বাংলায় ইসলাম প্রচারে পীর-আউলিয়াদের ভূমিকাঃ একটি তুলনামূলক বিশ্লেষণ - মুহাম্মদ সৈয়দুল হক

বাংলায় ইসলাম প্রচারে পীর-আউলিয়াদের ভূমিকাঃ একটি তুলনামূলক বিশ্লেষণ - মুহাম্মদ সৈয়দুল হক
বাংলায় ইসলাম প্রচারে পীর-আউলিয়াদের ভূমিকাঃ একটি তুলনামূলক বিশ্লেষণ - মুহাম্মদ সৈয়দুল হক
বাংলায় ইসলাম প্রচারে পীর-আউলিয়াদের ভূমিকাঃ একটি তুলনামূলক বিশ্লেষণ বাংলায় ইসলাম প্রচারের প্রসঙ্গ এলে একটা পক্ষ কোনোকিছু না ভেবে সোজাসাপটা বলে বসে – মুসলিম শাসকরাই এতে প্রধান ভূমিকা রেখেছে। একই পক্ষের দাবিতে দ্বিতীয় স্থানে আছেন আরব বণিকরা। কিন্তু বাংলায় ইসলাম প্রচারে সবচেয়ে জোরালো ভূমিকা রাখা পীর-আউলিয়াদের নাম নিতে তাদের রহস্যময় অনীহা লক্ষ্যনীয়। আলোচনার কোনো এক কোণে তাঁদের প্রসঙ্গ আনলেও তা নিতান্ত গৌণ। বিষয় হিসেবেই উপস্থাপন করতে দেখা যায়। অথচ মুসলিম শাসকরা শাসন প্রতিষ্ঠা করলেও ইসলাম প্রচারে তাদের উল্লেখযোগ্য ভূমিকা নেই বললেই চলে। অপরদিকে আরব বণিকরা প্রাচীনকাল থেকে এদেশে বাণিজ্যের প্রসার ঘটালেও ইসলাম ধর্মপ্রচারে তাদের ভূমিকা নিতান্তই সামান্য। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা বাংলায় সফরকালে পনেরো দিনব্যাপী মেঘনা নদী হয়ে ভ্রমণ করেন। ভ্রমণেশেষে এ অঞ্চলের বৈশিষ্ট্য উল্লেখ করতে গিয়ে তিনি লিখেছেন, “মুসলিম শাসনাধীন কাফেরদের অঞ্চল।” ইবনে বতুতা, ১৯৬৯, পৃষ্ঠা ২৬৭। উল্লেখ্য, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি বঙ্গবিজয় করেন ১২০৩ সালে, আর ইবনে বতুতা বাংলায় আসেন ১৩৪৬ সালে। মাঝে প্রা…
Join