বিরক্তিকর এড মুক্ত আমাদের Abswer.com অফিসিয়াল App ডাউনলোড করুন Install Now!
Guide Books Textbooks Suggestions Question Bank Syllabus NTRCA Preparation

উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ নূরে বারী হেজাব মেঁ হ্যায় (উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খোদার জ্যোতি সে রয়েছে পর্দায়) - বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ

Admin
Join Telegram for New Books

(toc)

উঠা দো পর্দা দেখা দো চেহরা

বাংলা উচ্চারণ ও কাব্যনুবাদ


 উঠা দো পর্দা দেখা দো চেহরা কেহ নূরে বারী হেজাব মেঁ হ্যায়,
 যমানা তারীক হো রাহা হ্যায়,কেহ মেহরে কবসে নেকাব মেঁ হ্যায় ॥

উঠাও পর্দা, দেখাও সে চেহারা, খোদার জ্যোতি সে রয়েছে পর্দায়,
জগত আধারে ডুবে ডুবে হায়, কতকাল আর চাঁদ চেহারা লুকায় ॥
---------------------

নেহী উঅহ মীঠী নেগাহ ওয়ালা, খোদা কী রহমত হ্যায় জলওয়া ফরমা,
গযব সে উনকে খোদা বাচায়ে জালালে বারী এতাব মেঁ হ্যায় ॥

নহে সে নিছক দয়ারই দৃষ্টি, খোদারই রহমত এ মূর্ত সৃষ্টি,
গজব হতে তাঁর বাঁচাও এ সৃষ্টি, কেননা তায় খোদ খোদা ক্ষেপে যায় ॥
---------------------

জলী জলী বু সে উসকী পয়দা হ্যায় সোযিশে ইশকে চশমে ওয়ালা,
কাবাবে আহু মে ভী না পায়া ময়া দিলকী কাবাব মেঁ হ্যায় ॥

পুড়ে যাওয়া বাস্প হতে পয়দা, সে চোখ ওয়ালার প্রেমের ব্যথা,
কাবাব হরিণের অত না মজা, দিলের কাবাবে যে স্বাদ পাওয়া যায় ॥
---------------------

উনহী কী বু মাইয়ায়ে সমন হ্যায়, উনহী কা জলওয়া চমন চমন হ্যায়,
উনহী সে গুলশান মেহেক রহে হ্যায়ঁ উনহী কী রঙ্গত গুলাব মেঁ হ্যায় ॥

ফুলের পূঁজি কি তাঁরই সে সৌরভ, রূপচ্ছটা তাঁর বসন্তে গৌরব,
তাঁরই করুণা বাগানে বৈভব, তাঁরই রূপে ফুল রাঙ্গা বাগিচায় ॥
---------------------

তেরী জলো মে হ্যায় মাহে তায়বা, হেলাল হার মর্গ ও যিন্দেগী কা,
হায়াত জাঁ কা রেকাব মেঁ হ্যায় মামাত আ`দা কা ডাব মেঁ হ্যায় ॥

মাদিনারই চাঁদ তোমারই কব্জায়, ধরা আছে জান, থাকে কিবা যায়,
তোমারই অশ্বের রেকাবে প্রাণ হায়, মরণ শত্রুর সেও এ কব্জায় ॥
---------------------

সিয়া লিবাসানে দারে দুনিয়া ও সবযে পোশানে আরশে আ'লা,
হার এ্যাক হ্যায় উনকে করম কা পিয়াসা ইয়ে কয়যে উনকী জনাব মেঁ হ্যায় ॥

কালো পোষাকে এ দুনিয়াওয়ালা কী আরশে সবুজ লেবাসওয়ালা,
সবার আছে তাঁর দয়ার পিয়াসা, চরণে যায় যে করুনা সেই পায় ॥
---------------------

উঅহ গুল হ্যায় লবহায়ে নাযুক উনকে, হাযারো ঝড়তে হ্যায় ফুল জিন সে,
গুলাব গুলশান মে দেখে বুলবুল ইয়ে দে খ গুলশান গুলাব মেঁ হ্যায় ॥

সে পুষ্পসম কোমল দু'ঠোঁটে হাজারো পুষ্প ঝরে ও ফোটে,
কাননে ফুল তাই অলিরা জোটে, কত মালঞ্চ এ পুষ্প শোভায় ॥
---------------------

জলী হ্যায় সোযে জিগর সে জাঁ তক, হ্যায় তালেবে জলওয়ায়ে মোবারক,
দেখা দো উঅহ লব কেহ্ আবে হায়ওয়াঁ কা লুৎফ জিনকে খেতাব মেঁ হ্যায় ॥

কী মর্ম জ্বালায় এ দগ্ধ অন্তর, হেরিতে চায় সে শোভা নিরন্তর,
দেখাও দেখাও সে পবিত্র অধর, রয় আবে হায়াত যারি সে ভাষায় ॥
---------------------

খাড়ে হ্যায়ঁ মুনকার নকীর সর পর না কোয়ী হামী না কোয়ী আ-ওয়ার,
বাতাদো আ কর মেরে পয়াম্বর কেহ সখ্ত মুশকিল জওয়াব মেঁ হ্যায় ॥

শিয়রে মুনকার নকীর দাঁড়িয়ে, না আসে বন্ধু কেউ আগ বাড়িয়ে,
এসো সওয়ালের জওয়াব শিখায়ে কী সঙ্কটে দাস আজি অসহায় ॥
---------------------

খোদায়ে কাহহার হ্যায় গযব পর, খুলে হ্যাঁয় বদ কারীয়োঁ কে দফতর,
বাচালো আ কর শফীয়ে মাহশর তুমহারা বান্দা আযাব মে হ্যায় ॥

গজবে আছেন খোদা সে কাহহার, হিসাবে পাপী কঠিন সে দরবার,
বাঁচাও এসে হে শফীয়ে মাহশার, তোমারই বান্দা কী দূর্দশায় ॥
---------------------

করীম এ্যায়সা মিলা কেহ্ জিসকে খুলে হ্যাঁয় হাথ আওর ভরে খাযানে
বাতাও এ্যায় মুফলেসো কেহ্ ফির কিউঁ তুমহারা দিল ইদতিরাব মেঁ হ্যায় ॥

মিলেছে দাতা কী মুক্ত হস্ত, সে রাজকোষও তাঁর কী প্রশস্ত,
বলো হে দুঃস্থ, হে রিক্তহস্ত তবু কেন মন তব আশঙ্কায় ॥
---------------------

গুনাহ কী তারীকিয়াঁ ইয়ে ছুপা'য়ে আমন্ড কে কালী ঘটায়ে আ-য়েঁ
খোদা কে খোরশীদ মেহর ফরমা কেহ যররা বস ইদতিরাব মে হ্যাঁয় ॥

পাপের আঁধারে ছেয়েছে এ মন, গ্লানির কালিমা জমলো যে ক্ষণ,
খোদারই সূর্য করুণা এখন অনুপরিমাণ সার এ দশায় ॥
---------------------

করীম আপনে করম সদকা, লঈম বে কদর কো না শরমা,
তু আউর রেযা সে হেসাব লে'না রেযা ডী কোঈ হেসাব মে হ্যাঁয় ॥

দাতা তোমারই দানের দোহাই এ ক্ষুদ্র অধীনে ফেলোনা লজ্জায়,
অপর কাউকে হিসাবে নেওয়া যায়, রেযা বুঝি সে হিসেবে গোনা যায় ॥
---------------------


Toolsax

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Out
Ok, Go it!
Join