আমাদের সাইটের নতুন আপডেট পেতে এ্যাপ্স ইন্সটল করে রাখুন Install Now!

الانشاء : الْحَجّ /أوْ دَوْرُ الْحَجِّ أَهَمِّيَّةُ الْحَجّ | রচনা : হজ্জ বা ইসলামে হজ্জের গুরুত্ব | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)

الحج : الصلوة /أوْ دَوْرُ الْحَجِّ أَهَمِّيَّةُ الْحَجّ | রচনা : হজ্জ | Alim Arabic 2nd Paper - আলিম আরবি দ্বিতীয় পত্র | Class Alim (الصف العالم)
Join Telegram for More Books
(toc)

 
الحج أوْ دَوْرُ الْحَجِّ أَهَمِّيَّةُالْحَجّ

 الْمُقَدِّمَةُ :

 الْحَمْدُ لِلَّهِ الَّذِى هَدَانَا إِلَى الصَّرَاطِ الْمُسْتَقِيمَ وَفَرَضَ لَنا الحج الاتحادِ الْأُمَّةِ وَالصَّلوةَ وَالسَّلَامُ عَلى سَيّدِ الْأَنْبِيَاءِ وَالْمُرْسَلِينَ وَعَلَى الِهِ وَاَصْحَابِهِ اَجْمَعِيْنَ - 

تعريف الحج :

 الْحَةُ فِى اللُّغَةِ : القَصْدُ وَالْإِرَادَةُ. وَفِي اصْطَلَاحِ الشَّرْع : الحج هُوَ الْقَصْدُ إِلى زِيَارَةِ الْبَيْتِ الْحَرَامِ عَلَى وَجْهِ التَّعْظِيمِ بِأَفْعَال.  مخصُوصَةٍ فِي زَمَانِ مَخصُوص -

وَقْتُ فَرْضِيَّةِ الْحَج :

 فَرَضَ اللهُ سُبْحَانَهُ وَتَعَالَى الْحَجِّ فِي السَّنَةِ التَّاسِعَةِ مِنَ الْهِجْرَةِ قَبْلَ حَجَّةِ الْوَدَاعِ فِي حَيَاةِ النَّبِيِّ ﷺ -

 حكمُ الْحَجّ فِي الْإِسْلَام :

 إِنَّ الْحَجَّ فَرْضٌ عَلَى كُلِّ مُسْلِمٍ حَرَ وَبَالِغ وَذِى صِقَةٍ وَبَصِيرٍ وَصَاحِبِ الْمَالِ. وَإِنَّ اللهَ تَعَالَى قَالَ : "وَاتِقُوا الْحَيَّ وَالْعُمْرَةَ لِله".والعمرة للو وَقَالَ أَيْضًا : "وَلِلَّهِ عَلَى النَّاسِ حِحٌ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا. أَحْكَامُ الْحَج : أَحْكَامُ الْحَج عَلَى قِسْمَيْنِ وَهُمَا ١ فَرَائِضُ الْحَمِ : وَهِيَ ثَلَاثَةُ الْإِحْرَامُ وَالطَّوَافُ وَالْوُقُوْفُ بِعَرَفَةَ. ۲- وَاجِبَاتُ الْحَج : وَهِيَ خَمْسَةُ السَّعْيُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةَ وَالْوُقوفَ بِالْمُزْدَلِفَةِ وَرَمَى الْحِمَارِ والحلق أو القَصَرُ وَطَوَافُ الوَدَاعِ  -

 دورُ الْحَج وَأَهَمِّيَّتُهُ فِي الْإِسْلَام.

 ١ -اَلْحَجُ لِرِضَاءِ اللهِ تَعَالَى : يُؤتَى الْحَةُ رِضَاءِ اللهِ سُبْحَانَهُ وَتَعَالَى. لاَنَّ الْحَيَّ عِبَادَةُ مَالِيَةٌ وَبَدَنِيَةَ، وَإِنَّ اللهَ تَعَالَى يَرْضَى عَنْ عِبَادِهِ بِهِ. 

۲ -الحج إجْتِمَاعُ عَظِيمٌ : يَجْتَمِعُ الْمُ فى الحج إلى م الْوَحْيِي وَارْضَ بَيْتِ اللَّهِ وَإِنَّ اجْتِمَاعَ عَرَفَةَ اِجْتِمَاعُ كَبِيرُ وَعَظِيمُ  فى الدنيا. 

 -3اَلْحَجُ لِاِتِّحَادِ الْأُمَّةِ : يَتَّحِدُ الْمُسْلِمُونَ فِي الْحَمِ إِلَى مَيْدَانِ وَاحِدٍ تَحْتَ حُكْمِ وَاحِدٍ. يَسْتَطِيْعُ الْمُسْلِمُوْنَ بِآدَاءِ الْحَج عَلَى ارْتِفاعِ بِلَادِهِمْ وَتَعَاوُنِ اِقْتِصَادِهِمْ وَاشْتِهَارِ تَعْلِيمِهِمْ بِاعْتِبَارِ الْاِخْوَةِ. 

