَ خُطْبَةٍ فِي صَلَاةِ الْجُمُعَةِ.
فَاطِمَةُ : مَا هِيَ التَّعْلِيْمَاتُ لِأَوَّلِ الْخُطْبَةِ فِي مَسْجِدِ الْقُبَاءِ؟
مُبَارَكَ : أَهَمُ تَعْلِيْمَاتٍ لِأَوَّلِ الْخُطْبَةِ هُوَ تَقْوَى اللَّهِ فَإِنَّ لِلتَّقْوَى رَأْسُ الطَّاعَاتِ، شُكْرًا لَكُمْ.
মসজিদে কুবায় অনুষ্ঠিত প্রথম জুমুআয় রাসূল (স)-এর খুতবা নিয়ে তোমার পরিবারের সাথে আরবিতে সংলাপ করুন
লাবিব : আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আফফান: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তুমি কেমন আছো?
লাবিব: আল-হামদুলিল্লাহ, ভালো। তুমি মসজিদে কুবা সম্পর্কে কী জান?
মুহাম্মদ: সেটা ওই মসজিদ, যেখানে রাসূল (স) সর্বপ্রথম জুমুআর নামায আদায় করেন।
লাবিব : সেটা কোথায় অবস্থিত?
রাকিব : সেটা মদিনার পশ্চিম-দক্ষিণ উপকণ্ঠে বনু আমর ইবনে আওফের নিকটবর্তী কুবা নামক স্থানে অবিস্থত।
লাবিব : মসজিদে কুবায় রাসূল (স) কর্তৃক প্রদত্ত খুতবা সম্পর্কে তুমি কী জান?
ফাহিম : সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সাহিত্যপূর্ণ একটি খুতবা। এতে মুসলমানদের জন্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এটা হলো জুমুআর নামাযের সর্বপ্রথম খুতবা।
ফাতেমা : মসজিদে কুবায় প্রদত্ত প্রথম খুতবার শিক্ষণীয় বিষয় কী কী?
মুবারক: প্রথম খুতবার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, আল্লাহভীতি অবলম্বন করা। কেননা আল্লাহভীতি হলো সব ইবাদতের মূল। তোমাদের সবাইকে ধন্যবাদ।