আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

الانشاء : قِيْمَةُ الْوَقْتِ او أَهَمِّيَّةُ الْوَقْتِ | রচনা : সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الانشاء : قِيْمَةُ الْوَقْتِ او أَهَمِّيَّةُ الْوَقْتِ | রচনা : সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | C
Join Telegram for More Books
الانشاء :  قِيْمَةُ الْوَقْتِ او أَهَمِّيَّةُ الْوَقْتِ  |  রচনা : সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
(toc)

  قِيْمَةُ الْوَقْتِ او أَهَمِّيَّةُ الْوَقْتِ

 الْمُقَدَّمَةُ :

الْحَمْدُ لِلّهِ الَّذِي خَلَقَنَا وَاَرْسكلنا إلى هَذِهِ الدَّارِ لِوَقْت مَعْلُومٍ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلى النَّبِيّ الَّذِى اَرْشَدَنَا أَنْ نَهْتُم بِالْاَوقاتِ كُلِّ اهْتِمَام وَعَلَى الِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِيْنَ - 

الْمُراد بقيمة الوقت :

الْمَرَادُ بِالْوَقْتِ هُوَ كُلُّ جُزءٍ مِنْ أَجْزَاءِ الْحَيَاةِ وَكُلُّ حِينِ مِنْ عَمَرِهِ وَالْمَرَادَ بَقِيْمَةِ الْوَقْتِ قَدْرَهُ وَعَدَمُ تَضْييْعَة -

أهمية الوقتِ فِى ضَوْم الْقُرْآنِ وَالْحَدِيثِ :

الوقت نِعْمَةُ مِنْ نِعَمِ اللَّهِ تعَالَى، وَلَهُ أَهْمِيَةٌ بَالِغَةُ رَقِيْمَةٌ كَبِيْرَةُ فِي حَيَاةِ الْإِنْسَانِ. ان الله سُبْحَانَهُ وَتَعَالَى اهْتَمَّ بالوقت وَخَصَّ وَقْتَا مَعِيْنًا لِعَيْشِ النَّاسِ فِي الدُّنْيَا. قَالَ الله تَعَالَى : "لِكلّ أُمَّةٍ أَجْلُ إِذَا جَاءَ أَجَلُهُمْ فَلَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ". وَاهْتَمَّ رَسُولُ الله (عَن الوقت اهْتِمَاماً كَثِيرًا فَقَالَ : "اغْتَنِمْ حيَاتَكَ قَبْلَ مَوْتِكَ وَشَبَابِكَ قَبْلَ هَرَمِكَ" -

الاستخدام الصَّحِيحَ لِلْأوقاتِ :

تَقَدَّمُ الْحَيَاةُ ورَقِيَهَا مَوْقُوفُ عَلَى استخدام الأوقات استخداماً صحيحاً ومنظما. حَيَاةَ النَّاسِ قَصِيرَة فاي واحد لا يُهْتَمُّ بِحَيَاتِهِ وَأَوْقَاتِ وَيَضِيعُها بِلا عَمَل وَشَغْلِ يَنْهِمُ. ويتأسف فِي الْآخِيْر -

نِظَامُ الْأَوْقَاتِ مِنْ شُعَب الْحَيَاةِ :

نِظام الاوقاتِ مِنْ أهم شعب الحياة. فَلَا بُدَّ لِكُلِّ إِنْسَان أَنْ يَسْتَخْدَم أوقَاتهُ بِالنَّظام الدقيق لأنَّ حَيَاتٌهُ قَصِيرَةٌ مَحْدُودَةً -

أهمية الوقتِ فِى نِظام العالم :

كُلُّ شَيءٍ فِي هُذَا الْعَالِم يَخْضَعَ لِلنَّظام باعتبار الوقت الشَّمْسِ تَطْلَعَ وَتَجَرَى وَتَغرُبُ فِي وَقْتِهَا بِالنَّظام. وَكَذَلِكَ الْقَمَرُ يَطْلُعُ دَقِيقًا ثُمَّ يُكَبِّرُ فَيُكَبِّرُ، حَتَّى يَتِمَّ ثُمَّ يَنْقُصُ بالتدريج حَتَّى يَنْتَهَى فِى وَقت مَعْلُومٍ، وَكَذَلِكَ النجوم والنهار والليل -

أَهْمِيَةُ الْوَقْتِ فِي حَيَاةِ الطَّلابِ :

الْوَقْتُ فِي حَيَاةِ الطُّلابِ لَهُ أَهْبِيَةٌ كَثِيرَةً فَإِنَّ لِمُذَاكِرَةِ الدُّرُوسِ وَقتاً مُعَيّنًا، وَلِمُطَالعَةِ الْجَرَائِدِ وقتاً مَعْلُوماً، واللعب والرِّيَاضَةِ الجِسْمَانِيَّةِ وَقْتًا مَعْلُوماً وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يُخَالِفَ الْجَدُولُ الْيَوْمِي لِلْأَوْقَاتِ -

