হাজীগন বলতো দেখি মদিনা লেগেছে কেমন? কথা: আল্লামা হাফেজ আনিসুজ্জামান আল কাদেরী | Madina Legeche Kemon - Lyric by Hafiz Mawlana Anisuzzaman Al-qadri
হাজীগণ বলোত দেখি
মদিনা লেগেছে কেমন
যেথায় মোদের নুর নবী
করেছেন শয়ন
মদিনা লেগেছে কেমন
মদিনা লেগেছে কেমন।
মদিনা লেগেছে কেমন
যেথায় মোদের নুর নবী
করেছেন শয়ন
মদিনা লেগেছে কেমন
মদিনা লেগেছে কেমন।
ছাওয়ারী ছুটেছে যখন
আগে তার পৌছেঁছে এই মন
দেখেছ গুম্বদে হাজেরা
তখন কী ঝরছিল নয়ন। ঐ
সোনালী জ্বালিতে ঘেরা
রওজা পাক সৃষ্টিতে সেরা
যেখানে বাবে জিব্রাইল
সেথায় কি ছিলে কিছুক্ষণ। ঐ
মনেকি পড়ে তোমার আজ
রিয়াজুল জান্নাহ পড়তে কি আজ
মায়াময় নবীজির শহর
ছাড়তে কি ছেয়েছিল এই মন। ঐ
কত কাল কেদেঁছে এই মন
করত চটপট যখন তখন
আজি সেই স্বপ্ন তোমার
দেখনা হয়েছে পূরণ। ঐ
Assalamu Alaikum Wa Rahmatullah
Greetings!
Provide your feedback.