কামিল (স্নাতকোত্তর) হাদীস বিভাগ সিলেবাস ও মানবণ্টন পিডিএফ - Kamil (Masters) Hadith Department (2 years) Syllabus and Mark Distribution PDF

কামিল হাদীস বিভাগ সিলেবাস ও মানবণ্টন পিডিএফ, Kamil Hadith Department Syllabus and Mark Distribution PDF
Admin
কামিল হাদীস বিভাগ সিলেবাস ও মানবণ্টন পিডিএফ - Kamil Hadith Department Syllabus and Mark Distribution PDF

কামিল হাদীস বিভাগ সিলেবাস

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা

সিলেবাস ও মানবণ্টন - কামিল (স্নাতকোত্তর) হাদীস বিভাগ (২ বৎসর)

কামিল (স্নাতকোত্তর) হাদীস দু'বছর মেয়াদি হবে এবং তা দুটি অংশে বিভক্ত থাকবে। সর্বমোট ১০০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কামিল (স্নাতকোত্তর) হাদীস প্রথম পর্ব এবং কামিল (স্নাতকোত্তর) হাদীস দ্বিতীয় পর্ব। কামিল (স্নাতকোত্তর) হাদীস প্রথম পর্বে (চারটি পূর্ণ পত্র ৪০০ নম্বর, টিউটোরিয়াল ৫০, মৌখিক ৫০, মোট ৫০০) এবং কামিল (স্নাতকোত্তর) হাদীস দ্বিতীয় পর্বে (চারটি পূর্ণ পত্র ৪০০ নম্বর, টিউটোরিয়াল ৫০, মৌখিক ৫০, মোট ৫০০ নম্বর) সর্বমোট ১০০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি পর্বে টিউটোরিয়ালের জন্য নির্ধারিত ৫০ নম্বর নিম্নোক্তভাবে বণ্টিত হবে:

  • ক. প্রতিটি পত্রের জন্য একটি করে এসাইনমেন্ট বাধ্যতামূলক, যার নম্বর হবে- ১২.৫
  • খ. চারটি পত্রের জন্য চারটি এসাইনমেন্টে সর্বমোট নম্বর হবে- ১২.৫ × ৪ = ৫০
  • গ. এসাইনমেন্ট ছাত্রছাত্রীবৃন্দের স্বহস্তে লিখিত হতে হবে এবং তা ১৫ থেকে ৩০ পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে।
  • ঘ. প্রতিটি পত্রের সংশ্লিষ্ট শিক্ষক এসাইনমেন্টের বিষয় নির্ধারণ করবেন (গ্রন্থ ও গ্রন্থকার সম্পর্কিত) এবং অভ্যন্তরীণ পরীক্ষক হিসেবে তা মূল্যায়ন করবেন। বিশ্ববিদ্যালয় কর্তৃক নিয়োগকৃত বহিস্থ পরীক্ষক দ্বিতীয় পরীক্ষক হিসেবে এসাইনমেন্ট মূল্যায়ন করবেন এবং উভয় নম্বর গড় করে সমন্বিত নম্বর প্রদান করা হবে।

সংক্ষিপ্ত পাঠ্যসূচি

কামিল (স্নাতকোত্তর) হাদিস ১ম বর্ষ: সর্বমোট নম্বর- ৫০০

  • প্রথম পত্র: সুনানু আবি দাউদ ওয়া মুসতালাহুল হাদীস - ১০০
  • দ্বিতীয় পত্র: জামেউত তিরমিযী - ১০০
  • তৃতীয় পত্র: শরহু মায়ানিয়িল আছার ওয়া সুনানু ইবনে মাজাহ - ১০০
  • চতুর্থ পত্র: আত তারীখুল ইসলামী ওয়া তারীখু ইলমিল হাদীস - ১০০
  • ক. টিউটোরিয়াল - ৫০
  •         খ. মৌখিক - ৫০

কামিল (স্নাতকোত্তর) হাদিস ২য় বর্ষ: সর্বমোট নম্বর- ৫০০

  • প্রথম পত্র: সহীহুল বুখারী ১ম খণ্ড - ১০০
  • দ্বিতীয় পত্র: সহীহুল বুখারী ২য় খণ্ড - ১০০
  • তৃতীয় পত্র: আস সহীহু লিমুসলিম ১ম ও ২য় খণ্ড - ১০০
  • চতুর্থ পত্র: সুনানুন নাসায়ী ওয়া উলুমুল হাদীস - ১০০
  • ক. টিউটোরিয়াল - ৫০
  •          খ. মৌখিক - ৫০

কামিল হাদীস সিলেবাস Kamil Hadith Syllabus

Join