আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

عَرفِ الفِعْلَ ثُمَّ بَيِّنْ عَلَامَانَهُ مُفَصَّلاً - ত্রিয়া এর পরিচয় দাও। এর চিহ্নসমূহ বিস্তারিত বর্ণনা কর | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

عَرفِ الفِعْلَ ثُمَّ بَيِّنْ عَلَامَانَهُ مُفَصَّلاً - ত্রিয়া এর পরিচয় দাও। এর চিহ্নসমূহ বিস্তারিত বর্ণনা কর | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বি
Join our Telegram Channel!
عَرفِ الفِعْلَ ثُمَّ بَيِّنْ عَلَامَانَهُ مُفَصَّلاً - ত্রিয়া এর পরিচয় দাও। এর চিহ্নসমূহ বিস্তারিত বর্ণনা কর | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

(toc)

 السؤال: عَرفِ الفِعْلَ ثُمَّ بَيِّنْ عَلَامَانَهُ مُفَصَّلاً- 

الإجابة: 


الْمُقَدَّمَةُ : 

الْفِعْلُ مَوْضُوعَ مُهم فِى الْقَوَاعِدِ الْعَرَبِيَّةِ. وَهُوَ مِنْ اهَمَ أَقْسَامِ الْكَلِمَةِ. سَاَذْكُرُ تَعْرِيفَ الْفِعْلِ وَعَلَامَاتَهُ مُفَصَّلًا فِي التَالِي -

ا- المعنى لغة :

الفعل لفظ مُفْرَد، جَمْعُهُ : أَفْعَالُ وفَعَالُ، مَعْنَاهُ : الْعَمَلُ كَمَا جَاءَ فِي الْقُرْآنِ : وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فَعَلَ الْخَيْرَاتِ".

ب ـ التعريف اصطلاحا :

١- قَالَ صَاحِبُ هِدَايَةِ النَّحْوِ : الْفِعْلُ كَلِمَةَ تدل عَلَى مَعْنَى فِى نفْسِهَا دَلَالَةٌ مُقْتَرِنَةٌ بِزَمَانِ ذَلِكَ الْمَعْنَى.
٢ - قَالَ صَاحِبُ مَبَادِئَ العَرَبِيَّةِ : هُو لفظ يَدُلُّ عَلَى حَالَةٍ أَوْ حَدَثٍ فِي الزَمَنِ الْمَاضِي أَوِ الْحَاضِر أَوِ الْمُسْتَقْبِلِ.
٣- قَالَ صَاحِبُ شَرح شذور الذَّهَبِ : هُوَ مَا دَل عَلَى مَعْنَى فِي نَفْسِهِ مُقْتَرن بِأَحَدِ الْأَزْمِنَةِ الثَّلَاثَةِ. 
المِثالُ : كَتَب يَكْتُبُ، اكتب.

علامات الفعل :

الْفِعْلِ عَلَامَاتُ يُعرفُ بهَا، إِذَا اتَّصَلَتْ مِنْهَا عَلَامَةٌ وَاحِدَةً أو أكثرَ بِأَيِّ لَفْظِ عَيْن كَونَهُ فعلاً. وَهِيَ فِي العَالِي :
١ - صحة الاخبار بِهِ مِثْلُ : لَعِبَ عِمْرَانُ .
٢- دُخُولُ قَدْ مِثلُ : قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ .
٣-  دخول السين، مثل : سيقول السفهاء.
٤- دخول سوف، مثل: سوف تعلمون.
٥- دخولُ الحَرفِ الْجَازِمِ، مِثْلُ : لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ.
٦- التَّصَرُّف إلى الْمَاضِى، مِثْلُ : عَلِم.
٧ - التصرف إلى الْمُضَارِع، مِثْلُ : يَعْلَمُ.
٨- التصرف إِلَى الْأَمْرِ مِثْلُ : اِعْلَمْ. 
۹ - التصرف اِلَى النَّهْيِ مِثْلُ : لَا تَعْلَم.
١٠- اِتِّصَالُ الضَّمَائِرِ الْبَارِزَةِ الْمَرْفُوعَةِ، مِثلَ : عَلِمتُ.
١١- اتصال التاءِ السَّاكِنَةِ، مِثلُ : فَهمت .
١٢- اِتِّصَالُ تَاءِ الْمُخَاطَبَةِ، مِثْلُ : نَصَرت.
١٣ - اِتِّصَالُ نَوْنَى التَّاكِيدِ، مِثْلُ : لَنَفَعَلَنَّ.

 الْخَاتِمَةُ :

إِنَّ الْفِعْلَ مِنْ أَهَمَ اَقْسَامِ الْكَلِمَةِ موضوع مهم فى علم النحو، وَهُذَا الْفِعْلُ يُعْرَفُ بِالْعَلَامَاتِ الْمَذْكُورة.

