মহরে ফাতেমী বা ফাতেমা-এর মহরের হিসাব (Mahre Fatemi or Fatema's Mahar Calculation)

মহরে ফাতেমী, ফাতেমা-এর মহরের হিসাব, Mahre Fatemi, Fatema's Mahar Calculation
মহরে ফাতেমী বা ফাতেমা-এর মহরের হিসাব (Mahre Fatemi or Fatema's Mahar Calculation)
মহরে ফাতেমী বা ফাতেমা-এর মহরের হিসাব বিবাহের পর, স্বামীর কাজ হল তার স্ত্রীর যত্ন নেওয়া এবং তার ভাল-মন্দ সময়ে তার পাশে থাকা। তাদের উভয়েরই একে অপরের প্রতি কিছু অধিকার এবং দায়িত্ব রয়েছে। ইসলামে স্বামীর জন্য স্ত্রীকে বিয়ে করার সময় যৌতুক দেওয়া আবশ্যক। যাইহোক, এর অর্থ এই নয় যে যৌতুক একটি বিশাল পরিমাণ অর্থ হতে হবে। যৌতুক দেওয়া গুরুত্বপূর্ণ কারণ তা গ্রহণ করা স্ত্রীর অধিকার। পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, ‘আর মুমিন সচ্চরিত্রা নারী ও তোমাদের আগে যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীদেরকে তোমাদের জন্য বৈধ করা হল, যদি তোমরা তাদের মোহর প্রদান কর বিয়ের জন্য, প্রকাশ্য ব্যভিচার বা গোপন প্রণয়িনী গ্রহণকারী হিসেবে নয়। -(সুরা মায়েদা. আয়াত, ৫) 'তোমরা কখনও নারীদের মাঝে ন্যায় সঙ্গত ও সমতাপূর্ণ আচরণ করতে পারবে না। অতএব,সাধ্যমতো চেষ্টা করো যাতে একবারে একদিকে ঝুঁকে না পড়ো, যাতে আরেকজনকে ফেলে রাখতে হয় দায়িত্বহীনের মতো। জেনে রেখো, যদি সংশোধনের পথ এবং খোদাভীরুতার পথ অবলম্বন করো, তবে আল্লাহ্ ক্ষমাশীল, করুণাময়।' -সূরা নিসা, আয়াত-১২৯ উল্লেখিত আয়াতের মর্ম অনুধাবন করলে সহজেই বুঝা…
Join