-4اَلْحَجُ لِاِخْوَةِ عَالِمِيَّةٍ : يَرْفَعُ الْحَيُّ الْإِخْوَةَ الْعَالَمِيَّةَ بَيْنَ مُسْلِمِي الدُّنْيا يَحدُثُ التَّعَارُفُ بَيْنَهُمْ فَيُجَادِلُونَ أَفَكَارَهُمْ وَخِبْرَتَهُمْ -

 الْخَاتِمَةُ :

 لِلْحَجِّ دَوْدُّ عَظِيمُ فِى الدِّينِ وَالْمُجْتَمَعِ وَالسَّيَاسَةِ وَالْاِقْتِصَادِ وَالثَّقَافَةِ وَالتَّعَاوُنِ. فَأَهَمِّيَّةُ الْحَحِ لِأَدَاءِ الْفَرْضِ وَارْتِفَاعِ  التَّعَاوُنِ وَالْإخْوَة عَظِيمَة -

হজ্জ

উপস্থাপনা:

সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের জন্য হজ্জ ফরয করেছেন। দরূদ ও সালাম বর্ষিত হোক নবী ও রাসূলদের সরদারের ওপর। আর তাঁর পরিবার ও সকল সাহাবীর ওপর।

الْحَحِ--এর পরিচয়:

الْحَحِ-এর আভিধানিক অর্থ- ইচ্ছা করা, সংকল্প করা। শরীয়তের পরিভাষায় হজ্জ হলো- সম্মান প্রদর্শনার্থে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে বায়তুল্লাহ যেয়ারতের ইচ্ছা পোষণ করা।

হজ্জ ফরয হওয়ার সময়কাল :

আল্লাহ তায়ালা নবী কারীম (স)-এর জীবদ্দশায় বিদায় হজ্জের পূর্বে নবম হিজরীতে হজ্জ ফরয করেন।

ইসলামে হজ্জের বিধান :

হজ্জ প্রত্যেক স্বাধীন, বালেগ, সুস্থ, দৃষ্টিসম্পন্ন ও সম্পদশালীর ওপর ফরয। আল্লাহ তায়ালা ইরশাদ করেন, “আর তোমরা আল্লাহর জন্য হজ্জ ও ওমরা "পালন কর"। তিনি আরও বলেন, “মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ঐ গৃহের হজ্জ করা তার জন্য অবশ্য কর্তব্য"।

হজ্জের আহকাম :

হজ্জের আহকাম দু'প্রকার। যথা- ১. হজ্জের ফরযসমূহ: হজ্জের ফরয তিনটি। যথা- ইহরাম বাঁধা, তাওয়াফ করা ও আরাফায় অবস্থান করা। ২. হজ্জের ওয়াজিবসমূহ: হজ্জের ওয়াজিব পাঁচটি। যথা- সাফা ও মারওয়ার মাঝে সাঈ করা, মুযদালিফায় অবস্থান করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা, মাথা মুখানো বা চুল ছোট করে কাটা ও বিদায়ি তাওয়াফ করা।

ইসলামে হজ্জের ভূমিকা ও গুরুত্ব :

১. হজ্জের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন : আল্লাহর সন্তুষ্টির জন্য হজ্জ আদায় করা হয়। হজ্জ আর্থিক ও শারীরিক ইবাদত, আল্লাহ তায়ালা এর দ্বারা তাঁর বান্দাদের প্রতি সন্তুষ্ট হন।

২. হজ্জ বিরাট সমাবেশ: মুসলমানগণ হজ্জের সময় অহী অবতরণের স্থল ও বায়তুল্লার জমিনে একত্রিত হন। আর আরাফার ময়দানের সমাবেশ বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ।

৩. হজ্জের উদ্দেশ্য জাতির ঐক্য হচ্ছে একই বিধানের অধীনে একই মাঠে মুসলিমগণ • একত্রিত হন। মুসলমানগণ হজ্জের মাধ্যমে তাদের দেশের উন্নয়ন, অর্থনীতির সহযোগিতা ও ভ্রাতৃত্বের বিবেচনায় শিক্ষা প্রসারে সমর্থ হন।

৪. হজ্জের উদ্দেশ্য বিশ্বভ্রাতৃত্ব : হজ্জ বিশ্ব মুসলিমের মাঝে আন্তর্জাতিক ভ্রাতৃত্ব তুলে ধরে। তাতে তাদের মাঝে পরিচয় হয়; অতঃপর তারা তাদের চিন্তা ও অভিজ্ঞতার বিনিময় করে।

উপসংহার :

সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সহযোগিতায় হজ্জের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সুতরাং ফরয আদায় এবং সহযোগিতা ও ভ্রাতৃত্বের উন্নয়নে হজ্জের গুরুত্ব অপরিসীম।

 


Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.