আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

সফলতা এবং উচ্চশিক্ষা - Success and higher education

সফলতা এবং উচ্চশিক্ষা - Success and higher education
Join Telegram for New Books
সফলতা এবং উচ্চশিক্ষা - Success and higher education


উচ্চশিক্ষাকে আপাততঃ এক অচেনা নতুন জগতের মতো বলে মনে হয়। এ যেন এক অচিন্তনীয় প্রত্যাহ্বান। আমরা তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি- এর (উচ্চশিক্ষা) থেকে কী করে সবচে' বেশি আদায় করে নিতে পারি তাই নিয়ে ভাববার জন্যে কিছুটা সময় ব্যয় করো। এই অনুশীলনটি মাধ্যমিক শিক্ষা শেষ করে অধ্যয়নের নতুন বিষয় যারা অনুসন্ধান করছে তাদেরই কথা মনে রেখে সাজানো হয়েছে। স্কুল পর্যায়ে যদি এ নিয়ে সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে, তবে প্রথম বার্ষিক প্রারম্ভিকাতেই (Orientation) এর কিছু উত্তর পাওয়া যাবে। এই অনুশীলনীটি ব্যবহার করে মনে একটা 'বৃহৎ চিত্র' কল্পনা করে নিয়ে তার মধ্যে দিয়ে হাতে-কলমে কাজ শুরু করো। তৈরি? আমরা ক'টি মৌলিক প্রশ্ন দিয়ে শুরু করি এসো।

 খন্ড-১

ব্যক্তিগত লক্ষ্যগুলো

এই অংশে তোমার ব্যক্তিগত শৈক্ষিক লক্ষ্যগুলো বিবেচনা করো। SMART এই সংক্ষিপ্তকৃত শব্দটি অনুসরণ করো। Specific ( নির্দিষ্ট), Measurable (পরিমাপ যোগ্য), Attainable (আয়তৃযোগ্য),Rewarding (পরিতৃপ্তি দায়ক), Timely (সময় সাপেক্ষ)।বেশি উপার্জন

তোমার লক্ষ্য কী? তোমার জন্যে সবচে' গুরুত্বপূর্ণ কথাটি বেছে নাও। বেশি মনোগ্রাহী কেরিয়ার বিকল্পগুলো মুক্ত কলার শিক্ষা জগতের সম্পর্কে অধিক জ্ঞান আহরণ করা অধিক সমালোচনাত্মক চিন্তার সামর্থ্য অর্জন আত্মবিশ্বাস এবং আন্তঃব্যক্তিক দক্ষতাগুলোর অগ্রগতি পাঠ্যক্রম বহির্ভূত কাজগুলো/খেলাধুলা উচ্চতর ডিগ্রীর লাভের দিকে অগ্রসরণ

 খন্ড ২

শেখার সম্পর্কে তোমার অভিজ্ঞতা এবং প্রস্তুতি। তোমার সফলতার কিছু কারণ বেছে বের করি এসোঃ

১) তুমি নিজেকে কলেজের জন্যে প্রস্তুত করতে কোন তিনটা কাজ করে শেষ করেছো?

২) তুমি সবচে' বেশি অধ্যয়নের কোন ক্ষেত্রটি উপভোগ কর?

৩) সেই ক্ষেত্রটি নিয়ে অধ্যয়ন করতে গিয়ে, কিসে একে অধ্যয়নে অন্য বিষয়ের থেকে সরিয়ে তোমার অধ্যয়নের কাজটিকে এক নিরানন্দময় কর্তব্যকর্ম হবার থেকে রক্ষা করে?

৪) এমন একটা সফল রণনীতিকে তুমি অন্য ক্ষেত্রগুলোতে কীভাবে প্রয়োগ করবে?

খন্ড ৩

সফলতার শর্তগুলো।

উচ্চ শিক্ষাতে সফল হবার জন্যে তোমার কি পরিস্থিতি অনুকূল বলে মনে হয়?

১) কোন তিনটা এলাকায় তোমাকে সবচে' বেশি প্রত্যাহ্বানের মুখোমুখী হতে হবে বলে মনে হয়?

২) তোমার লেখাপড়া সম্পন্ন করতে যে আত্মোৎসর্গের দরকার হবে কোন পরিস্থিতি তাকে বিঘ্নিত করতে পারে?

খন্ড ৪

 সফলতার সহায়ক উপকরণগুলোঃ

 এই অংশে তুমি বিবেচনা করো- সফলতার জন্যে কিসে তোমাকে সাহায্য করতে পারে।

১) স্কুলে বা কলেজে তিনটা উৎস বা তিনজন ব্যক্তিকে শনাক্ত করো যারা তোমাকে সাহায্য করতে পার।

২) স্কুলে বা কলেজের বাইরে তিনটা উৎস বা তিনজন ব্যক্তিকে শনাক্ত করো যারা তোমাকে সাহায্য করতে পার।

৩) যদি তোমার জন্যে কাজগুলো বেশি কঠিন হয়ে পড়ে সেক্ষেত্রে দরকার পড়লে, তুমি কোন বিকল্প বেছে নেবে?

তোমার পরিকল্পনা

নিচের প্রতিটি বিষয় /সূচীর জন্যে একটা করে সারাংশ বক্তব্য বা একটা বাক্য বসাও। এই নিয়ে পরে আরো বিস্তৃত বলা হবে।

১) তোমার অভিজ্ঞতার থেকে তিনটা 'পদক্ষেপ' তালিকাভূক্ত করো যেগুলো তোমার স্কুলের বা কলেজের সাফল্যে তোমাকে সাহায্য করবে বলে তুমি ভাব।

২) কোনটি প্রথম বা সবচে' গুরুত্বপূর্ণ?

৩) লেখাপড়ার জন্যে সময় নিরূপণ করতে গিয়ে কোন রণনীতিটা তুমি ব্যবহার করবে?

৪) নিয়ন্ত্রণ বা আত্ম-নিয়মানুবর্তীতার জন্যে অন্য কোন অনুশীলনপদ্ধতি তুমি তোমার জন্যে ব্যবহার করবে?

৫) মানসিক চাপের সঙ্গে মোকাবিলা করতে/ মুখামুখি হতে তুমি একতা রণনীতির নাম বলো।

৬) এই পদ্ধতিতে সফল হলে কী ধরণের পুরষ্কার তুমি আশা করবে? এই লক্ষ্যগুলো সম্পর্কে একটি নির্দিষ্ট ব্যক্তিগত মন্তব্য যোগ করো।


Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.
A+
A-