বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Syllabus SSC Class 9-10 Class 8 Class 7 Class 6 Class 5 Class 4 Class 3 Class 2 Class 1 Dakhil Class 9-10 MD Class 8 MD Class 7 MD Class 6 MD Class 5 MD Class 4 MD Class 3 MD Class 2 MD Class 1 EV SSC Class 9-10 EV Class 8 EV Class 7 EV Class 6 EV Class 5 EV Class 4 EV Class 3

ইয়া ইলাহী হার জাগাহ্ তেরী আত্বা কা সাথ হো (প্রভু হে আমার, সবখানে যেন তোমার করুণা সঙ্গেঁ রয়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

Admin
Join Telegram for New Books

(toc)

ইয়া ইলাহী হার জাগাহ্ তেরী আত্বা কা সাথ হো (প্রভু হে আমার, সবখানে যেন তোমার করুণা সঙ্গেঁ রয়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

ইয়া ইলাহী হার জাগাহ্ তেরী আত্বা কা সাথ হো

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

ইয়া ইলাহী হার জাগাহ্ তেরী আত্বা কা সাথ হো,
জব পড়ে মুশকিল শাহে মুশকিল কোশা কা সাথ হো ॥

প্রভু হে আমার, সবখানে যেন তোমার করুণা সঙ্গেঁ রয়,
সংকটে যদি পড়ি তবে যেন উদ্ধারকারী সঙ্গে রয়।
-------------------

ইয়া ইলাহী ভূল জা-ওঁ নযএ কী তকলীফ কো,
শাদীয়ে দীদারে হুসনে মুস্তফা কা সাথ হো ॥

প্রভু শুনে রাখো, ভুলে যাব আমি মরণ যাতনা বেদনাময়,
নবীজির চির মমতার রূপ, যদি এ মুগ্ধ নয়নে রয়।
-------------------

ইয়া ইলাহী গোরে তীরাহ্ কী জব আয়ে সখত রাত,
উনকে পেয়ারে মুইঁ কী সুবহে জাঁফযা কা সাথ হোঁ ॥

প্রভু হে যখন আধাঁর কবরে কঠিন রাত্রি শংকাময় ।
সেই প্রিয় মুখে নুরানী প্রভাত জুটে যায় দি,
-------------------

ইয়া ইলাহী জব পড়ে মাহশর মে শোরে দারওগীর,
আমন দেনে ওয়ালে পিয়ারে পেশওয়া কা সাথ হো ॥

হাশরে যখন পাকড়াও কালে গর্জন শোর কানে না সয়,
নিরাপত্তার বিধায়ক নবী সাথী হোক প্ৰভু হে দয়াময় ।
-------------------

ইয়া ইলাহী সরদ মেহরী পর হো জব খোরশীদে হাশর,
সাইয়েদে বে-সায়া কে যিল্লে লিওয়া কা সাথ হো ॥

হে প্রভু, যখন পাপীর উপরে হাশর সূর্য হবে উদয়,
ছায়াহীন সেই নবীর নিশান ছায়াতে যেন গো পাই আশ্রয়।
-------------------

ইয়া ইলাহী গরমিয়ে মাহশার সে জব ভড়কে বদন,
দামানে মাহবুব কী ঠান্ডী হাওয়া কা সাথ হো ॥

পুড়বে যখন অঙ্গ হাশরে ভীষণ সেতাপ অগ্নিময়,
নবীর আচঁলছোয়া সে ঠাণ্ডা হাওয়ায় যেন তা শীতল হয়।
-------------------

ইয়া ইলাহী নামায়ে আমাল জব খুলনে লাগে,
আইব পোশে খাল্ক,সাত্তারে খাত্বা কা সাথ হো ॥

ওগো দয়াময় আমলনামার হিসাব যখন সূচনা হয়,
ত্রুটিবিচ্যুতি গোপনকারী সে প্রিয়নবী যেন সঙ্গে রয়।
-------------------

ইয়া ইলাহী জব বহে আখে হেসাবে জুরম মেঁ,
উন তাবাসসুম রে-যে হোঁটো কী দু'আ কা সাথ হো ॥

হে খোদা যখন পাপের গ্লানিতে ছেপে দু নয়ন অশ্রু বয়,
মৃদু হাসিময় পাক সে আঁধারে আশীষ যেন গো সঙ্গে রয়।
-------------------

ইয়া ইলাহী জব হেসাবে খান্দাহ বে জা রোলায়ে,
চশমে গিরইয়ানে শফীয়ে মুরতাজা কা সাথ হো ॥

অযথা হাসির অনুশোচনায় কাঁদব যবে হে মহিমাময়, 
ক্রন্দসী চোখে সুপারিশকারী সাথে হোন চির নিঃসংশয়।
-------------------

ইয়া ইলাহী রঙ্গ লায়ে জব মেরী বে বাকীয়াঁ,
উনকী নীচী নীচী নযরোঁ কী হায়া কা সাথ হো ॥

হাশরে যখন দেখব আমার লাগামহীনতা যত বিষয়,
তাঁর সে আনত দৃষ্টি লাজের সোহবত যেন নসীব হয় ।
-------------------

ইয়া ইলাহী জব্ সরে শমশীর পর চলনা পড়ে,
'রাব্বি সাল্লিম' কেহনে ওয়ালে গমযদা কা সাথ হো

শুনগো দয়াল শমসের ধারে চলবে যখন চরণদ্বয়,
‘রক্ষা করো হে প্রভু' বলে সেই সমব্যথী যেন আশীষ কয় ।
-------------------

ইয়া ইলাহী জু দুআয়ে নেক ম্যাঁয় তুঝ সে কারোঁ,
কুদসীয়োঁ কে লব সে 'আমীন রাব্বানা' কা সাথ হো ॥

তোমার সকাশে প্রভু হে আমার যতনা ভিক্ষা পূণ্যময়,
সে দোয়ায় যেন পবিত্র মুখ ফেরেশতারাও 'আমীন' কয়।
-------------------

ইয়া ইলাহী জব রেযা খাবে গিরাঁসে সর উঠায়ে,
দওলতে বে দার ইশকে মুস্তফা কা সাথ হো ॥

ঘুমঘোর কেটে যখন রেখার এই শির উত্তোলিত হয়,
চেতনার ধন ইশকে রাসুল সাথী হোক থাকি যত সময় ।
-------------------


#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join