আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

ফাযিল স্নাতক প্রথম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf
Join our Telegram Channel!

ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলাদেশের সকল ফাযিল/আলিয়া মাদ্রাসার ফাযিল বিটিআইএস/বিএ গ্রুপের  ফাযিল স্নাতক প্রথম বর্ষ সিলেবাস

-------------------------

ফাযিল স্নাতক প্রথম বর্ষে প্রতিটিতে ১০০ করে মোট ৪০০ নম্বরের ৪টি বিষয় থাকবে। সেগুলো হলো-
ক্রমিকবিষয়নম্বর
উলূমুল কুরআন ওয়াল হাদীস প্রথম পত্র (তাফসীর) ১০০
উলূমুল কুরআন ওয়াল হাদীস দ্বিতীয় পত্র (আল হাদীস ও উসূলুল হাদীস) ১০০
উলূমুল কুরআন ওয়াল হাদীস তৃতীয় পত্র (আল আকাইদ আল ইসলামিয়্যাহ) ১০০
বাংলা (আবশ্যিক) চতুর্থ পত্র ১০০



বিষয় : উলূমুল কুরআন ওয়াল হাদীস প্রথম পত্র (তাফসীরুল কুরআন) কোড - ১০১

পাঠ্যবিষয়
  • ক. তাফসীর জালালাই: সূরা আন-নূর, সূরা ইয়াসীন, সূরা আল-ফাতহ, সূরা আল-হুজুরাত, সূরা আর-রাহমান এবং ৩০তম পারার সম্পূর্ণ তাফসীর।
  • খ. রাওয়ায়েল বায়ান ফী তাফসীরে আয়াতিল আহকাম: আন নাসলু ফিল কুরআন, তাহরীমুল খামরে ওয়াল মারসির, ইতেঝালুন নিসা ফিল মাহীয, আররিরা, জারীমাতুল কাতলে ওরা জাযাউহা, হাদ্দুস সারাকাতে ওয়া কাতউত তারীক।
  • গ. উলূমুল কুরআন: সংজ্ঞা, নুযূলুল কুরআন, অহী, তাফসীর-তাবীল, ইজাযুল কুরআন, জামউল কুরআন, ইলমুত তাফসীরের সংক্ষিপ্ত ইতিহাস এবং মুফাসসিরের শর্তাবলি।
  • ঘ. আল কুরআনের আলোকে ইসলামী আদর্শ ও মূল্যবোধ: পরিবার ও পারিবারিক জীবন, নারীর অধিকার, খেলাফত, সন্ত্রাস-মাদকাসক্তি, তাকওয়া, ইসলামী ভ্রাতৃত্ব, মানবাধিকার প্রতিবেশীর হক।
ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

নির্বাচিত গ্রন্থাবলি
  1. তাফসীর জালালাইন- আস সুয়ূতী
  2. রাওয়ায়েউল বায়ান ফী তাফসীরে আয়াতিল আহকাম- মুহাম্মদ আলী আসসাবুনী
  3. আততিবইয়ান কী উলূমিল কুরআন - মুহাম্মদ আলী আসসাবুনী
  4. মিনহাজুল মুসলিম- আবু বকর আল জাযায়েরী



