মা জননী - মুহাম্মদ ইকবাল হোসাইন কাদেরী
------------------------------পৃথিবীতে কেউ যদি বলে আমাকে
কাকে বেশি ভালোবাসো তুমি তুমি
বলবো আমি,প্রানের চেয়েও দামি
আমার মা জননী আমার মা জননী
ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি
দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি।
কাকে বেশি ভালোবাসো তুমি তুমি
বলবো আমি,প্রানের চেয়েও দামি
আমার মা জননী আমার মা জননী
ভালোবাসি ভালোবাসি বড়ই ভালোবাসি
দেখিতে মায়ের মুখ ছুটে ছুটে আসি।
দুখেরি পর দুঃখ পেলে
কোন ব্যথা লাগেনা
আমারই কাছে আছে
সুখেরই সাগর মা, সুখেরই সাগর মা
সুখে দুঃখে পাশে থেকে করে দিলে ঋণী (ঐ)
একটি কথা মনে হলে ব্যথা লাগে
আমারই মরন কি হবে মায়ের আগে
আমার আগে মায়ের মরন কেমনে গো মানি (ঐ)
If anyone has any objections to our content, please email us directly: abswer@yahoo.com