প্রশ্ন: فِعْلَ এর পরিচয় দাও। অতঃপর এর চিহ্নসমূহ বিস্তারিত বর্ণনা কর ।

উত্তর:

উপস্থাপনা :

আরবি ব্যাকরণে  فِعْلَ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি  كَلِمَةِএর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকার । নিম্নে     فِعْلَ-এর পরিচয় ও তার চিহ্নসমূহ বিস্তারিত উপস্থাপন করা হলো ।

فِعْلَ-এর পরিচয় :

ক. আভিধানিক অর্থ : 

 فِعْلَশব্দটি একবচন, বহুবচনে أَفْعَالُ ও  فَعَالُএর অর্থ الْعَمَلُ তথা কাজ । যেমন কুরআনে এসেছে وحَيْنَا إِلَيْهِمْ فِعْل الْخَيْرَات وا

খ. পারিভাষিক সংজ্ঞা :

১. هِدَايَةِ النَّحْوِ, গ্রন্থকার বলেন-  الْفِعْلُ كَلِمَةً تَدُلُّ عَلَى مَعْنَى فِى نَفْسِهَا دَلَالَةٌ مُقْتَرِنَةٌ بِزَمَان ذَلِكَ الْمَعْنَى 
অর্থাৎ, فِعْلُ এমন শব্দ, যা নিজেই নিজের অর্থ প্রকাশ করে ঐ অর্থের কালের সাথে সম্পৃক্ত হয়ে।
২. مَبَادِئَ العَرَبِيَّةِ  গ্রন্থকার বলেন- هُو لفظ يَدُلُّ عَلَى حَالَةٍ أَوْ حَدَثٍ فِي  الزَمَنِ الْمَاضِي أَوِ الْحَاضِر أَوِ الْمُسْتَقْبِلِ
অর্থাৎ, فِعْلُ , এমন শব্দ যা অতীত, বর্তমান বা ভবিষ্যৎকালের কোনো অবস্থা বা ঘটনা বোঝায় ৷
৩.  شَرح شذور الذَّهَبِ গ্রন্থকার বলেন- هُوَ مَا دَل عَلَى مَعْنَى فِي نَفْسِهِ مُقْتَرن بِأَحَدِ الْأَزْمِنَةِ الثَّلَاثَةِ
অর্থাৎ, যে শব্দ নিজেই নিজের এমন অর্থ বুঝায় যা তিন কালের কোনো একটির সাথে সম্পৃক্ত, তাকে فِعْلُ বলে ।
উদাহরণ :  كَتَب (সে লিখেছে),  يَكْتُبُ (সে লিখছে/লিখবে), اكتب (তুমি লিখ) ।

فِعْلُ - এর চিহ্নসমূহ :

فِعْلُ -এর এমন কতিপয় চিহ্ন রয়েছে, যেগুলো দ্বারা فِعْلُ -কে চেনা যায়। যদি কোনো শব্দের সাথে এক বা একাধিক চিহ্ন যুক্ত হয়, তাহলে শব্দটির فِعْلُ হওয়া নির্দিষ্ট হয় । নিম্নে সেগুলো তুলে ধরা হলো-

১. শব্দটি দ্বারা সংবাদ প্রদান শুদ্ধ হওয়া। যেমন-  لَعِبَ عِمْرَانُ 
২. শুরুতে  قَدْ যুক্ত হওয়া। যেমন- قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
৩. শুরুতে سين যুক্ত হওয়া। যেমন- سيقول السفهاء 
৪. শুরুতে سوف যুক্ত হওয়া। যেমন- سوف تعلمون
৫. শুরুতে জযম প্রদানকারী হরফ আসা। যেমন- لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ .
৬. مَاضِى  -এর সীগায় রূপান্তরিত হওয়া। যেমন- عَلِم  
৭. مُضَارِع এর সীগায় রূপান্তরিত হওয়া। যেমন-  يَعْلَمُ
৮. امْر  -এর সীগায় রূপান্তরিত হওয়া। যেমন-  اِعْلَمْ
৯. نَّهْيِ  এ-এর সীগায় রূপান্তরিত হওয়া। যেমন-  لَا تَعْلَم
১০. ضَّمَائِرِ بَارِزَةِ ْمَرْفُوعَةِ এ যুক্ত হওয়া। যেমন- عَلِمتُ
১১. সুকূনবিশিষ্ট تا  যুক্ত হওয়া। যেমন- فَهمت
১২. مُخَاطَبَةِ  تاءযুক্ত হওয়া। যেমন- نَصَرت 
১৩. তাকিদবাচক نَوْنَ যুক্ত হওয়া। যেমন- لَنَفَعَلَنَّ

উপসংহার :

কালেমার গুরুত্বপূর্ণ একটি প্রকার এবং নাহুশাস্ত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর এ :)-কে উল্লিখিত চিহ্নসমূহের মাধ্যমে চেনা যায় ।


Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.