ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ১ম বর্ষ ফাজিল অনার্স শ্রেণির ভর্তি নির্দেশিকা শিক্ষাবর্ষ: ২০২২-২০২৩
(২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য)
- ক। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ফাজিল অনার্স শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদন ফরম পূরণের সচিত্র ব্যবহার বিধি জানতে বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এ ক্লিক করতে হবে।
- খ। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের শুধুমাত্র দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার ফলাফল ও বিষয় পছন্দের ভিত্তিতে প্রতিটি মাদরাসার জন্য আলাদাভাবে মেধা তালিকা প্রণয়ন করে বিষয় বরাদ্দ দেয়া হবে।
- গ। ভর্তি কার্যক্রমের বিস্তারিত সময়সূচি ও মেধা তালিকা ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এর মাধ্যমে জানা যাবে।
- ঘ। প্রাথমিক আবেদন ফরমে শিক্ষার্থীর কোন তথ্য / ছবি অসত্য, ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে তার আবেদন/ভর্তি বাতিল করার অধিকার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
- ঙ। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স, ফাজিল পাস নিয়মিত/অনিয়মিত কোর্সে বর্তমানে অধ্যয়নরত (রেজিঃ কার্ড প্রাপ্ত) কোন শিক্ষার্থী ২০২২- ২০২৩ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স শ্রেণীতে ভর্তি হতে পারবে না। তবে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিলপূর্বক ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ফাজিল অনার্স শ্রেণীতে ভর্তি হতে পারবে।
- চ। একই শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী ফাজিল অনার্সে একাধিক বিষয়ে ভর্তি হতে পারবে না। একাধিক বিষয়ে ভর্তি হলে তার ভর্তি বাতিল বলে গণ্য হবে।
১) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ১ম বর্ষ ফাজিল অনার্স শ্রেণীতে ভর্তির জন্য বিভাগ ভিত্তিক নির্ধারিত মাদরাসা, বিষয় ও আসনসংখ্যা নিম্নরূপ:
ঢাকা বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | সরকারী মাদরাসা-ই-আলিয়া, ঢাকা | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
আরবি ভাষা ও সাহিত্য | ||
০২ | দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসা, ডেমরা, ঢাকা | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
আরবি ভাষা ও সাহিত্য | ||
০৩ | কাদেরীয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা, মোহাম্মদপুর, ঢাকা | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
০৪ | শ্রীপুর ভাংনাহাটি রাহমানিয়া কামিল মাদরাসা, শ্রীপুর, গাজীপুর | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৫ | তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, যাত্রাবাড়ী, ঢাকা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ | ||
০৬ | হয়বতনগর এ.ইউ. কামিল মাদরাসা, কিশোরগঞ্জ | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৭ | টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদরাসা, টাঙ্গাইল | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৮ | গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসা, গোপালপুর, টাঙ্গাইল | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৯ | গোপালগঞ্জ ছালেহিয়া কামিল মাদরাসা, গোপালগঞ্জ | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
১০ | শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসা, ধামরাই, ঢাকা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
১১ | ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসা, ভাংগা, ফরিদপুর | ইসলামের ইতিহাস ও সংস্কৃত |
১২ | তামীরুল মিল্লাত কামিল মাদরাসা, টঙ্গী, গাজীপুর | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি |
চট্টগ্রাম বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা, পাঁচলাইশ, চট্টগ্রাম | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
০২ | রাঙ্গুনীয়া আলমশাহপাড়া কামিল মাদরাসা, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ | ||
আরবি ভাষা ও সাহিত্য | ||
০৩ | কাগতিয়া এশাতুল উলুম কামিল মাদরাসা, রাউজান, চট্টগ্রাম | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৪ | চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসা, পাহাড়তলী, চট্টগ্রাম | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৫ | দারুল উলুম কামিল মাদরাসা, চট্টগ্রাম | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৬ | ছিপাতলী জামেয়া গাউছিয়া মূঈনীয়া কামিল মাদরাসা, হাটহাজারী, চট্টগ্রাম | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৭ | ইসলামিয়া মহিলা কামিল মাদরাসা, কক্সবাজার | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৮ | কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদরাসা, কক্সবাজার | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৯ | ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসা, ফরিদগঞ্জ, চাঁদপুর | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
