আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

পবিত্র মেরাজ রজনীর আমলসমূহ - Acts of the holy Meraj Rajni

পবিত্র মেরাজ রজনীর আমলসমূহ - Acts of the holy Meraj Rajni
Join Telegram for More Books
পবিত্র মেরাজ রজনীর আমলসমূহ - Acts of the holy Meraj Rajni

পবিত্র মে'রাজ রজনীর আমলসমূহ

১। পবিত্র মে'রাজ রজনীতে নামাযে এশার পর চার রাকাত করে বার (১২) রাকাত নফল নামায পড়িবেন। ১ম চার রাকাতে সূরা ফাতেহার সাথে ৩বার সূরা ক্বদর পড়িবেন। সালাম ফেরানোর পরে বসে বসে ৭০বার “লা- ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হক্ককুল মুবিন” পড়িবেন। ২য় চার রাকাতের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে ৩বার সূরা নছর (ইযাজা নছরুল্লাহি ওয়াল ফাত্হ) পড়িবেন। সালাম ফেরানোর পর ৭০বার "লা-ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হক্ককুল মুবিন” পড়িবেন। ৩য় চার রাকাতের প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে ৩বার সূরা ইখলাছ পড়িবেন। সালাম ফেরানোর পরে সত্তর বার সূরা আলাম নাশরাহ্ পড়িবেন।

• ফযিলত: এই তরতীবে নামায শেষে মুনাজাতে যেকোন হাজত/সমস্যা থেকে মুক্তির দুআ কবুল হবে ইনশাআল্লাহ্। 


২। পবিত্র মে'রাজ রজনীতে নামাযে এশার পর দুই রাকাত করে বিশ(২০) রাকাত নফল নামায পড়িবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার সাথে ১বার করে সূরা ইখলাছ পড়িবেন।

• ফযিলত: ১১ বার দরুদ শরীফ পড়ে মুনাজাত করলে আল্লাহ পাক জান-মালের হেফাযত করবেন ইনশাআল্লাহ্।


৩। পবিত্র মে'রাজ রজনীতে নামাযে এশার পর দুই রাকাত করে চার(৪) রাকাত নফল নামায পড়িবেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতেহার সাথে ২৭বার করে সূরা ইখলাছ পড়িবেন। নামায শেষে ৭০ বার দরুদ শরীফ পড়ে মুনাজাত করবেন।

• ফযিলত: মুনাজাতে গুনাহ্ মাফের দুআ / প্রার্থনা করলে আল্লাহ পাক তাঁর রহমত ও বরকতে ফরিআদকারীর জীবনের গুনাহ মাফ করিবেন ইনশাআল্লাহ্ ।


৪। পবিত্র মে'রাজ দিবসে নামাযে যোহরের পর একসাথে চার (৪) রাকাত নফল নামায পড়িবেন। ১ম রাকাতে সূরা ফাতিহার সাথে এবার সূরা কদর, ২য় রাকাতে সূরা ফাতিহার সাথে ৩বার সূরা ইখলাছ, ৩য় রাকাতে সূরা ফাতিহার সাথে ৩বার সূরা ফালাক এবং ৪র্থ রাকাতে সূরা ফাতিহার সাথে ৩বার সূরা নাস পড়িবেন। নামায শেষে ১০০বার দরুদ শরীফ এবং ১০০বার ইস্তেগফার (আসতাগফিরুল্লাহা রাব্বি....) পড়ে মুনাজাত করিবেন।

• ফযিলত: যেকোন হাজত/সমস্যার জন্য বহু উপকারি।

বি:দ্র: রজব মাসের নফল রোযা হাজার নফল রোযার সাওয়াব তূল্য। আর মে'রাজের রোযা কবরের আযাব ও দোযখের আগুন থেকে আল্লাহ পাকের রহমতে নাযাত দিবে ইনশাআল্লাহ্।

উল্লেখ্য, এই ফযিলত যেসকল নর-নারী পাঞ্জেগানা নামায আদায় করেন তাদের জন্য। আল্লাহ তা'আলা সকলকে কবুল করুন, আমিন বিহুরমতে সায়্যিদিল মুরসালিন।


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.