الْخَاتِمَةُ : 

نِظَامُ الْأَوْقَاتِ مِنْ فَرَائِضِ النَّاسِ عَامَّةً وَمِنْ وَاجِبَاتِ الطَّلَبَةِ خاصة. فَلَا بُدَّ عَلَيْهِمْ أَنْ يَسْتَخْدِمُوا الأوقات بالنظام -


সময়ের মূল্য বা সময়ের গুরুত্ব

উপস্থাপনা :

সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং এ পৃথিবীতে নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক নবী কারীম (স)-এর প্রতি, যিনি আমাদেরকে সময়ের প্রতি পূর্ণ গুরুত্ব প্রদানের নির্দেশ দিয়েছেন। আর তাঁর পরিবার ও সকল সাহাবীর প্রতি বর্ষিত হোক।

সময়ের মূল্য দ্বারা উদ্দেশ্য :

সময় দ্বারা উদ্দেশ্য জীবনের প্রতিটি অংশ এবং বয়সের প্রতিটি ক্ষণ। আর সময়ের মূল্য দ্বারা উদ্দেশ্য, তা মূল্যায়ন করা ও বিনষ্ট না করা।

কুরআন ও হাদীসের আলোকে সময়ের গুরুত্ব :

সময় আল্লাহর একটি নেয়ামত। মানবজীবনে এর বিরাট গুরুত্ব ও মূল্য রয়েছে। আল্লাহ তায়ালা সময়ের প্রতি গুরুত্বারোপ করেছেন এবং মানুষ দুনিয়াতে জীবনযাপনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করেছেন। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “প্রত্যেক জাতির জন্য একটি সময় রয়েছে, যখন সে সময় এসে যাবে, তখন তারা একটি মুহূর্তও আগপর করতে পারবে না”।
রাসূলুল্লাহ (স) সময়ের ব্যাপারে অনেক গুরুত্ব প্রদান করেছেন। তিনি ইরশাদ করেন, “মৃত্যুর পূর্বে জীবনকে এবং বার্ধক্যে পৌঁছার পূর্বে যৌবনকে গনীমত মনে কর”।

সময়ের সঠিক ব্যবহার :

জীবনের উন্নতি ও অগ্রগতি সময়ের সঠিক ও সুশৃঙ্খল ব্যবহারের ওপর নির্ভরশীল। মানুষের জীবন সংক্ষিপ্ত। সুতরাং যে ব্যক্তি জীবন ও সময়ের প্রতি গুরুত্ব দিবে না, বিনা কাজে সময় বিনষ্ট করবে, সে পরিশেষে লজ্জিত ও অনুতপ্ত হবে।

সময়ের নিয়মতান্ত্রিকতা জীবনের একটি শাখা :

সময়ের নিয়মতান্ত্রিকতা জীবনের অন্যতম শাখা। কাজেই প্রত্যেক মানুষের দায়িত্ব হলো সূক্ষ্ম নিয়মে তার সময়কে ব্যবহার করা। কারণ তার জীবন ছোট ও সীমিত।

বিশ্বের নিয়মে সময়ের গুরুত্ব :

সময়ের বিবেচনায় পৃথিবীর সকল কিছু শৃঙ্খলার কাছে অবনত। সূর্য উদয় হয়, চলে ও নিয়মতান্ত্রিকভাবে সময়মতো অস্ত যায়। অনুরূপ চাঁদ সূক্ষ্মভাবে উদয় হয়, এরপর বড় হতে থাকে এবং একপর্যায়ে পূর্ণ হয়। তারপর ধীরে ধীরে হ্রাস পেতে থাকে। অবশেষে একটি নির্দিষ্ট সময়ে গিয়ে শেষ হয়ে যায়। অনুরূপ তারকা এবং দিবারাত্রি নিয়ম মেনে চলে ৷

ছাত্রদের জীবনে সময়ের গুরুত্ব :

ছাত্রদের জীবনে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অধ্যয়নের নির্দিষ্ট সময় রয়েছে, পত্রিকা পড়ার নির্দিষ্ট সময় রয়েছে, খেলাধুলা ও শারীরিক ব্যায়ামের নির্ধারিত সময় রয়েছে। তার জন্য দৈনিক রুটিনের বিপরীত কাজ করা সমীচীন হবে না।

উপসংহার :

সময়ের নিয়মতান্ত্রিকতা মানুষের জীবনে সাধারণভাবে আবশ্যক আর ছাত্রদের জন্য বিশেষভাবে আবশ্যক। তাদের জন্য নিয়মতান্ত্রিকভাবে সময় ব্যয় করা জরুরি।


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.