বিষয় : উলূমুল কুরআন ওয়াল হাদীস দ্বিতীয় পত্র (হাদীস ও উসূলুল হাদীস) কোড - ১০২


পাঠ্যবিষয়
  • ক. মিশকাতুল মাসাবীহ: কিতাবুয যাকাত, কিতাবুস সাওম, কিতাবুল মানাসিক, কিতাবুল বুধ এবং কিতাবুন নিকাহ।
  • খ. হিফযুল হাদীস: দাওয়াত, জেহান, সবর, ইহসান, আখলাক, মানবাধিকার, সুদ, ঘুষ, আমানত ও হিজাব। (প্রতিটি বিষয় থেকে ৫টি করে হাদীস মুখস্থ করতে হবে)
  • গ. উসূলুল হাদীস: উসুলুল হাদীস পরিচিতি, আলোচ্য বিষয়, উদ্দেশ্য, উৎপত্তি ও ক্রমবিকাশের সংক্ষিপ্ত ধারা। হাদীসের পরিচয়, আল কুরআনে বিভিন্ন অর্থে হাদীস শব্দের ব্যবহার, কুরআন ও হাদীসের মধ্যে পার্থক্য, সুন্নাত, খবর ও আমার পরিচিতি।
  • হাদীসের বিভিন্ন পরিভাষা ও প্রকারভেদ: মুতাওয়াতির, মাশহুর, মুস্তাফিয, আযীয, গরীব, সহীহ, হাসান, যয়ীফ, মারফ‚, মাওযু', মাওক‚ফ, মাকত‚, মুনকাতি, মুরসাল, মুদাল্লাস, মুয়াল্লাক, মাতরূক, মুনকার, মারূফ, মুয়াল্লাল, মুদরাজ, মাকবুল, মুনতারিব, মাহফ‚য, শায। 
  • হাদীস সংকলনের ইতিহাস: হিজরী প্রথম শতকে হাদীস সংকলন, হিজরী দ্বিতীয় শতকে হাদীস সংকলন, হিজরী তৃতীয় শতকে হাদীস সংকলন, সিহাহ সিত্তার ইমামগণের সংক্ষিপ্ত জীবনী ও তাদের কিতাবের বৈশিষ্ট্যাবলি। সনদ ও মতন পরিচিতি, সনদের গুরুত্ব, সাহাবী ও তাবেয়ী পরিচিতি, রাবী বা বর্ণনাকারীদের বিভিন্ন স্তর বিন্যাস, অধিক সংখ্যক হাদীস বর্ণনাকারী সাহাবীদের নামের তালিকা।
  • হাদীসের মর্যাদা ও অবস্থান: ইসলামী শরীয়তে হাদীসের মর্যাদা ও অবস্থান, সুন্নাহ-এর প্রমাণ সম্পর্কে আল কুরআনের ভাষা, কুরআন ও হাদীসের পার¯পরিক সম্পপর্ক।

 

ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

নির্বাচিত গ্রন্থাবলি
১. মিশকাতুল মাসাবীহ - ওয়ালিউদ্দীন তিবরিযী 
২. তাইসীরু মুসতালাহিল হাদীস - ড. মাহমুদ আত তহহান



বিষয় : উলূমুল কুরআন ওয়াল হাদীস তৃতীয় পত্র (আল আকাইদ আল ইসলামিয়্যাহ) কোড - ১০৩

পাঠ্যবিষয়:
  • ক. আকিদা: 'আকিদা' পরিভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ, ঈমান, ইসলাম ও আকিদার সংজ্ঞা, আকিদা বিষয়ক অন্যান্য পরিভাষা, আকিদার উৎস ও গুরুত্ব, আকিদা বিষয়ক গ্রন্থাবলি।
  • খ. আরকানুল ঈমান: আল্লাহর প্রতি ঈমান, তাওহীদের সংজ্ঞা ও প্রকারভেদ। রিসালাতের প্রতি ঈমান, মুহাম্মদ (দ.)-এর পরিচয়, মর্যাদা, মিরাজ ও অন্যান্য মুজিয়া, তাঁর নবুয়তের সর্বজনীনতা, খাতমুন নুবুওয়াত, আনুগত্য, অনুকরণ, ভালোবাসা, আহলু বাইত, সাহাবা। অন্যান্য নবী-রাসুলের প্রতি ঈমান, ইসমাতুল আম্বিয়া, মুজিযা, কারামত, ইসতিদরাজ। কিতাবসমূহের প্রতি ঈমান আল কুরআন ও অন্যান্য আসমানী কিতাব। মালাইকা বা ফেরেশতাগণের প্রতি ঈমান। আখেরাতের প্রতি ঈমান, কবরের আযাব, জান্নাত, জাহান্নাম, সিরাত, হাউয, শাফায়াত, আশরাতুস সায়া (কেয়ামতের পূর্বাভাসসমূহ) ইত্যাদির প্রতি ঈমান। তাকদীরের প্রতি ঈমান।
  • গ. নাওয়াকিফুল ঈমান (ঈমান বিনষ্টকারী বিষয়সমূহ): শিরক, কুফর, নেফাক, সমাজে প্রচলিত বিভিন্ন প্রকারের শিরক, কুফর ও নেফাক। কুফর বনাম তাকফীর। বিদয়াত পরিচয় ও ক্রমবিকাশ।
  • ঘ. ইফতিরাক (আকিদাগত বিভাজন): কারণ ও প্রেক্ষাপট, আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের পরিচয়, আহলুস সুন্নাতের আকিদা ব্যাখ্যায় ইমামগণের অবদান, বিভ্রান্ত দল-উপদলসমূহ, তাদের মতাদর্শ ও ইতিহাস।
ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf

নির্বাচিত গ্রন্থাবলি:
১) আল ফিকহুল আকবার - ইমাম আবু হানীফা (র),
২) শারহুল আকীদাহ আত তাহাবিয়্যাহ - ইবনু আবিল ইযয হানাফী, 
৩) শারহুল আকাইদ আন নাসাফিয়্যাহ - আল্লামা তাফতাযানী (র)



বিষয় : বাংলা (আবশ্যিক) কোড - ১০৪

পাঠ্যবিষয়

ক. সাহিত্য: 

১) নির্বাচিত প্রবন্ধ:

  • ক) বাঙ্গালা ভাষা - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ) সভ্যতার সংকট - রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ) যৌবনে দাও রাজটিকা - প্রমথ চৌধুরী
  • ঘ) বিদায় হজ - মোহাম্মদ আকরম খাঁ
  • ঙ) সংস্কৃতি কথা - মোতাহের হোসেন চৌধুরী
  • চ) রাজবন্দীর জবানবন্দী - কাজী নজরুল ইসলাম

২) নির্বাচিত গল্প:

  • ক) একরাত্রি - রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ) পুঁই মাচা - বিভ‚তিভ‚ষণ বন্দ্যোপাধ্যায়
  • গ) হুযুর কেবলা - আবুল মনসুর আহমদ
  • ঘ) পাদটীকা - সৈয়দ মুজতবা আলী
  • ঙ) একটি তুলসি গাছের কাহিনী - ড. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • চ) পথ জানা নাই - শামসুদ্দীন আবুল কালাম

৩) নির্বাচিত কবিতা:

  • ক) যে সবে বঙ্গেত জন্মি - আবদুল হাকিম
  • খ) খাঁচার ভিতর অচিন পাখী - লালন শাহ
  • গ) বঙ্গভাষা - মাইকেল মধুসুদন দত্ত
  • ঘ) ঐকতান - কাজী নজরুল ইসলাম
  • ঙ) মোর্হরম - কাজী নজরুল ইসলাম
  • চ) বনলতা সেন - জীবনানন্দ দাশ
  • ছ) এ গাঁও ও গাঁও - জসীমউদ্দীন
  • জ) সাত সাগরের মাঝি - ফররুখ আহমদ
  • ঝ) স্বাধীনতা তুমি - শামসুর রাহমান

খ. বাংলা ভাষার প্রয়োগ বিধি:

১. ভাষা শিক্ষা

  • (ক) বাংলা বানান রীতি। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। বানানের অশুদ্ধি সংশোধন। 
  • (খ) ভাষা রীতি সাধু চলিত ও কথ্য। 
  • (গ) বাংলা ব্যাকরণ (নির্বাচিত প্রসঙ্গ): শব্দ ও পদ, শব্দগঠন প্রক্রিয়া (বিভক্তি ও বচন, সন্ধি ও সমাস, উপসর্গ ও প্রত্যয়) 
  • (ঘ) অনুবাদ : ইংরেজি থেকে বাংলা 

২. প্রবন্ধ রচনা।


ফাযিল স্নাতক ১ম বর্ষের সিলেবাস (فاضل منهج السنة الأولى) - Fazil (Pass) 1st Year Syllabus Pdf


Follow us WhatsApp Channel!
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.