দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে - Din Rat Kadi Sudhu Nabi Ke Pete by Hafiz Maulan Waliullah Asheki

দিন রাত কান্দি শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে
Admin
Join @Abswer.com on Telegram channel

দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে - হাফিজ মাওলান ওয়ালীউল্লাহ আশেকী

-----------------------------
দিন রাত কান্দি শুধু নবীকে পেতে,
মোদের জন্য কান্দেন নবী ঐ মদিনাতে (ঐ)

আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে,
বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে,
উম্মতের মায়ায় নবী আছেন কাঁদিতে (ঐ)

আমি যাব কবরেতে কেউ তো যাবে না,
দুই তিন দিন কান্দার পরে মনে রাখবে না
উম্মতের দিওয়ানা নবী নিবেন বুকেতে (ঐ)

সবাই যখন কবরেতে রেখে চলে যায়
তার পরে আমার প্রিয় নবী এসে যায়
উম্মতের দিওয়ানা নবী আছেন কান্দিতে (ঐ)


Join