১০ | ছোবহানিয়া কামিল মাদরাসা, পাথরঘাটা, চট্টগ্রাম | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
১১ | রায়পুর কামিল মাদরাসা, রায়পুর, লক্ষীপুর | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
১২ | চুনতী হাকিমিয়া কামিল মাদরাসা, লোহাগাড়া, চট্টগ্রাম | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
১৩ | বাইতুশ শরফ আদর্শ কামিল মাদরাসা, ডবলমুরিং, চট্টগ্রাম | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
১৪ | শাহচান্দ আউলিয়া কামিল মাদরাসা, পটিয়া, চট্টগ্রাম | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
১৫ | ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসা, কুমিল্লা | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
১৬ | ফেনী আলিয়া মাদরাসা, ফেনী | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
১৭ | নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা, নোয়াখালী | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
১৮ | নোয়াখালী কারামতিয়া কামিল মাদরাসা, নোয়াখালী | দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ |
১৯ | কক্সবাজার হাশেমিয়া কামিল মাদরাসা, কক্সবাজার | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
২০ | লক্ষীপুর দারুল উলুম কামিল মাদরাসা, লক্ষীপুর | দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ |
২১ | আয়েশা (রাঃ) মহিলা কামিল মাদরাসা, লক্ষ্মীপুর | ইসলামের ইতিহাস ও সংস্কৃত |
২২ | মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া কামিল মাদরাসা, নাঙ্গলকোট, কুমিল্লা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
২৩ | দৌলতগঞ্জ গাজীমুরা কামিল মাদরাসা, লাকসাম, কুমিল্লা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
২৪ | গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সাতকানিয়া, চট্টগ্রাম | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
২৫ | পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সদর দক্ষিণ, কুমিল্লা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
২৬ | ভোলদিঘী কামিল মাদরাসা, শাহ্রাস্তি, চাঁদপুর | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
রাজশাহী বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | মদিনাতুল উলুম কামিল মাদরাসা, বোয়ালিয়া, রাজশাহী | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০২ | নামাজগড় গাউসুল আজম কামিল মাদরাসা, নওগাঁ | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
আরবি ভাষা ও সাহিত্য | ||
০৩ | পাবনা কামিল মাদরাসা, পাবনা | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৪ | জয়পুরহাট সিদ্দিকীয়া কামিল মাদরাসা, জয়পুরহাট | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৫ | উল্লাপাড়া কামিল মাদরাসা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৬ | চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসা, চাঁপাইনবাবগঞ্জ | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৭ | মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদরাসা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৮ | সরকারী মুস্তফাবিয়া আলিয়া মাদরাসা, বগুড়া | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
আরবি ভাষা ও সাহিত্য | ||
০৯ | আল মাদরাসাতুল জমহুরিয়া কামিল মাদরাসা, নাটোর | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
১০ | বোয়ালমারী কামিল মাদরাসা, সাঁথিয়া, পাবনা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
১১ | হাতিয়র বহুমুখী কামিল মাদরাসা, কালাই, জয়পুরহাট | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
খুলনা বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | খুলনা কামিল মাদরাসা, খুলনা | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
০২ | কুওয়াতুল ইসলাম কামিল মাদরাসা, কুষ্টিয়া | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৩ | মাগুরা ছিদ্দিকীয়া কামিল মাদরাসা, মাগুরা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৪ | ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদরাসা, ঝিনাইদহ | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আরবি ভাষা ও সাহিত্য | ||
