Madina Imaner Bari (Bengali Lyrics) - মদিনা ঈমানের বাড়ী - মাওলানা সেলিম রিয়াদ হক্কানী

Madina Imaner Bari (Bengali Lyrics), মদিনা ঈমানের বাড়ী, মাওলানা সেলিম রিয়াদ হক্কানী
Admin
Join Telegram for New Books

Table of Contents

মদিনা ঈমানের বাড়ী - কথা: মাওলানা সেলিম রিয়াদ হক্কানী

Madina Imaner Bari (Bengali Lyrics) - Lyrics: Maulana Salim Riyad Haqqani

কত জনে কয় আমারে
কি কারনে কাঁদ মদিনা মদিনা করি
আরো বলে কি লাভ হবে
শুধু শুধু মদিনার প্রেমে পড়ি
না জানিলে জানোনা
না শুনিলে শুনোনা
মদিনা ঈমানের বাড়ী
তাই তো মদিনার জন্য মরি।

সাপ যেমন বাহির হয় গর্ত হতে
ঘুরে ফিরে আবার যাই সেই গর্তে
ঈমান নাকি এসেছে মদিনা হতে
সারা পৃথিবী ঘুরে যাবে মদিনাতে ঈমান
বিশ্বাস না হয় হাদিস শরীফ
দেখনা পড়ি।

মদিনা শরীফ যার হবে না জান
আল্লাহর কসম তাহার কাছে
নাইরে ঈমান
সত্যিকারে যাহার আছে মদিনার টান
তাহার কাছে রয়েছে সত্যিকার ঈমান
ঈমানদারের মদিনা শরীফ
হবে ঈমানের তরি।

মদিনার সাথে যে করবে দোষমনী
তাহার ঈমান নিয়ে হবে টানাটানি
মদিনার জন্য যে হবে কুরবানী
দিনে দিনে হবে সে মজবুত ঈমানী
নজদী শয়তান যারা
তারাতো ঈমান হারা
আমি তাদের ধার না ধারী।
Join