দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে - মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী | Dayal Tomar Dare Arji Janai - Mohammad Salim Riyad Haqqany

দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী, Dayal Tomar Dare Arji Janani, Mohammad Salim Riyad Haqqany
Admin

 দয়াল তোমার ধারে 
মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী
----------------------------------------
▶️দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে
আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে
আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে।।

▶️আমি ঐ আগুনে সারাক্ষণ জ্বলতে চাই
যে আগুনের পরশ লেগে দোযখের আগুন নিভে যায়
তাইতো আমি ঐ আগুনে জ্বলতে চাই জীবন মরণে।।

▶️ঐ আগুন সারাক্ষণ জ্বলে যার অন্তরে
এই দুনিয়ার সবই কিছু তার পিছে ঘুরে
এই দুনিয়া লুটে পরে তাহার কদমে।।

▶️ঐ আগুনে অতীতে জ্বলেছিল যারা
নক্ষত্রের চেয়ে দামী হয়েছিল তারা
স্বর্ণাক্ষরে আছে তারা নবীর প্রেমের গগনে।।


Join