আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

عَرفِ الْحَرفَ ثُمَّ بَيِّنْ وَجْهَ تَسْمِيَتِه - হরফ এর পরিচয় দাও। এর নামকরণের কারণ বর্ণনা কর | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

عَرفِ الْحَرفَ ثُمَّ بَيِّنْ وَجْهَ تَسْمِيَتِه - হরফ এর পরিচয় দাও। এর নামকরণের কারণ বর্ণনা কর | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Cla
Join our Telegram Channel!
عَرفِ الْحَرفَ ثُمَّ بَيِّنْ وَجْهَ تَسْمِيَتِه - হরফ এর পরিচয় দাও। এর নামকরণের কারণ বর্ণনা কর | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

(toc)

 السؤال  : عَرفِ الْحَرفَ ثُمَّ بَيِّنْ وَجْهَ تَسْمِيَتِه- 

 اَلْإِجَابَةُ : 

الْمُقَدَّمَةُ : 

إِنَّ الْحُرفَ جُزءٍ مُهم فِى الْقَوَاعِدِ الْعَرَبِيَّةِ، وَلِلْحَرفِ دُور مُهِمَّ فِى تَرْكِيبِ الْكَلِمَةِ بَعْضُهَا مَعَ بَعْضٍ، يُذْكَرُ فِي التَّالِي
تعريف الْحَرْفِ وَوَجْهُ تَسْمِيَتِه- 


تَعْرِيفُ الْحَرْفِ : 

أ. المعنى لغة : 

الحرف لفظ مفرد، جمعه احرف وحروف لَفَظَ وَحُرُوفُ، مَعْنَاهُ :
١- الطَّرْفُ، ٢- الْجَانِبُ، ٣ الْحَد.

ب. التعريف اصطلاحا :

١ -قَالَ صَاحِبُ هِدَايَةِ النَّحْوِ : اَلْحَرْفُ كَلِمَةً لَا تَدُلُّ عَلى مَعْنَى فِى نَفْسِهَا بَلْ تَدُلُّ عَلَى مَعْنَى فِى غَيْرهَا- 
۲ - قَالَ صَاحِبُ مُذَكَرَات فِى النَّحْو والصَّرْفِ : هُوَ مَا دَلَّ عَلَى مَعْنَى فِي غَيْرِه -
٣ - قَالَ صَاحِبُ شَرح ابْنِ عَقِيل : الْكَلِمَةُ إِنْ لَمْ تَدُلُّ عَلَى مَعْنَى فِي نَفْسِهَا بَلْ فِى غَيْرِهَا فَهِيَ الْحَرْفَ- 
الْمَثَالُ : مِنْ إلى، في.


وَجْهُ تَسْمِيَةِ الْحَرفِ :  

مَعْنَى الْحَرْفِ الطَّرْفُ، وَقَدْ سُمِّيَ الْحَرْفُ حَرْفًا لوقوعه في الكلام  طرفا من حيث الدرجة والاهمية بالنسبة إلى الاسم والفعل- 


الْخَاتِمَةُ :

إِنَّ الْحَرْفَ يَقَعُ فِى طَرْفِ الكَلامِ. وَهُوَ يَلْعب دورًا هَامَّا فِى ربط الالفاظ بِالْأُخْرَى وَاِتِّمَامِ الْجُمْلَةِ- 

প্রশ্ন : حَرفَ -এর পরিচয় দাও। অতঃপর এর নামকরণের কারণ বর্ণনা কর।

উত্তর:

উপস্থাপনা : 

আরবি ব্যাকরণেحَرفَ এর একটি গুরুত্বপূর্ণ অংশ। এক শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক স্থাপনে হরফের ভূমিকা অপরিসীম। নিম্নে  حَرفَ -এর পরিচয় ও নামকরণ সম্বন্ধে আলোকপাত করা হলো।

حَرفَ - এর পরিচয় :

ক. আভিধানিক অর্থ :

حَرفَ শব্দটি একবচন, বহুবচনে احرف ও حُرُوفُ এর অর্থ- ১. الطَّرْفُ তথা প্রান্ত, ২.  الْجَانِبُ তথা পার্শ্ব, ৩. الْحَد তথা সীমানা । 

খ. পারিভাষিক সংজ্ঞা :

১.  هِدَايَةِ النَّحْو গ্রন্থকার বলেন- اَلْحَرْفُ كَلِمَةً لَا تَدُلُّ عَلى مَعْنَى فِى نَفْسِهَا بَلْ تَدُلُّ عَلَى مَعْنَى فِى غَيْرهَا
অর্থাৎ, حَرْفُ এমন শব্দ, যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না; বরং অন্যের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে ।
২. مُذَكَرَات فِى النَّحْو والصَّرْفِ এ গ্রন্থকার বলেন- هُوَ مَا دَلَّ عَلَى مَعْنَى فِي غَيْرِه
অর্থাৎ, অন্য কোনো শব্দের সাথে মিলিত হয়ে যে শব্দ নিজ অর্থ প্রকাশ করে, তাকে حَرْفُ বলে ।
৩.  شَرح ابْنِ عَقِيل - গ্রন্থকার বলেন- الْكَلِمَةُ إِنْ لَمْ تَدُلُّ عَلَى مَعْنَى فِي نَفْسِهَا بَلْ فِى غَيْرِهَا فَهِيَ الْحَرْفَ
অর্থাৎ, كَلِمَةُ যদি নিজ অর্থ নিজে প্রকাশ করতে না পারে; বরং অন্যের সাথে যুক্ত হয়ে নিজের অর্থ প্রকাশ করে, তাহলে তাকে  حَرْفُ বলে । উদাহরণ : مِنْ إلى، في

حَرْفُ - এর নামকরণের কারণ :

 حَرْفُ শব্দটির অর্থ- طَّرْفُ তথা প্রান্ত। حَرْفُ যেহেতু  اسم ও فعل এর তুলনায় মর্যাদা ও গুরুত্বের দিক থেকে বাক্যের প্রান্তে অবস্থান করে, তাই তাকে  حَرْفُনামে অভিহিত করা হয়েছে।

উপসংহার :

حَرْفُ বাক্যের প্রান্তে অবস্থান করে। তবে এটি বিভিন্ন শব্দের মাঝে সম্পর্ক তৈরি করতে ও বাক্যকে পূর্ণ করতে বড় ভূমিকা পালন করে ৷


Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.