একনজরে কিছু প্রসিদ্ধ হাদীস গ্রন্থের লেখকের নাম - Author names of some famous hadith books at a glance
একনজরে কিছু প্রসিদ্ধ হাদীস গ্রন্থের লেখকের নাম, Author names of some famous hadith books at a glance
একনজরে কিছু প্রসিদ্ধ হাদীস গ্রন্থের লেখকের নাম - Author names of some famous hadith books at a glance
একনজরে কিছু প্রসিদ্ধ হাদীস গ্রন্থের লেখকের নাম (১) সহীহ বুখারী (صحيح البخاري) তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধতম মুহাদ্দিস ইমাম আল্লামা আবূ আব্দুল্লাহ মুহাম্মাদ ইবনু ইসমাঈল আল-বুখারী (১৯৪-২৫৬হি / ৮১০-৮৭০ খৃ) সংকলিত সহীহ হাদীসের সুপরিচিত গ্রন্থ। হাদীস বিষয়ক প্রসিদ্ধতম ছয়টি গ্রন্থ “আল-কুতুবুস সিত্তা" বা “সিহাহ সিত্তা”-র প্রথম গ্রন্থ। (২) সহীহ মুসলিম (صحيح مسلم) তৃতীয় হিজরী শতকের অন্যতম প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী (২০৪-২৬১ হি/ ৮২০-৮৭৫ খৃ) সংকলিত সহীহ হাদীসের সুপরিচিত গ্রন্থ। হাদীসের ছয় গ্রন্থের দ্বিতীয় গ্রন্থ। (৩) সুনান আবূ দাউদ (سنن ابي داود) তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবূ দাউদ সুলাইমান ইবনু আশআস সিজিসতানী (২০২-২৭৫ হি/ ৮১৭- ৮৮৯ খৃ) সংকলিত হাদীস গ্রন্থ। হাদীসের প্রসিদ্ধ ছয়টি গ্রন্থের একটি। (৪) সুনান তিরমিযী (سنن الترمذي) তৃতীয় হিজরী শতকের প্রসিদ্ধ মুহাদ্দিস ইমাম আবূ ঈসা মুহাম্মাদ ইবনু ঈসা আত-তিরমিযী (২০৯-২৭৫হি / ৮২৪-৮৯২ খৃ) সংকলিত প্রসিদ্ধ হাদীস গ্রন্থ। হাদীসের প্রসিদ্ধ ছয় গ্রন্থের একটি। (৫) সুনান নাসাঈ (سنن النسائي) তৃতীয়-চতুর্থ হিজরী শতকের …