০৫ | যশোর আমিনিয়া কামিল মাদরাসা, যশোর | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৬ | বাগেরহাট কামিল মাদরাসা, বাগেরহাট | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
বরিশাল বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | ঝালকাঠী এন.এস. কামিল মাদরাসা, ঝালকাঠী | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০২ | বাঘিয়া আল আমিন কামিল মাদরাসা, বরিশাল | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৩ | ভোলা দারুল হাদীস কামিল মাদরাসা, ভোলা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৪ | চরমোনাই আহছানাবাদ রশীদিয়া কামিল মাদরাসা, বরিশাল | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৫ | করুনা মোকামিয়া কামিল মাদরাসা, বেতাগী, বরগুনা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৬ | আল-গায্যালী ইসলামিয়া কামিল মাদরাসা, ভান্ডারিয়া, পিরোজপুর | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৭ | বরগুনা দারুল উলুম নেছারিয়া কামিল মাদরাসা, বরগুনা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৮ | বেগম শেখ ফজিলাতুন্নেসা মহিলা কামিল মাদরাসা, মঠবাড়িয়া, পিরোজপুর | দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৯ | চরফ্যাশন কারামতিয়া কামিল মাদরাসা, চরফ্যাশন, ভোলা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
১০ | করিমজান মহিলা কামিল মাদরাসা, চরফ্যাশন, ভোলা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
সিলেট বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | সরকারী আলিয়া মাদরাসা, সিলেট | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ | ||
আরবি ভাষা ও সাহিত্য | ||
০২ | বাদে দেওরাইল ফুলতলী কামিল মাদরাসা, জকিগঞ্জ, সিলেট | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৩ | হযরত শাহ্জালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা, সিলেট | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৪ | হবিগঞ্জ দারুচ্ছুন্নাত কামিল মাদরাসা, হবিগঞ্জ | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৫ | শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, সিলেট | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৬ | মৌলভীবাজার টাউন সিনিয়র কামিল মাদরাসা, মৌলভীবাজার | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৭ | সৎপুর কামিল মাদরাসা, বিশ্বনাথ, সিলেট | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৮ | বিয়ানীবাজার কামিল মাদরাসা, বিয়ানীবাজার, সিলেট | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৯ | জামেয়া রাহমানিয়া তায়ীদুল ইসলাম ফতেহপুর কামিল মাদরাসা, সিলেট | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
১০ | শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদরাসা,শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
রংপুর বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম কামিল মাদরাসা, রংপুর | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
০২ | ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসা, পার্বতীপুর, দিনাজপুর | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৩ | কুড়িগ্রাম আলিয়া মাদরাসা, কুড়িগ্রাম | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৪ | সোনাখুলী মুন্সিপাড়া কামিল মাদরাসা, সৈয়দপুর, নীলফামারী | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৫ | সালন্দর ইসলামিয়া কামিল মাদরাসা, ঠাকুরগাঁও | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ময়মনসিংহ বিভাগের ফাযিল (অনার্স) ভূক্ত সকল মাদ্রাসার তালিকা
ক্র. | মাদ্রাসার নাম ও ঠিকানা | বিষয়ের নাম |
---|---|---|
০১ | এন, আকন্দ কামিল মাদরাসা, নেত্রকোনা | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০২ | দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা, দেওয়ানগঞ্জ, জামালপুর | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৩ | মোমেনশাহী ডিএস কামিল মাদরাসা, ময়মনসিংহ | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ | ||
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি | ||
০৪ | মুক্তাগাছা আব্বাছিয়া কামিল মাদরাসা, মুক্তাগাছা, ময়মনসিংহ | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
০৫ | বেলটিয়া কামিল মাদরাসা, জামালপুর | আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ |
০৬ | মালঞ্চ আল-আমিন জমিরিয়া কামিল মাদরাসা, মেলান্দহ, জামালপুর | আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ |
