
ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর ফলাফলে Withheld বা W আসলে করণীয়
একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এর অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস ১ম, ২য় ও ৩য় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। যে সকল পরীক্ষার্থীর ফলাফল স্থগিত (Withheld) রয়েছে, তাদের ফলাফল বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ফলাফল প্রকাশের ৪৫ (পঁয়তাল্লিশ) দিনের মধ্যে তাদের স্থগিত (Withheld) ফলাফল প্রকাশ করা হবে।
বি:দ্র: স্থগিত (Withheld) ফলাফলের জন্য কোন আবেদন করার প্রয়োজন নেই। ✓
If anyone has any objections to our content, please email us directly: abswer@yahoo.com