Poster - Fazil 2nd Year English Situational Writing

Poster, Fazil 2nd Year English Situational Writing
Poster - Fazil 2nd Year English Situational Writing
Poster - Fazil 2nd Year English Situational Writing আমাদের রাষ্ট্র কিংবা সমাজব্যবস্থায় প্রতিদিন নানা ধরনের ঘটনা ঘটে থাকে। এসব ঘটনার কতকগুলো আমাদের জন্য মঙ্গলজনক কিংবা সুখকর আবার কতকগুলো অমঙ্গলজনক বা উদ্বেগজনক। এই নিত্যনৈমিত্তিক ঘটনাগুলোকে কেন্দ্র করে সাধারণ জনগণের মধ্যে নির্দিষ্ট কোনো বিষয়ে ঐকমত্য সৃষ্টির লক্ষে কিংবা জনমত তৈরির জন্য পত্রিকায় প্রকাশিত বা অন্য কোথাও প্রদর্শিত বা প্রতিস্থাপিত বিজ্ঞপ্তিকে Poster বলা হয়। পোস্টারকে সাধারণত আকারে বড় এবং আঙ্গিকে আকর্ষণীয় হতে হয়। Modern post modern যুগে poster-এর ভূমিকা অনস্বীকার্য। Poster-এর কাজ হলো জনসাধারণকে যে কোনো Situational demand সম্বন্ধে জানিয়ে দেয়া। দুর্নীতি, অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা, সন্ত্রাস ইত্যাদির বিরুদ্ধে প্রতিবাদ বা প্রতিরোধ করার জন্য পোস্টারের ভূমিকা অপরিসীম। সংশ্লিষ্ট জনসাধারণ যাতে করে বিভিন্ন অনিয়ম বা অনাচারের বিরুদ্ধে সজাগ, সচেতন, সোচ্চার এবং সক্রিয় হয় তার জন্য পোস্টারের প্রচলন করা যায় সর্বত্র। পোস্টারের ভাষা তীর্যক, আদেশ-নির্দেশক, উপদেশমূলক কিন্তু সংক্ষিপ্ত এবং দ্ব্যর্থহীন হতে হবে । পোস্টার তৈরি করার প্রধান…
Join