২) ফাজিল (অনার্স) শ্রেণীতে নির্বাচিত বিষয় সমূহে ভর্তির যোগ্যতাঃ
উত্তীর্ণ পরীক্ষার নাম | শিক্ষা বোর্ড/বিশ্ববিদ্যালয় | উত্তীর্ণ পরীক্ষায় ন্যূনতম যোগ্যতা (৪র্থ বিষয়সহ) |
---|---|---|
দাখিল/সমমান * * ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য | বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড | দাখিল/ সমমান ও আলিম/ সমমান পরীক্ষায় প্রতিটিতে অন্যুন জিপিএ ২.০০ সহ মোট জিপিএ ৫.০০ |
আলিম/সমমান *বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের এইচ এস সি/সমমান কোর্সসমূহ: ১। এইচ এস সি (ভোকেশনাল) ২। এইচ এস সি (বিজনেস ম্যানেজম্যান্ট) ৩। ডিপ্লোমা-ইন-কমার্স | বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড/ অন্যান্য শিক্ষা বোর্ড/ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় |
২.১) দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান এ দুটি পরীক্ষায় মোট ৫.০০ জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা ২০২১-২022 শিক্ষাবর্ষের ফাজিল অনাস ১ম বর্ষে আবেদন করতে পারবে। তবে কোন পরীক্ষায় (দাখিল/সমমান ও আলিম/সমমান) ২.০০ এর কম জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না।
২.২) উল্লেখ্য ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে ভর্তির ক্ষেত্রে এসএসসি/সমমান ও এইচ এস সি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাও আবেদন করতে পারবে।
৩) অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পুরণ ও করণীয়ঃ
ফরম পূরণের ধাপসমূহ | করণীয় (আবেদনকারীর জন্য প্রযোজ্য) |
---|---|
ধাপ-১ : (আবেদনকারীর তথ্য ইনপুট) | আবেদনকারীকে ২৪.০৫.২০২৩ হতে ২৮.০৬.২০২৩ তারিখের মধ্যে অনার্স ভর্তি সংক্রান্ত নির্ধারিত লিংক admission.iau.edu.bd এ গিয়ে প্রদর্শিত তথ্য ছকে দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর প্রদান করতে হবে। যথাযথভাবে রেজিস্ট্রেশন নম্বর প্রদান করা হলে আবেদনকারীর অনলাইনে সংরক্ষিত ডাটাবেজের মাধ্যমে নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং দাখিল / সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার ফলাফলের তথ্য প্রদর্শিত হবে। আবেদনকারীর ছবি, স্বাক্ষর, ঠিকানা, মোবাইল নম্বর ও ই- মেইল আইডি সঠিকভাবে ছকে এন্ট্রি দিতে হবে। প্রার্থীর পাসপোর্ট আকারে সম্প্রতি তোলা রঙ্গিন ছবি Scan করে আপলোড করতে হবে। ছবির মাপ ৩০০x৩০০ Pixels, Image Type- jpg এবং maximum file size- 100kb হতে হবে। আবেদনকারী শিক্ষার্থীর স্বাক্ষর Scan করে আপলোড করতে হবে। স্বাক্ষরের স্ক্যান কপির মাপ ৩০০x৮০ Pixels, Image Type-jpg এবং maximum file size- 60kb হতে হবে। আবেদনকারীর ছবি ও স্বাক্ষর ব্যতীত অন্য কোন ছবি/স্বাক্ষর আবেদন ফরমে আপলোড করা হলে ঐ প্রার্থীর ভর্তি বাতিল করার অধিকার ইআবি কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। |
ধাপ-২: (মাদরাসা ও বিষয় নির্বাচন) | এ পর্যায়ে আবেদনকারী সংশ্লিষ্ট সকল অনার্স মাদরাসার নাম ও ঠিকানা দেখতে পাবেন আবেদনকারী উক্ত মাদরাসার তালিকা থেকে একটি মাদরাসা নির্বাচন করবে। মাদরাসা নির্বাচনের পর উক্ত মাদরাসার বিষয়সমূহ হতে তার পছন্দের বিষয়ের ক্রম নির্বাচন করতে হবে। এখানে আবেদনকারীর সবচেয়ে পছন্দের বিষয় শীর্ষে বা প্রথমে থাকবে। এরপর দ্বিতীয় পছন্দের বিষয় এবং অনুরূপভাবে পরবর্তী পছন্দের বিষয় থাকবে । অপেক্ষমান তালিকার আবেদনকারীরা মাদরাসার আসন শূন্য থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত সময়ে প্রয়োজনে ২য় ও ৩য় বার পুণরায় মাদরাসা ও বিষয়ের পছন্দক্রম নির্বাচন করতে পারবে। |
ধাপ-৩: (আবেদন প্রক্রিয়া সম্পন্ন ও সংশ্লিষ্ট মাদরাসায় কাগজপত্র জমা প্রদান) | ১ম এবং ২য় ধাপ পূরণের পর আবেদনকারী একটি ইউনিক আইডি পাবে। উক্ত ইউনিক আইডির মাধ্যমে আবেদনকারী একটি আবেদন নিশ্চিতকরণ স্লিপ দেখতে পাবে এবং সংরক্ষণের জন্য উক্ত স্লিপ ডাউনলোড করে প্রিন্ট করে নিবে। আবেদনকারী শিক্ষার্থী অনলাইনে পূরণকৃত আবেদন নিশ্চিতকরণ স্লিপের সাথে দাখিল/সমমান (প্রযোজ্য ক্ষেত্রে) ও আলিম/সমমান পরীক্ষার সত্যায়িত নম্বরপত্র, রেজিস্ট্রেশন কার্ডের সত্যায়িত কপি ও আবেদন ফরম ফি বাবদ ৩৫০/- (তিনশত পঞ্চাশ) টাকা তার পূরণকৃত আবেদনের পছন্দের মাদরাসায় ০৬.০৭.২০২৩ তারিখের মধ্যে জমা দিবে। সংশ্লিষ্ট প্রাথমিক আবেদন ফরমটির দ্বিতীয় অংশ মাদরাসার অধ্যক্ষ/দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের স্বাক্ষর ও সীলসহ প্রার্থীকে ফেরত দিবে। ২য় ও ৩য় মেধা তালিকায় ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থী তার প্রথম পছন্দকৃত মাদরাসা হতে রিলিজ স্লিপ ও তার জমাকৃত কাগজপত্র সংগ্রহ করে ভর্তিচ্ছু মাদরাসায় জমা প্রদানের মাধ্যমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। |